![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনারে করি সখা...
পরিত্যক্ত ঢাল-বাকলের গঞ্জে সে ও এক
গুনতি বিহীন কাঠুরে,
এই সেই করে কুঠারটা আর তার
হল না।
শুষ্ক চামড়ার ভেতরকার
জোড়া জোড়া কল্পনার দল
ক্লান্তি বয়ে নিয়ে চলে লাকড়ির আঁটি।
স্বপ্নে বলে-
ছুয়ে ফেলি মস্ত বৃক্ষ, ছেয়ে ফেলা ঢাল পালা
অগণিত সবুজ পাতা।
আকাশের ধূলোবালিরা সরে যায়;
দেহে আর চায় না,
অকেজো যন্তের মন্তরে
পাতাবিহীন ঢাল-বাকল, গুমড়ে গুমড়ে
নিয়ে চলে, ‘অর্ধ কাঠুরে’।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৬ সকাল ৯:২৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি।