![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এলাকায় একটা কথা প্রচলিত আছে "থানা চিনে না, আবার নাকি চৌকিদার"। কথাটার মানে হয়ত সবার জানা তারপরও আমি একটু পরিষ্কার করে বলি যোগ্যতার চেয়ে অনেক বেশী প্রাপ্তি। প্রথম অবস্থায় ভেবেছিলাম হয়ত আমার দিয়ে কিছু হয় না বা হবে না, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে লেগে থাকলে তার ফল অবশ্যই পাওয়া যায়।তবে আমার একটা অভ্যাস আছে যদি কারও পিছনে সময় দেয়া শুরু করি তবে সেটার শেষ না দেখে থামতে ইচ্ছা হয় না হয়তবা এটার জন্যও হতে পারে। আবার আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছেন এটাও হতে পারে।আমি খুব বেশী শিক্ষিত না বলতে গেলে কোন মতে বানান করে পড়তে পারি আবার অনেক সময় দেখা যায় উচ্চারণও ভুল ভাবে উচ্চারণ করছি । তবে মাঝে মাঝে কেন জানি নিজেকে অনেক বড় পণ্ডিত মনে হয় বিশেষ করে কেউ যখন এসে কোন বিষয়ে পরামর্শ চায় বা কেউ বলে স্যার এরপর কি করব। যাক মূল কথায় আসি ১৭ই মার্চ ২০১৮ বিকালে আমার এক নেপালি বন্ধু আমাকে বলল তার পরিচিত এক কোম্পানির মালিকের নাকি একজন সিভিল ফোরম্যান লাগবে ।আমরা সারা দিন চেষ্টা করেও তার সাথে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই নি। রাতে ঐ বন্ধুর সাথে কোম্পানির মালিকের বাড়িতে গিয়ে দেখা করার চেষ্টা করি কিন্তু বাড়ি থেকে একজন ভদ্র মহিলা আমাদের জানালেন কোম্পানির মালিক নাকি এখন ভারতে অবস্থান করছে আজই বিকালের ফ্লাইটে না কি উনি ভারত গেছেন, আহা কি ভাগ্য আমার চাকরি তো দুরের কথা চাকরিদাতার সাথেও আমার দেখা হচ্ছে না আমি মনে মনে ভাবছি। এর মধ্যই ভদ্র মহিলা জানতে চাইলেন আমরা কেন তাকে খুজতেছি? বন্ধু সব বিস্তারিত বললে ভদ্র মহিলা আমার সাথে কথা বললেন জানতে চাইলেন কি কি কাজের উপর আমার অভিজ্ঞতা আছে আমিও একটু বেশী বেশী করে তাকে ফরমালাম পরে তিনি আমার মোবাইল নাম্বার নিয়ে বললেন পরে কল দিয়ে জানাবেন তাতে মনে হল কোম্পনির দায়িত্ব এখন উনি পালন করছেন। হতাশা নিয়ে আমি আর আমার বন্ধু ফিরে আসলাম আমাদের রুমে।আমি মোটামুটি ভাবে নিশ্চিত ভদ্র মহিলা শুধু ফরমালিটি মেইন্টেন করার জন্য আমার ফোন নাম্বার নিয়ে রাখছেন। চাকরি হবার কোন আশাই নেই। রাত সাড়ে ১০টার মত বাজে আমরা কয়েকজন মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছি রুমমেট এক ছোট ভাই এসে বলল আপনার ফোন বাজতাছে আমি ওর কথাই ওতটা গুরুত্ব না দিয়ে আড্ডা চালিয়ে গেলাম। রাত সাড়ে ১২ টার দিকে রুমে গিয়ে দেখলাম অপরিচিত একটা নাম্বার ২ বার কল দিয়েছে। আমি এতটা গুরুত্ব না দিয়ে ফোন সাইলেন্ট মুড করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি একটা এসএমএস সিম অপারেটর কোম্পানির আমার প্রতি দয়া হয়ছে লোকাল ১০মিনিট টক টাইম নাকি আমার জন্য বরাদ্দ করা হয়েছে ইস কি কপাল আমার গত দুই বছরের মধ্যে এই প্রথম। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। কেন জানি ফোন হাতে নিয়ে ঐ নাম্বারটার কথা মনে হল, তবে বলে রাখি ফ্রী মিনিট কোম্পনি আমাকে দিয়েছে বলেই কিন্তু ঐ নাম্বারে কল দেয়ার জন্য মন চাচ্ছে নইলে কোন মতেই মন চাইত না এটা আমি নিশ্চিত। আমি কল দেবার সাথেই ওয়েলকাম টিউন একটা কেরেলা গান। একটু গান শোনার পরই ফোনের ঐ পাশ থেকে একটা মেয়ের কন্ঠ ভেসে আসলো। আমি মনে মনে ভাবলাম কে হতে পারে ভাবতে ভাবতে ১০ সেকেন্ড নিরবতা পালন হয়ে গেল আমার কিন্তু ঐ পাশ থেকে আমার অবাক নিরবতা হয়ত ভদ্র মহিলা বুঝতে পেরে সোজাসোজি আমাকে জিজ্ঞাসা করল
আর ইউ মিঃ আবু হাসান? (চলবে)
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:০৬
আবু হাসান লাবলু বলেছেন: পেয়ে জাবেন
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৮ রাত ১১:২৪
মনিরা সুলতানা বলেছেন: তারপর !!