নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

’’সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং অন্যদের বজায় রাখতে উদ্বুদ্ধ করুন’’

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

হিন্দুরা এই দেশে সংখ্যালুঘু নয়, অন্তত আমি বিশ্বাস করি না। তারা বাঙ্গালী, পূর্বপুরুষ সূত্রে এই মাটিতেই তাদের বসবাস। এই দেশের মাটিতেই তাদের জন্ম, তারা আমাদের আপনজন। এই দেশের মাটির গন্ধ তাদের শরীরে লেগে আছে, রক্তে মিশে আছে বাঙ্গালী সংস্কৃতি। এটা তাদের দেশ, তাদের মাটি, তাদের জন্মভূমি, আমাদের যেমনটি জন্মভূমির প্রতি টান আছে,,,তাদেরও টান আছে এই প্রিয় জন্মভূমির প্রতি। আমাদের যতটুকু অধিকার আছে, আমরা যেমনটি মাথা উঁচু করে পথ চলি এই দেশে ,,,,ঠিক ততটুকু মাথা উঁচু করে পথ চলার অধিকার রাখে তারাও।



দয়া করে হিন্দু মুসলমান --- কেউ কাউকেই উস্কানী দিবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। এই সময় আমার বাবাকে খুব মনে পড়ছে, তিনি ১৯৭১ সালে আমাদের আশেপাশের গ্রামের হিন্দু পুরুষদের পরম যত্নে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, তিনি গ্রামের সবাইকে তাদের জানমাল রক্ষার জন্য মোটিভেট করতেন। আমার কিশোর বড়ভাইটি হিন্দু কিশোরদের রক্ষার জন্য আমাদের বাড়ির বাঁশতলায় মাটি কেটে গর্ত করে বলতেন,’ আয় আমরা সবাই মিলে এর ভিতর লুকিয়ে থাকি, তাহলে কেউ আমাদের দেখতে পাবে না।’ ওরা মাটির গর্তে লুকিয়ে থাকতো, উপরে দিয়ে দিত নারিকেল আর অন্যান্য ঝোপ লতা পাতা যাতে এই গর্ত কেউ দেখতে না পায়। আমার কাকা আমার ভাইকে বলতো,,,ভাস্তা তোর বুদ্ধি খুব ভাল। নিজেরাই লাঠি দিয়ে লড়াই - লড়াই খেলতো,,,,ভাই বলতো আমাদেরকে ট্রেনিং নিতে হবে,,,তাহলে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। ভাইয়ের ঘরে তাদের ছিল অবাধ পদচারনা। আর আমার মা তাকে আমি স্যালুট দেই। আমার মা হিন্দু নারী, যুবতী, শিশুদেরকে পরম মমতায় আমাদের বাড়ির কাঠের দোতলা ঘরে আশ্রয় দিয়েছিলেন। মা আমার নিজ হাতে রান্না করে খাওয়াত তাদের। যুবতী মেয়েদের দিকে কেউ যাতে খারাপ দৃষ্টি না দিতে পারে তার জন্য মা সারাক্ষণ নজর রাখতেন। আমার বড় আপা তার বান্ধবীসহ অন্যান্য মেয়েদেরকে সারাক্ষণ সঙ্গ দিতেন যাতে তারা নিজেদেরকে নিসঙ্গ মনে না করেন।

ভারতে যখন বাবরি মসজিদ ভাঙ্গা হয় তখন খবর পাওয়ার সাথে সাথেই আমার বাবা, কাকা, ভাই গ্রামের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বলেছিলেন এবং তা কার্যকরীও হয়েছিল। আজ আমার বাবা নেই। তিনি তো না ফেরা দেশে চলে গিয়েছেন। তার অভাব খুব অনুভব করছি ।

আমরা যারা তথাকথিত শিক্ষিত বলে নিজেদেরকে দাবী করি,,,তাদের ভূমিকা অনেক বেশি,,,,,তাই এমন কথা, কাজ আমরা করবো না বা করা উচিত হবে না যা পরোক্ষ বা প্রত্যোক্ষভাবে উস্কানীমূলক।

আসুন আমরা সবাই মিলে হিংসা, বিদ্বেষ, ধর্ম, বর্ণ ভুলে গিয়ে মানুষ হিসেব মানুষের পাশে দাঁড়াই, উস্কানীমূলক কথা, দ্বদ্ব¦ আরো দ্বদ্বের জন্ম দেয়, মানুষের মনে আরো ক্ষোভের সৃষ্টি করে ,,,,,,,,,, তাই এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ করার ,,,,,,,,,,,,



(এই পোস্টে দয়া করে কেউ উষ্কানীমূলক মন্তব্য করবেন না,,,আর যদি উষ্কানীমূলক মন্তব্য করেন তবে তা ডিলিট করে দেয়া হবে। সুন্দর গঠণমূলক মন্তব্য আশা করছি )





মন্তব্য ৬৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

বাংলার হাসান বলেছেন: দয়া করে হিন্দু মুসলমান --- কেউ কাউকেই উস্কানী দিবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। দেশটা আমার আপনার সবার

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেশটা আমার আপনার সবার ,,,,,,,,,,,ঠিক বলেছেন,,,,,,,এই বোধটা থাকা জরুরী।

সুন্দর মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮

সালমা শারমিন বলেছেন: Ami aj ei kothata FB te bollam bolei ekjon boddho amak baje kotha bollo. bole bangladesher shobai naki awamilig or BNP kore. tai age dol. dol bad diye manobotar kotha vabar time nai.

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এমন লোক ছিল, আছে এবং থাকবে,,,,,,,তাই বলে আমাদের কাজ থামিয়ে দিলে তো হবে না,,,,,,, দেশের সব মানুষ শান্তিতে থাক,,,,,ভাল থাক,,,,,,,মিলে মিশে থাক,,,,,,,এটাই আমাদের চাওয়া

আন্তরিক ধন্যবাদ

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

কষ্ট - ১ বলেছেন: হিন্দু মুসলিম ভাই ভাই
মিলে মিশে থাকা চাই।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

নির্মল পাল বলেছেন: সবাই যদি আজ আপনার মত এই ধরনের ভালো মন মানসিকতা নিয়ে থাকত তাহলে আজ কোন ধর্মের মানুষ এইভাবে অত্যাচারিত হয়ে মরতে পারত না ।

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কেন যে মানুষ এভাবে একজনের ক্ষতি করতে পারে তা ভাবতেই আমার অবাক লাগে। আমরা কেন সমস্যার সমাধান না করে তা শুধুমাত্র উস্কে দেই!!!!!!! সবাই শান্তিতে মিলে মিশে থাক,,,,,,এটাই কামনা,,,,,,,,,
সেই শান্তিময় দিনের অপেক্ষায় বসে আছি ,,,যেদিন আর কান্নার রোল শুনবো না

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সত্যি কথা হলো,
এদেশের আপামর জনসাধারণ অসম্প্রদায়িক।
এজন্যই আমরা ধর্ম, বিশ্বাস বাইরে রেখে কাঁধে কাধ মিলিয়ে চলি।

কিন্তু, আমাদের রাজনীতি?
সাম্প্রদায়িকতা বুনে যাচ্ছে অবিরাম।
শুধু সাম্প্রদায়িকতা ইস্যু কেনো? তাদের কাছে আমরা সাধারণ মানুষ না।

এই দেশে বিশ্বজিত খুন হয়, খুন হয় জগৎ জ্যোতি
দিব্যি আমরা হেসে খেলে রাজনৈতিক সমীকরণ ভাবছি।
এ দল বলুন কিংবা বি দল,
সব সমান।।
তাদের কাছে আমরা সাধারণ শুধুই খেলার বিষয়।

