![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়েস, বলে ভয়ে ভয়ে আমার সিভি উনার হাতে দিলাম। ভদ্রলোক প্রায় ৫/৭ মিনিটের মত আমার সিভি নিয়ে দেখলো। তারপর পর বলল
আর ইউ সিভিল ফরমান?
ইয়েস
বাট আই নিড আইটিএস ইঞ্জিনিয়ার।
কেমনডা লাগে বলেন এত আশা নিয়ে বসে থেকে ইন্টারভিউ বোডে এসে যদি দেখি এমন অবস্থা। ঐ সময় আমার মনের যে কি অবস্থা হয়েছিল শুধু বলে বুঝানো যাবে না। তবে আমি সাহস হারাই নি আমি সাহস করে ভদ্র লোককে বললাম আমি আপনাদের অন্য প্রোজেক্ট এ কাজ করেছি এই যে তার আইডি কার্ড। ভদ্রলোক হাতে নিয়ে আমার আইডি কার্ড টি দেখলো।
সাথে সাথে আমি একটা বানি শুনিয়ে দিলাম
স্যার ন্যাথিং ইস ইম্পসিবল ইফ ইয়উ গিভ মি এ চান্স আই উইল ট্রায় মাই বেস্ট।
ভদ্রলোক মুচকি হেসে বলল
ইউ নো ক্যাড?
আই নো বাট নট প্রপারলি।
ওকে বলে ভদ্রলোক বাহিরে চলে গেলেন। এদিকে আমি কল্পনার সাগরে ভাসছি কি হবে কি না হবে আর চাকরি হলেও আইটিএস বিষয়টা কেমনে সামাল দিব তবে মনে একটা সাহস ছিল গুগল সব জানে যদি চ্যান্স মিলেই যায় গুগল নিয়ে পরে থাকব। আরও একটা কথা বলি আইটিএস মানে যে ইন্টেলিজেন টান্সপোটাশন সিস্টেম এইটা আমার এর আগে জানা ছিল না।
তিনি আসলেন সঙ্গে নিয়ে আরভিনকে।
আরভিন আমার দিকে তাকিতে মুচকি হেসে বলল তোমায় আমরা ১৫ দিনের সময় দিলাম যদি আমাদের ভাল লাগে তবে তোমায় আমরা রাখব আর যদি ভাল না লাগে তবে তোমায় দিন পর তোমায় জানাব এবং এই ১৫ দিনের বেতনও দিব না। আমি ওকে স্যার বলতেই পরদিন আমার সেফটি ট্রেনিং জানিয়ে দেয়া হল।
আজ প্রায় বছরের কাছাকাছি হয়ে এলো কিন্তু উনাদের ১৫ দিন ফুড়ালো না। আমিও আমার আত্ববিশ্বাস আর জানার আগ্রহ নিয়ে এগিয়ে যাচ্ছি। যেখানে আমি আইটিএসের পূর্ণ রুপই জানতাম না সেইখানে আমি ইঞ্জিনিয়ার হয়ে বসে আছি। থানা না চিনলেও চিনার পর কিন্তু থানাকে আগলে ধরে থাকার চেষ্টা করি যাচ্ছি।
(সৎ সাহস, আপ্রাণ চেষ্টা ও নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকলে সফলতা ঠিকই আসবে)
১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১
আবু হাসান লাবলু বলেছেন: অনেক অনেক ভালবাসা নিবেন।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
চাঁদগাজী বলেছেন:
গল্প, নাকি ঘটনা?
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
আবু হাসান লাবলু বলেছেন: সত্যি ঘটনা ভাই। অশেষ ধন্যবাদ ব্লগে চোখ রাখার জন্য।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫
মিথী_মারজান বলেছেন: বাহ্!
খুব সুন্দর বলেছেন - সৎ সাহস, আপ্রাণ চেষ্টা ও নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকলে সফলতা ঠিকই আসবে।
শুভ কামনা।