নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগী

আবু হাসান লাবলু

আমি আমিই......কোন কাজের না তবুও হাল ছাড়ছি না

আবু হাসান লাবলু › বিস্তারিত পোস্টঃ

আমি কি তোমায় খুব বিরক্ত করছি (লিরিক্স)

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়
হয়তো আমার কোনো প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোণায়
তুমি বলে দিতে পারো তা আমায়
চিঠি লিখবো না ঐ ঠিকানায়
আমারও তো মন ভাঙে
চোখে জল আসে
আর অভিমান আমারও তো হয়
অভিমান আমারও তো হয়
যদি এই মুঠো ভরা শিউলি ফুল
যদি এই খুলে রাখা কানের দুল
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও, আমি যাই ছেড়ে
এত কথা বলি
পাখি হয়ে উড়ে যায় সব
তোমাকেই ছুঁতে পারে না
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে
কই তোমার তো চোখে পড়ে না
এত কথা বলি
তাহলে কি আমি কেউ নই
যেন অজানা ভাষায় লেখা বই
আমারও তো মনে হয়
মাঝে মাঝে ছুঁয়ে দেখি
সুযোগ টা পাচ্ছি কই
আমি সুযোগ টা পাচ্ছি কই
যদি মুঠো ভরা শিউলি ফুল
যদি খুলে রাখা কানের দুল
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও, আমি যাই ছেড়ে
আমি কি তোমায় খুব বিরক্ত করছি?

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথার উত্তর না দিলে বুঝবেন বিরক্তই করতাছেন হাহাহাহা

আরো লিখুন অবিরত

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০০

আবু হাসান লাবলু বলেছেন: মন যে তবুও উত্তরের জন্য অপেক্ষা করতে চায়, অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: কাউকে বিরক্ত করা ভালো না। আল্লাহ পাপ দেন।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০১

আবু হাসান লাবলু বলেছেন: জানি মন তো তবু বাঁধা মানে না কি করব বলেন? ভালবাসার জন্য না হয় একটু পাপ হল ক্ষতি কি?

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: কাউকে বিরক্ত করা ভালো না। আল্লাহ পাপ দেন।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

সাইন বোর্ড বলেছেন: অাবেগটাও অামাদের মাঝ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে ।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২

আবু হাসান লাবলু বলেছেন: সব উচ্চ প্রযুক্তির প্রভাবের কারনে।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:




প্রেমের লিরিক, আক্ষেপে মোড়ানো । ভাল লেগেছে ।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

আবু হাসান লাবলু বলেছেন: অনেক অনেক ভালবাসা জানবেন।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

আবু হাসান লাবলু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও ভালবাসা জানিও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.