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক বলেছেন আমরা আসলে অসম্প্রদায়িক জাতি,,,,,কিন্ত কেউ কেউ নিজেদের স্বার্থের জন্য আমাদেরকে বার বার বিভক্ত করতে চায়। আমাদেরকে রুখতে হবে,,,,,,কিন্ত তা হানাহানি দিয়ে নয়,,,,,,বুদ্ধি দিয়ে ,,,,,,কৌশলে মোটিভেশনের মাধ্যমে ,,,,
সাধারণ মানুষ রাজনীতির মারপ্যাচ বুঝে না ,,,তারা একটু শান্তিতে থাকতে চায় ,,,,একটু শান্তি।
আমরা যারা শিক্ষিত বলে দাবি করি তাদের দায়িত্ব তাই একটু বেশি ,,,,

সুন্দর বিশ্লেষণধর্মী মন্তব্য করার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকবেন সব সময়

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

হাসান মাহবুব বলেছেন: ফেসবুকে একজনের স্ট্যাটাস দেখসিলাম, অনেকটা এরকম,

"জুম্মার নামাজ পড়ে এলাম। এখন মন্দির পাহাড়া দেব। দেখি কে আসে মন্দির ভাঙতে"।

এমন মানুষে ভরে উঠুক দেশ।

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এমনইতো চাই ,,, যারা একজনের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবে ,,,

"জুম্মার নামাজ পড়ে এলাম। এখন মন্দির পাহাড়া দেব। দেখি কে আসে মন্দির ভাঙতে"।,,,,,,,,,মন্তব্যটা হৃদয় ছুয়ে গেল।

ভাল থাকুন মাহবুব ভাই ,,, মন থেকে বলছি ,,, অনেক ভাল থাকুন

৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

অপটিমাস প্রাইম বলেছেন: এলাকার পরিচিত সবাইকে ফোনে বলে বলেছি। সবাই সজাগ ও সর্তক আছে।
মানুষ হিসাবে, মুসলিম হিসাবে এইটারেই এখন কর্তব্য মনে করতাছি।

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই ভাল লাগলো আপনার মন্তব্যটি পড়ে ,,,,,,,,''মানুষ হিসাবে, মুসলিম হিসাবে এইটারেই এখন কর্তব্য মনে করতাছি''

সবাই আপনার মতো মানসিকতা নিয়ে এগিয়ে আসুক

ভাল থাকুন

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

অপটিমাস প্রাইম বলেছেন: এলাকার পরিচিত সবাইকে ফোনে বলে দিয়েছি। সবাই সজাগ ও সর্তক আছে।
মানুষ হিসাবে, মুসলিম হিসাবে এইটারেই এখন কর্তব্য মনে করতাছি।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ''মানুষ হিসাবে, মুসলিম হিসাবে এইটারেই এখন কর্তব্য মনে করতাছি। '',,,,,,,,,,, এখানেই আপনি স্বার্থক,,,,,,,,
শুভকামনা রইল

৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: সহমত------সুন্দর পোস্ট ভালো লেগেছে।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই
ভাল থাকবেন নিরন্তর

১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

সায়েম মুন বলেছেন: আপনার পোস্টে অনেক ভাললাগা। সবাই এরকম সচেতন হলে সম্প্রীতি অটুট থাকবে। এই মুহূর্তে ধর্মীয় উন্মাদনা বন্ধ রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা উচিত।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি ঠিক বলেছেন সায়েম ভাই এই মুহূর্তে ধর্মীয় উন্মাদনা বন্ধ রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা উচিত।
এব্যাপারে সকলকেই এগিয়ে আসতে হবে,,,,,,,,,,

আপনাকে অনেক - অনেক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

১১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

আমি বাঁধনহারা বলেছেন:

হিন্দু-মুসলিম,বৌদ্ধ খ্রিস্টান সবাই মোরা মোরা ভাই
এক সাথে স্বজন হয়ে থাকব এই স্বাধীন বাংলায়।

ভালো লাগল++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ বাঁধনহারা পোস্টটি পড়ার জন্য।
ভাল থাকবেন

১২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

একজন আরমান বলেছেন:
banglar_hasan বলেছেন: দয়া করে হিন্দু মুসলমান --- কেউ কাউকেই উস্কানী দিবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। দেশটা আমার আপনার সবার

