![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলায় যখন স্কুলে জাতীয় সঙ্গীত গাইতাম তখন বুজতাম না "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" এই টুকুর ওজন কত।
তখন স্যার দের শাস্তির ভয়ে সবার সাথে তালে তাল মিলিয়ে গাইতাম না গাইলেও ঠোট নাড়াতাম। প্রবাসে আসার পর থেকে বুঝি আসলে দেশপ্রেমটা কি আর কেনই বা আমার সোনার বাংলা। দেশে থেকে যে যতই গলা ফাটাইয়া বলুক আমি আমার সোনার বাংলাদেশকে অনেক ভালবাসি দেশের প্রতি তার এই প্রেম লোক দেখানো বা কোন না কোন স্বার্থের জন্য বলে থাকে। সত্তিকারের দেশপ্রেমের অনুভূতি পাইতে হলে অবশ্যই কিছুদিন প্রবাসে কাটতে হবে তা হলে বুঝতে পারবেন আসলে দেশপ্রেমটা কি আর দেশের জন্য কত মায়া লাগে কত ভাল বাসা জাগে। যখন দেশের কোন খারাপ সংবাদ কানে আসে তখন বুকের মধ্য কেমন একটা অনুভূতি হয় এইটা কখনো লিখে বা বলে বুঝনো সম্ভব না। এইটার ছোট একটা উদাহারণ দেই ফেসবুক বা ইউটিউব দেশের যে সংবাদ আসে খেয়াল করে দেখবেন প্রবাসিদের কমেন্টস অনেক বেশি পরে। হয়তবা অনেকে এই কথা গুলোর সাথে একমত হবেন না বিশ্বাস করুন কথা গুলো নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এই জন্য হয়ত রবি ঠাকুর বিলেত থেকে ফিরে এসেছিল। তার মত যদি জমিদার পরিবার জন্ম নিতাম আমিও ফিরে যেতাম আমার সোনার বাংলায়। আমি ছোট বেলায় দেখেছি আমার মা একটা বালতির মাঝে কিছু মাটি দিয়ে লাঊইয়ের বীজ দিয়ে রাখতো সেখান থেকে কয়েক সপ্তাহ পর আমরা লাঊ পাইতাম।কোন সার নেই কোন যত্ন নেই তবুও ফল আসত। এইটাই সোনা, এই সোনার জন্যই সোনার বাংলা। যেখানে উন্নত দেশগুলো দেশকে সবুজ করার জন্য লক্ষ লক্ষ মিলিয়ন ডলার খরচ করে আমরা জন্মগত ভাবেই সবুজ পাইছি । এখানে একটা গাছ লাগানোর জন্য মাটি অন্য দেশ থেকে আনতে হয় আবার গাছ লাগানোর পর পানি সার আরও কত কি আর সেই খানে আমাদের দেশে মাটির মধ্য বীজ রাখলে আমারা ফল পাই। কারন খুজলে এই রকম হাজার হাজার কারন বের হবে। সোনার বাংলা সোনার বাংলাই। তাই চলুন সবাই মিলে সকল দল মত ধর্ম সব বিভেদ ভুলে দেশকে ভালবাসি দেশকে এগিয়ে নিয়ে যাই।
২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:৩২
আবু হাসান লাবলু বলেছেন: মন খুব কাঁদে ভাই
২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রকাশ ভঙ্গিটি বেশ লাগলো।
শুভকামনা রইল।
১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২
আবু হাসান লাবলু বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
স্রাঞ্জি সে বলেছেন:
আপনি অনিয়মিত কেন???
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
আবু হাসান লাবলু বলেছেন: ভাই প্রজেক্ট শেষের দিকে অনেক প্রেসারে আছি।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।