![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে বিবেক তুমি আর কতো ঘুমাবে ?
এবার অন্তত ঘুমভেঙ্গে তুমি জেগে ওঠো
চারিদিকে দেখো ধর্ষণের মহোৎসব চলছে
আর তুমি কিনা এখনো ঘুমিয়েই আছো ?
বিবেক তোমাকে বলছি তুমি কি শুনছো ?
এই যে এই এইদিকে একটু তাকিয়ে দেখো ,
আমার কি বেহাল অবস্থা হয়েছে দেখেছো ?
আমার জন্য আজকে অন্তত জেগে ওঠো ৷
তোমার ঐ ঘুমের সুযোগটাই নিয়েছে ওরা
ওরা আজ আমার শরীরটা ছিঁড়ে খেয়েছে ,
আমার সব স্বপ্নগুলোকে করেছে ছন্নছাড়া
আর বিবেক আজও তুমি আছো ঘুমিয়ে ?
এই যে দাদাভাই বাতাসে একটু কান পাতো ,
ধর্ষিতার চিৎকার তুমি কি শুনতে পাচ্ছো না?
শুনবে কি করে ? এটাতো তোমার বোন না
তাইতো এ কণ্ঠ তোমার কানের রন্ধ্রে যায়না ৷
আচ্ছা আমিতো তোমার বোন হতে পারতাম
তখনও কি তুমি কি এভাবেই জেগে ঘুমোতে ?
পারতে এমনটা নিরব নিশ্চল বসে থাকতে ?
আমি জানি , আমি জানি তুমিতা পাড়তে না ৷
বিবেকটাকে আর কতোদিন দমিয়ে রাখবে
আজ আমি ,কাল তোমার খবর প্রেসে যাবে,
আজকে যদি তুমি ঘুম ভেঙে জেগে না ওঠো
আগামীকাল তোমার জন্য কে জাগবে বলো ?
২| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯
কাওসার চৌধুরী বলেছেন:
ছন্দে ছন্দে বিবেক জাগ্রত হোক।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
নীল মনি বলেছেন: জেগে ওঠুক বিবেক,মানুষ হয়ে উঠুক মানুষের মত মানুষ। ভালো লিখেছেন।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: অনবদ্য।
সহজ সরল ভাষা।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,ঠিক আছে। তবে আরো একটু ছন্দময় হলে ভালো লাগতো।আর বিবেকের জাগ্রত আমাদের সবার কাম্য।
শুভ কামনা রইল।