![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে রাষ্ট্র তুমি কি পারবে আমার দায়ীত্ব নিতে ?
যদি না পারো তবে বলে দাও ,
নিজের দায়ীত্ব না হয় আমি নিজেই কাঁধে নিবো
তবুও তুমি দায় মুক্তই থাকো ৷
হে গণতন্ত্র তুমি কি পারবে সব অধিকার দিতে ?
যদি না পারো তবে বলে দাও ,
নিজের অধিকার না হয় নিজেই আদায় করবো
তবু তুমি অন্তত স্বতন্ত্র থাকো ৷
প্রিয় স্বাধীনতা তুমি কি পারবে স্বাধীনতা দিতে ?
যদি না পারো তবে বলে দাও ,
না হয় আমি মুখ বুজেই অন্যায় অবিচার সইবো
তবু তুমি স্বাধীনভাবে থেকো ৷
মাননীয় রাষ্ট্র যন্ত্র কি আমার অভিভাবক হবে ?
যদি না হয় কোন আপত্তি নেই ,
আমি না হয় অভিভাবকহীন একাকী থাকবো
তবু সে মুখে কুলুপ এঁটে থাক ৷
২| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: সংবিধান নিজে জানা এবং অন্যকে জানানো, সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান আমাদের পবিত্র দায়িত্ব।
আমাদের মঙ্গল, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের জন্যই আমাদের এ দায়িত্ব পালন করা উচিত। দায়িত্ব অবহেলায় আমরা রসাতলে যাচ্ছি। অনুগ্রহ করে নিজ নিজ দায়িত্বটুকু পালন করুন!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৮
দুই বলেছেন: মাননীয় রাষ্ট্র যন্ত্র কি আমার অভিভাবক হবে ?
যদি না হয় কোন আপত্তি নেই।