![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাই নাই কিছু নাই
নাই নাই করে তাই
বেসুরা সুরে ভাই
নাই নাই গান গাই
কবিতার কবি নাই
ক্যামেরার ছবি নাই,
কলম আছে কালি নাই
লেখা তবু থামে নাই
নাই নাই স্বাদ নাই
খাওয়া তবু বাদ নাই।
নাই নাই কাম নাই
কামের কোন দাম নাই
কাম ছাড়া তবু ভাই
কথা বলার সময় নাই,
নাই নাই ভাব নাই
যুগলের অভাব নাই
ভাল স্বভাব নাই
নাই নাই করে ভাই
আর কোন লাভ নাই।
০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯
আবু হাসান লাবলু বলেছেন: অনেক ভালবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২০
নজসু বলেছেন: খুব মজা লাগলো।
সবকিছুতেই নাই নাই।