![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিনের কর্ম ব্যস্ততাটুকু ঝেড়ে ফেলে ,
চিলের ডানায় ভর করে উড়ে এলো ক্লান্ত সন্ধ্যা ,
নিত্যদিনের মতোই জ্বলে উঠেছে সন্ধ্যাবাতির ফোয়ারা ৷
কিছু আল্লাহ ওয়ালা ছুটেছে মসজিদ পানে ,
আর কিছু লোক এ দোকান ও দোকান ঢুঁ মারছে ,
ওদিকে সন্ধ্যাবাতির নিচে পশরা সাজিয়ে বসেছে রাতের পাখিরা ৷
নষ্ট পুরুষরাও ব্যতিব্যস্ত কামবাসনা চরিতার্থ করতে ,
সেই কামবাসনায় বিক্রি হয় রাতের পাখিরা ,
শুধু বিক্রি হয়না তাদের মন যা ভরা আছে চাপা অভিমানে ৷
কেউবা ওদের বেশ্যা ডাকে কেউ বলে নটি ,
অথচ ভাতের আশায় রাতের আঁধারে বিক্রিত শরীর ,
এ যেন ঘুমহীন চোখে অপলক দেখা এক ত্রি-মাত্রিক জীবন্ত ছবি ৷
২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমদিকের চিত্রকল্পের কাজ ভালো লাগছে। তবে শেষ দুই স্তবক পছন্দ হয়নি।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৷---------------এ যেন ঘুমহীন চোখে অপলক দেখা এক ত্রি-মাত্রিক জীবন্ত ছবি ৷ সুন্দর ! পুরো কবিতাটাই সুন্দর!!