![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়েস
আইম মিসেস গুপ্তা
ইয়েস মেডাম
নাও সেন্ড মি ইউর রেসুম ইন কোম্পানি ইমেই
ওকে মেডাম
ভেরি ফাস্ট
ওকে
বলে নেই এই সেই ভদ্র মহিলা যার স্বামীর কাছে চাকরির জন্য আমি আর আমার নিপালি বন্ধু গিয়েছিলাম। মনের মধ্যে একটু খুশি খুশি ভাব জমা হল। একজন বেকারই জানে কেউ যদি তার কাছে চাকরি দেওয়ার কথা বলে সেই সময় কত খুশি লাগে। আমি যথারিতি ভাবে আমার জীবন বিত্তান্ত ইমেল করে দিয়ে দিলাম। আমার অপেক্ষার পালা কখন জানি কল আসে ভাবতে ভাবতে বেলা ২টার কিছু সময় আগে কল আসলো আমি একটু ভয়ে ছিলাম কি বলবে আর যত প্রকার দোয়া জানা আসে মনে মনে সব পাঠ করতে থাকলাম ভদ্র মহিলার কল ধরার পরই সোজাসুজি তার হটসয়াপে আমার লকেশন পাঠাইতে বলল এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হতে বলল উনি গাড়ি পাঠাবে। সব মিলিয়ে সময় নিয়েছে ২৮ সেকেন্ড। যাই হক আমি রেডি হয়ে বসে আছি সাড়ে ৩ টার দিকে এক ভদ্র লোক আমকে নিয়ে রওনা দিলেন। আমি লোক টাকে জিজ্ঞসা করলাম কোথাই নিয়ে যাওয়া হচ্ছে ইন্টারভিয়ের জন্য তিনি আমাকে জানালেন হ্যুন্দাই কোম্পানির অফিসে। কোম্পনির নাম শুনেই তো মনে মধ্যে ভয় শুরু হয়ে গেল অনেক বড় আর নাম ধারি মাল্টিন্যাশনাল কোম্পানি। বিশ্বজুরে অনেক নাম ডাক। পজিশন জানতে চাইলাম ভদ্র লোক জানলেন সিভিল ফরমান। সিভিলের কথা শুনে মনে একটু পানি আসলো কিছু তো জানি মনটা তাই ভেবে শীতল হল। হ্যুন্দাই কোম্পানির অফিসে আমাকে ফিলিপিনি এক ভদ্র লোকের কাছে রেখে গেলেন। ফিলিপিনি ভদ্য লোকটির নাম আরভিন গুস্তা। কোম্পানি সিনিয়র অ্যাডমিন এবং ম্যান পাওয়ার তিনি দেখেন অফিসের ভিতর ঢুকতে ঢুকতে আলাপ হল। আমায় অভান্তনা কক্ষে অপেক্ষা করতে বললেন। আমার মনে অনেক ভয় হচ্ছে যাদের দেখছি সবাইকে দেখে অনেক বড় বড় মাপের শিক্ষিত লোক মনে হচ্ছে। আবার বেশির ভাগ কোরিয়ান ব্যক্তি দেখা যাচ্ছে। কোরিয়ান কোম্পনি কোরিয়া লোক দেখা যাবে এটাই স্বাভাবিক। ৩০/৪০ মিনিট অপেক্ষার পর মিঃ আরভিন এসে আমাকে তার সঙ্গে যেতে বলল। অফিসের মধ্যে আমার মনে হল এটা কি অফিস নাকি কোন টেড সেন্টার এত বড়। আমাকে মিটিং রুমে বসে অপেক্ষা করতে বলল। মনে মনে ভাবলাম আবার অপেক্ষার পালা। কিন্তু এইবার বেশী সময় নিল না মিনিট ৫/৭ এর পরই একটা লম্বা চিকন কোরিয়ার ভদ্র লোক এসে হাত বাড়িয়ে বললেন
হাই আইম ব্রিন্ত লী
আমি ভয়ে ভয়ে
হ্যালো আই এম আবু হাসান
নাইস টু মিট ইউ
সেম
আর ইউ ওয়েটিং ফর ইন্টারভিউ? (চলবে)
২| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
আবু হাসান লাবলু বলেছেন: ভালবাসা জানালাম ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: জানিনা আঞ্চলিক ভাষার কারনে কিনা তবে বেশ কয়েকটি নিক আছে। আর ভাবনাটা খারাপনা। লিখতে থাকুন, পাশে আছি। লাইকও দিয়েছি ।
শুভকামনা রইল।