![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসেছিলে নিরবে মনের আঙ্গিনায়
জানতে পারেনি কেহ
তুমিই আছো মন রাজ্যে জুড়ে
শুধু অন্য কারও দেহ,
হয়ত দোষ আমারি ছিল
তোমায় রাখতে পারিনি ধরে
ইচ্ছে করে এখন আমি
কাঁদি চীৎকার করে।
মনে পরে কি তোমার আমার
খুনসাটি সে কথা
তুমি বিনে শূন্য হিয়া
ভাবতেই লাগে ব্যথা,
বিশ্বাস করো আর নাই কর
তুমিই মনে আমার
সময় পাইলে জানিয়ে দিয়ো
কি অবস্থা তোমার?
©somewhere in net ltd.