![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোড়া মাংসের ঘ্রাণে ময় চারিধার
আগুনে পুড়ে গেছে স্বপ্নের সংসার,
আকাশ বাতাস জুড়ে শুধু হাহাকার
মূল্য বুঝে সেইজন হারিয়েছে যার।
ধর্ম পুড়েনি সীতাকুন্ডের কোনখানে
জাতপাত চেনেনি আগুন সেইখানে,
পাপ - পূর্ন্যের হিসেব হয়নি সেখানে
সেখানে শুধু মানুষ পুড়েছে আগুনে ।
২| ২১ শে জুন, ২০২২ সকাল ১১:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: পাপ পুন্যির হিসাব তো সবাইকেই দিতে হবে। সে পুড়ে মরুক অথবা স্বাভাবিক মরুক।
৩| ২১ শে জুন, ২০২২ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: মোটামটি।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০২২ সকাল ৮:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: লিখতে থাকেন।