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেশটা সকলের, তাই অবশ্যই সাম্রদায়িক সম্রীতি বজায় রাখতে হবে,,,,,,,,,,,
ভাল থাকবেন সবসময়

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: B:-) B:-) :| :| :( :(

১৪| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

শাহেদ খান বলেছেন:

হিন্দু না ওরা মুসলিম - ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা'র !
(নজরুল)

পোস্টে অনেক ভাল লাগা, আপু ! দেশটা হোক শান্তি আর সম্প্রীতি'র।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্ট পড়ার জন্য একটা ধন্যবাদ আর সেইসাথে পোস্টটি ভাল লাগার জন্য আরো একটা ধন্যবাদ,,,,,,,,,
দেশটা হোক শান্তি আর সম্প্রীতি'র'',,,,,,,,,,,,তাই যেন হয়,,,,,,,,

ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর সেইসাথে নিরাপদে থাকবেন।

১৫| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২১

বাসুদেব খাস্তগীর বলেছেন: এটা তাদের দেশ, তাদের মাটি, তাদের জন্মভূমি, আমাদের যেমনটি জন্মভূমির প্রতি টান আছে,,,তাদেরও টান আছে এই প্রিয় জন্মভূমির প্রতি। আমাদের যতটুকু অধিকার আছে, আমরা যেমনটি মাথা উঁচু করে পথ চলি এই দেশে ,,,,ঠিক ততটুকু মাথা উঁচু করে পথ চলার অধিকার রাখে তারাও।
সুন্দর বলেছেন।ধন্যবাদ।মানবিতাই ধর্ম।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এ দেশকে সুন্দর ও শান্তির বাসভূমি করতে হলে আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে,,,,,,,,শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে হানাহানা চলতে পারে না,,,,
এদেশ আমার আপনার সকলের ,,,,, এদেশে নিরাপদে বাস করার অধিকার সকলের।

ধন্যবাদ, ভাল থাকবেন সব সময়

১৬| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: আসুন আমরা সবাই মিলে হিংসা, বিদ্বেষ, ধর্ম, বর্ণ ভুলে গিয়ে মানুষ হিসেব মানুষের পাশে দাঁড়াই।

একই আবেদন জানাই।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবাই আমরা মিলে মিশে এই বাংলাদেশে থাকবো,,,,,,,,এই হোক আমাদের প্রত্যয়,,,,,,,

ভাল থাকবেন

১৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটা আমাদের দেশ। আমার বাবা, দাদারা সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রেখে চলেছেন। আমিও সেই বাবা দাদার রক্ত বহন করে চলছি। তাই আমিও আমার বাবা দাদাদের দেখানো পথেই চলবো।


শুভেচ্ছা আপু, সময়োপযোগী পোষ্ট দেয়ায়।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
আমরা সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে চলবো ,,,,,,,,,,অনেক অনেক শুভকামনা আপনার জন্য

১৮| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++++++++++++++++++++++

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুম,,, অনেকগুলো প্লাস একসাথে পেয়ে ভীষণ আনন্দিত হলাম =p~ =p~ =p~

১৯| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

শেরজা তপন বলেছেন: ভাল লিখেছেন- সহমত ও ধন্যবাদ

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পর আপনার সাথে কথা,,,, কেমন আছেন তপন ভাই?
অনেক অনেক শুভকামনা, ভাল থাকবেন

২০| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
আসুন আমরা সবাই মিলে হিংসা, বিদ্বেষ, ধর্ম, বর্ণ ভুলে গিয়ে মানুষ হিসেব মানুষের পাশে দাঁড়াই, উস্কানীমূলক কথা, দ্বদ্ব¦ আরো দ্বদ্বের জন্ম দেয়, মানুষের মনে আরো ক্ষোভের সৃষ্টি করে ,,,,,,,,,, তাই এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ করার

