![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি বর্ণমালাতে উঠে আসুক প্রতিবাদের ঝড়
বিদ্রোহী শ্লোগান প্রকাশিত হোক প্রতি পঙতিতে ,
প্রতিটি কলম যেনো হয়ে ওঠে সাহসী ও দূর্ণীবার
এ ফরিয়াদ হোক আজ প্রতি ওয়াক্তে প্রার্থনাতে।
প্রতিটি শোক হোক আজ রুখে দাঁড়ানোর শক্তি
মহাপ্রলয় হয়ে আজকে আছড়ে পড়ুক প্রতিবাদ ,
দূর্বলতাও আজ বলীয়ান হয়ে ছড়িয়ে দিক দ্যুতি
ঘুঁচে যাক আজ আছে যতো গ্লানি আর অপবাদ।
প্রতিটি পঙতিতে বেঁচে থাক নির্জাতিতের কান্না
সে কান্নাই হোক আজকে সমবেত এক কোরাস ,
সব হারানো বেদনা থেকে খুঁজে নিয়ে সমবেদনা
ভুলে যাও আজ বুকে জমানো সকল হা-হুতাস ।
প্রতিটি শব্দ আজ একেকটা টর্ণেডো হয়ে উঠুক
লন্ডভন্ড করে দিক আজ পরিত্যাক্ত এই সমাজ ,
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়েই জেগে উঠুক সবার বুক
মানুষ এবং মনুষ্যত্ব হয়ে যাক পুনরুদ্যমে সজাগ।
পৃথিবীর দেয়ালে ঝলসে উঠুক জীবন্ত গ্রাফিতি
পালিয়ে যাক সমাজ থেকে সন্ত্রাসী;দূর্নীতিবাজ ,
ব্যথাতুর মনও আজ ভুলে যাক দূঃসহ সব স্মৃতি
প্রতিটা কলমের আঁচরে বদলে যাক এই সমাজ।
২| ২২ শে জুন, ২০১৯ রাত ১২:৩১
মেঘ প্রিয় বালক বলেছেন: খুব সুন্দর কথা প্রকাশ করেছেন কাব্যমালায়।
৩| ২২ শে জুন, ২০১৯ সকাল ৮:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৪| ২২ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
মাহমুদুর রহমান বলেছেন: মাশাআল্লাহ, খুব ভালো লাগলো।
৫| ২৪ শে জুন, ২০১৯ রাত ১১:১৮
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ ব্লগ মাষ্টার
৬| ২৪ শে জুন, ২০১৯ রাত ১১:১৮
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: অনুপ্রাণিত হলাম মেঘ প্রিয় বালক
৭| ২৪ শে জুন, ২০১৯ রাত ১১:১৯
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮| ২৪ শে জুন, ২০১৯ রাত ১১:১৯
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: অনুপ্রাণিত করায় অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৯ রাত ১২:২১
ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর । ভালো লাগার মত একটা কাব্য ।