![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে যেমনটা তুমি ঘুমিয়ে আছো
আগামীকাল আমিও ঘুমিয়ে থাকবো ,
আজকে যেমনটা আমি আছি প্রেসে
আগামীকাল তোমার সংবাদ থাকবে ৷
যেমনটা তুমি জেগে ওঠোনি আজকে
আগামীকাল তুমিও পাবেনা কাউকে ,
আজকে যেমনটা অসহায় এই আমি
আগামীকাল তেমনটাই থাকবে তুমি ৷
আজকে যেমন চলেছো পাশ কাটিয়ে
আগামীকাল তোমাকেও যাবে এড়িয়ে ,
আজকে যেমন আমি চলছি একাএকা
আগামীকাল তুমিও থাকবে একাএকা ৷
আজকে যেমন আমাকে ছিঁড়ে খাচ্ছে
আমার ভাইকে রক্তাক্ত ফেলে রেখেছে ,
আগামীকাল তোমার বোনটাকে খাবে
আর ভাইকে আবিষ্কার করবে ডোবাতে ৷
আমার সাথে অন্যায় তবু তুমি চুপচাপ
আগামীকাল তুমিও পাবেনা কোন মাফ ,
তাই সময় থাকতে প্রতিবাদী হয়ে ওঠো
আঁধার ভেদিয়া আলোক মশাল জ্বালো ৷
২| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: বেশ ভালো লাগলো।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১২
ইমরান আল হাদী বলেছেন: গাজী ভাই অভিশাপ।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯
মুরাদ পাভেল বলেছেন: ভাল লাগল
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
শান্তনা, নাকি অভিসম্পাত?