![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে দাউদাউ করে আগুন জ্বলছে
আর ওরা গোলাবারুদের উপরে দাঁড়িয়ে,
আর ছায়াগুলো মিলেমিশে একত্র হচ্ছে ।
এ জনপদ আজকে জনশুন্য হয়ে যাচ্ছে
শহর বন্দরগুলোও ঢেকে যাচ্ছে মুখোশে,
মানবতা সেও যেন নির্বাসনে চলে যাচ্ছে ।
আজ পৃথিবীর সমস্ত অলিগলিতে জুড়ে
আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলছে,
উশৃঙ্খল ; সুদীর্ঘ তপ্ত দুপুরের মতো করে।
মনুষ্যত্বহীনতা দাপিয়ে বেড়াচ্ছে এ শহরে
অলিতগলিতে মাদকের আড্ডাও বসছে,
মশা মাছির মতোই সন্ত্রাসী বাড়ছে শহরে ।
নির্জাতিত ধুলোর মতো দু'পায়ে জড়িয়ে
পড়ে থাকা নিথর সেই দেহগুলো ডিঙিয়ে,
একদিন প্রত্যাশিত বিজয় ঠিক ধরা দিবে ।
রক্তগুলো পিচঢালা পথে শিকড় ছড়াচ্ছে
সারিবদ্ধ লাশগুলো পথ রোধ করে থেকে,
মৃত্যুকে অস্বীকার জয়বার্তা বয়ে আনছে ।
মমতাময়ী মা; প্রিয়তমা স্ত্রী ;আদরের পুত্র
তোমরা আজ শোকবস্ত্র খুলে ফেলে দাও,
প্রতিটি অশ্রু দিয়ে তৈরি করো ক্ষীপ্র অস্ত্র ।
২| ২৫ শে জুন, ২০১৯ রাত ১২:১৩
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর
৩| ২৫ শে জুন, ২০১৯ রাত ২:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, তবে একই কবিতা দুবার পোষ্ট কেন ? বুঝলাম না ।
একটি ড্রাফটে নিয়ে নিন ।
...............................................................................................
উত্তর দেবার সময় , ডানে সবুজ এরো চিহ্ন চাপুন অতপর ঐ বক্সে লিখুন ।
৪| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
৫| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৯ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।