সহমত আর পোষ্টে ++++++

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য
ভাল থাকবেন নিরন্তর

২১| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

লেখোয়াড় বলেছেন:
আপু, অসম্ভব সুন্দর লেখা।
আমি সত্যিই আবেগে আপ্লুত।

দেবী সুলতানা যাত্রাপালায় একটা সংলাপ আছে...............
"আশ্চর্য হিন্দুর মন্দির রক্ষা করতে আসছে মুসলমান জোয়ান"
আপু, সেটা এখন খুবই দরকার।

হয় তো জেনেছেন গতকালও মন্দির, প্রতিমা ভাঙা হয়েছে।

ভাল থাকুন আপু।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে,,, সকলের মনে সমানুভূতি জাগ্রত হওয়া একান্ত জরুরী,,,,,,,
ভাল থাকুন সব সময়

২২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১

নেক্সাস বলেছেন: ১৯৯২ কথা মনে পড়ে। সেই ছোটবেলায়ও দল করে হিন্দু বাড়ি পাহারা দিয়েছিলাম।

আমাদের দেশটা সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। সেটা বজায় থাকুক

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনার সুন্দর কর্মকান্ডের জন্য। এটা কয়জন মানুষ করে,,,যা আপনি করেছিলেন!!!!!!!! আপনাকে স্যালুট

সম্প্রীতির বন্ধন আরো অটুট হোক,,,,,,,,,,,
ভালো থাকুন সব সময়

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৯

আমি বাঁধনহারা বলেছেন: I miss you aapu!!

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভ নববর্ষ । ভাল কাটুক সারাটি বছর

২৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভ নববর্ষ। নতুন বছর শুভ হোক,,,,,,,,,,,,,,আনন্দে কাটুক,,,,,,,,শুভ হোক পথ চলা

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

সরদার হারুন বলেছেন: বাঙালী -বাঙলী
একই আমের দুটো ফালি,
একটা হিন্দু আরটা মুসলমান
আস সবাই একসাথে গাই গান-
সবাই আমরা অদমের সন্তান।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবাই আমরা মিলে মিশে থাকবো এই বাংলায়।
শুভ নববর্ষ।

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: বৈশাখী শুভেচ্ছা

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বৈশাখী শুভেচ্ছা আপনাকেও কবি,,,,,,,,,,,,,ভাল থাকুন সারাটি বছর

২৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে থাকুক এই হোক নব বর্ষের প্রত্যাশা ।
শুভ নববর্ষ ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনাকে।
শুভ নববর্ষ।

২৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

রাইসুল সাগর বলেছেন: দয়া করে হিন্দু মুসলমান --- কেউ কাউকেই উস্কানী দিবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। দেশটা আমার আপনার সবার।

সহমত। আর আপনার জন্য শুভকামনা। ভালো থাকুন সব সময়।

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।
নতুন বছরের শুভেচ্ছা
ভাল থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ্য থাকুন

২৯| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪০

নিয়েল হিমু বলেছেন: এই দেশে জামাত শিবির ছাড়া কেউ সংখ্যা লঘু না । আমি এটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি ।

অঃটঃ আপনাকে আজকেই প্রথম দেখলাম মনে হচ্ছে !! কিন্তু আপনার ব্লগিও বয়স তো ৪বছর । এত দিন দেখি নি কেন এত এত ভাল লেখা ?

২৮ শে মে, ২০১৩ সকাল ১১:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমিও তাই ভাবছি,,,,,,,,,আপনাকে কেন দেখি নাই,,,,,,,,,

ভাল থাকেন নিরন্তর

৩০| ২৮ শে মে, ২০১৩ সকাল ১১:২২

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর পোষ্ট।

২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ,,,,,,,,,,ভাল থাকবেন সব সময়

৩১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

সুমন কর বলেছেন: সবার উপর মানুষ সত্য, তাহার ওপর নাই।
ভাল বলেছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবাই আমরা মিলে মিশে শান্তিতে থাকতে চাই,,,,,,,,,,,,,,

আপনাকে অনেক অনেক ধন্যবাদ,,,,,,,,,,,ভাল থাকুন,,,,,,,,

৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

রুপসী2012 বলেছেন: সহমত।

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.