![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের শরীরে আজ পচন ধরেছে
সারা অঙ্গে তার নিকোটিন যায় চুমে ,
আগামীর সব স্বপ্নগুলো গিলে খেয়ে
সমাজপতিরা থাকে বহাল তবিয়তে ৷
কতশত তরুণ হাজারো স্বপ্নে উচ্ছল
করতে পারতো সমাজের রুপ বদল ,
অথচ মাদকেই করলো সব রদবদল
পিছনে আছে তার সমাজপতির দল ৷
যে তরুণ স্বপ্ন দেখতো আকাশ ছূঁবে
সেই তরুণ আজ বন্দী আছে সেলে ,
সমাজপতির ইশারা চলে এ সমাজে
মিথ্যা মামলাও মিলে বিনা খরচাতে ৷
মাদক,সন্ত্রাস,দুর্নীতি আজ মহামারি
নীতিবানের গলায় ঝুলে ফাঁসির দড়ি ,
বাতাসে ভাঁসে অসহায়ের আহাজারি
তবু আজ নীতিহীনদেরই পাল্লা ভারি ৷
২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৭
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ মাননীয়া
৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল ।কমেন্টের পাশে সবুজ স্থানের পাশে ক্লিক করে উত্তর দিন।
৪| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫১
অর্থনীতিবিদ বলেছেন: মাদক, সন্ত্রাস আর দুর্নীতি এখন দেশ ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে। চারদিকে নীতিহীনদের জয়জয়কার।
৫| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৮
কানিজ রিনা বলেছেন: সময় উপযোগী কবিতায় সত্য উঠিয়েছেন
ভিষন সুন্দর। অনেক অনেক ধন্যবাদ।