![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৫ সেপ্টেম্বর ১৭
জমালাম আকাশ পারি
সোনার ঐ বাংলা ছাড়ি
খোরমা খেজুর মরুর দেশে
অতি ক্ষুদ্র শ্রমিক বেশে।
নতুন শহর নতুন আশা
হতাশা ভরা ভালবাসা
চিন্তা ভাবনায় দিন ক্ষন
মাতার উপর বাঙ্কের লোণ,
গরম হাওয়ায় মাতামাতি
বাবা মার কান্নাকাটি
সারা সময় চুপচাপ
কেন দিলাম আগুনে লাফ।
এই ভাবেই দুই সাল
অবস্থা অনেক নাজেহাল
সিদ্ধান্ত নিলাম ফিরব বাড়ি
পকেটে নাই কানা করি,
মা বলল লাগবে কত
দিবে তোকে লক্ষ শত
অর্থ না সন্তান বড়
বাবা বলে ফোন ধরো।
আহা দিন করেছি পার
ঘন কালো অন্ধকার,
২১জুন ২০১৮ আজ
এখন বেলা সাঁজ
অনেক জাতিই এখন স্যার ডাকে
ভাগ্য কখন নেয় কোথায় কাকে।
কতই তফাৎ
হতাশা ভরা সেই সেকাল
আর আনন্দ ভরা একাল।
২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৬
আবু হাসান লাবলু বলেছেন: ভাই সাময়িক অবস্থা বুঝানোর সামান্য চেষ্টা মাএ
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: মোটামোটি।