![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পক্ষেও একদিন তর্জনী উঠবে
রাস্তার মোড়েও সেদিন পিকেটিং হবে ,
ছাত্র জনতা মিলে রাজপথ দখল নিবে
ঝড়ো স্লোগানে চারিদিক মুখরিত হবে ৷
আমার পক্ষেও একদিন কেউ দাঁড়াবে
কাঁধে কাঁধ রেখে প্রতিবাদী হয়ে উঠবে ,
ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে পাশে দাঁড়াবে
ন্যায়ের পক্ষে বুকটা টান করে দাঁড়াবে ৷
আমার পক্ষেও একদিন ওরাই লিখবে
যে কলম আজকে ভয়ে পকেটে আছে ,
সংবাদপত্র সেদিন আবারো সরব হবে
টিভি রিপোর্টাররাও ছুটে চলে আসবে ৷
আমার জন্যও কোন মা সিজদায় রবে
আবার কোন মা ঠাকুর ঘরে পড়ে রবে ,
কেউ রোজা রবে ,কেউবা রাখি বাঁধবে
জয়ীও হবো ওদেরই দোয়া আশির্বাদে ৷
একদিন ওরা ঠিক সংগ্রামী হয়ে যাবে
দেয়ালে দেয়ালে গ্রাফিতি জ্বলে উঠবে ,
অন্যায়ের প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে যাবে
নিজের অধিকারও আদায় করে নিবে ৷
২| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬
আলোর_পথিক বলেছেন: ভাল লিখেছেন তো.......।
৩| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৫
জাহিদুল হক শোভন বলেছেন: আপনার পক্ষে একদিনের আশা গুলো আরো দীর্ঘ হোক। শুভ কামনা
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫
এ.এস বাশার বলেছেন: সুন্দর..... কবিতায় ভাল লাগা ..............