নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ এটাই আমার পরিচয়

কাজী জুবেরী মোস্তাক

আমি মানুষ

কাজী জুবেরী মোস্তাক › বিস্তারিত পোস্টঃ

দিকভ্রান্ত পথিক

২০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৯

বেগানা পথের ভীরে দিকভ্রান্ত পথিক আমি
সতিনের মতো দু'পায়ে জেঁকে বসেছে ক্লান্তি ,
তবু আমি খুঁজে চলেছি এক লোকমা শান্তি ৷

স্মৃতির খাতার পুরোনো হিসেব মেলাতে বসি
শূন্যতা সেও আজ এ হৃদয়ে যেনো বানভাসী ,
ওগো প্রেয়সী তবুও তোমাকেই খুঁজে চলেছি ৷

বিষাদ ভর করেছে জীবনের প্রতিটি পাতায়
স্বপ্নগুলো পথ হারিয়ে শূন্যতায় মিলিয়ে যায় ,
আর আমি ফুড়িয়ে যাই জীবনের বাস্তবতায় ৷

মাঝে মাঝে বহুদূরে হারিয়ে যেতে ইচ্ছে করে
এই স্বার্থপর সমাজ-সংসারের বন্ধনটা ছিঁড়ে ,
তবুও আঁটকে আছি অক্ষমতাকে পূজি করে ৷

সময়ের ক্ষত হয়েই পরে আছি পথের মোড়ে
সব চাওয়া-পাওয়াগুলোকে ফ্রেমবন্দি করে ,
ফিরে যাবার সেই মরনতরীর অপেক্ষা করে ৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১:২৮

অক্পটে বলেছেন: জীবন থেকে নেয়া সকল অনুভবের নির্যাস দিয়ে লেখা কবিতা।
ভালো লাগল++

২| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: কবিতায় আপনার ক্ষোভ প্রকাশ পেয়েছে।

৩| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: আহা :-&

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.