নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love my country
ঘুম ঘুম স্বপ্নীল
খোকাখুকু দেয় ঘুম
হেসে হেসে চাঁদ মামা
কপালেতে দেয় চুম।
মিটি মিটি তারাগুলো
দূর আকাশে জ্বলছে
ঝোপঝাড়ে ঝিঝি পোকা
কার কথা বলছে?
নেচে নেচে পরীগুলো
দেয় শুধু পাহারা
ফুল-পাখি হেসে উঠে
জেগে উঠে সাহারা।
ছপ ছপ দাঁড় বেয়ে
মাঝি যায় অনেক দূর
ভেসে আসে মিনার হতে
আযানের ঐ মিষ্টি সুর।
ঝির ঝির করে বায়ু
সারাক্ষণ বইছে
পাখিগুলো কিচির মিচির
কিবা গান গাইছে!
লাল লাল টুক টুক
সূয্যি মামা উঠবে
খোকাখুকু উঠলেই
পৃথিবীটা জাগবে।
লাইলী আরজুমান খানম লায়লা
১৬.০৩.২০১৪
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকেন সব সময়
২| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০১
অদৃশ্য বলেছেন:
বেশ হয়েছে ছড়াটা...
শুভকামনা...
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য ১টা আর ভাল বলার জন্য আরো একটা ধন্যবাদ।
আপনার জন্যও শুভকামনা
৩| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৩
উদাস কিশোর বলেছেন: সোনামনিদের জন্য ছড়া পড়ে ভাল লাগলো
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছড়াটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর
৪| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯
রাসেলহাসান বলেছেন: অবশেষে অনেকদিন পর কিছু লিখলেন!
খুব সুন্দর হয়েছে ছড়াটি।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কেমন আছ ভাইয়া। তেমন সময় পাইনা। অফিসের কাজেই ব্যস্ত থাকতে হয়।
অনেক অনেক শুভকামনা
৫| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল ।মিষ্টি ছড়া উপহার দেয়ার জন্য ধন্যবাদ ।ভাল থাকবেন ।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো। নিরন্তর শুভকামনা
৬| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪
বৃষ্টিধারা বলেছেন: অনেক ভাল লাগল ।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা
৭| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার লেখা সবসময় ভাল।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো। ভাল থাকবেন নিরন্তর
৮| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বাহ !!!!!!!! খুব মিষ্টি একটা ছড়া !
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি তুমি ‘বাহ্’ বলেছো এতেই আমি খুবই খুশি হয়েছি। অনেকগুলো শুভকামনা তোমার জন্য
৯| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো ছড়াটা।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মাহবুব ভাই, আপনি বলেছেন ভাল হয়েছে। ভাল লাগলো আপনার কথা শুনে। শুভকামনা সব সময়
১০| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০২
এম এ কাশেম বলেছেন: চমৎকার ছড়া,
অনেক ভাল লাগা।
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই খুশি হলাম ভাইয়া।
ভাল থেক ভাইয়া সব সময়
১১| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২২
সানড্যান্স বলেছেন: বড়দের কি প্রবেশ নিষেধ?
সুন্দর হয়েছে আপু!
১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আসলে বড়দের জন্যই বেশি লেখা হয়। ছোটদের জন্য কিছু করা দরকার। সেটা আসলে হয়ে ওঠে না। আমরা যারা কিছুটা লেখালেখি করি---তাদের উচিত বড়দের পাশাপাশি ছোটদের জন্যও কিছু লিখা--------আর এই ভাবনা হতেই এই ছড়াটা লিখলাম।
ছড়াটিকে সুন্দর বলেছেন -- আমার খুবই ভাল লাগছে
ভাল থাকবেন সব সময়
১২| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো হয়েছে। ইদানিং আমরা কেউই আর ছোটদের জন্য লিখি না।!
১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ছোটদের জন্য আসলেও তেমন কিছু লিখি নাই-------অথচ সোনামনিদের জন্য আমাদেরই কিছু করা /লেখা প্রয়োজন। জানিনা হাবিজাবি কি লিখলাম।
ভাল থাকবেন সব সময়
১৩| ১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮
রাতুল_শাহ বলেছেন: সুন্দর ছড়া। ছোটবোনকে মুখস্থ করাবো।
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো হয়েছে। ইদানিং আমরা কেউই আর ছোটদের জন্য লিখি না।!
ঠিক।
১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কেমন আছ ভাইয়া। ছড়াটিকে সুন্দর বলেছো বলে আমার খুবই ভাল লাগছে। তোমার ছোট বোনটির জন্য রইল অনেক অনেক স্নেহাশীষ।
ভাল থেক নিরন্তর
১৪| ১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫০
রাতুল_শাহ বলেছেন: লেখক বলেছেন: জানিনা হাবিজাবি কি লিখলাম।
সুন্দর একটা ছড়া লিখেছেন।
১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উৎসাহ দেয়ার জন্য অন্তর থেকে ধন্যবাদ ভাইটি আমার। দীর্ঘায়ু হও ভাইয়া ---------- আল্লাহ তোমার মঙ্গল করুন
১৫| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৩
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়
১৬| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৭
দালাল০০৭০০৭ বলেছেন: আপু তুমি ত ভালই ছড়া লিখ।
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুম --- একটু লিখতে ইচ্ছে করল। আর তাই লিখে ফেললাম। ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো।
নিরন্তর শুভকামনা
১৭| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৫
সাজিদ উল হক আবির বলেছেন: ছড়ার টাইটেলে দেখলাম আমার বয়েসিদের জন্যে লেখা।
পড়েও ভালো লাগলো আপু! ভালো থাকবেন।
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হা হা হা ----- শুনে খুব মজা পেলাম
পড়ে ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো
শুভকামনা ভাইটি আমার
১৮| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সেলিম ভাই ছড়াটিকে সুন্দর বলেছেন !! খুব ভাল লাগলো। ভাল থাকবেন সব সময়
১৯| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর !
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লেগেছে জেনে আমার খুব ভাল লাগলো।
নিরন্তর শুভকামনা
২০| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার +++++++
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লিখার সময় মনে হলো কি সব হাবিজাবি লিখছি। আপনি ভাল বলেছেন বলে উৎসাহ পেলাম।
শুভকামনা
২১| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:১৩
আমিই মিসিরআলি বলেছেন: অনেকদিন পর ছড়া পড়লাম
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত এত হাততালি পেয়ে ভীষণ ভাল লাগলো।
ভাল থাকবেন নিরন্তর
২২| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পিচ্চি পিচ্চি বাচ্চুদের জন্য মজার ছড়া! ভাল লাগলো !
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি তোমার কাছে ছড়াটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগছে। বড়দের জন্য লেখা হয় কিন্তু ছোটদের জন্য ঐভাবে লেখা হয় না এই ভাবনা হতেই ছোটদের জন্য ছড়াটা লিখে ফেললাম।
ভাল থেক আপুনি সব সময়
২৩| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য এবং সেইসাথে ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন সব সময়
২৪| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভালো লিখেছেন আপু। নিচের লাইনগুলো একটু রিরাইট করলে ছন্দ সচল হবে
ছপ ছপ দাঁড় বেয়ে
মাঝি যায় অনেক দূর
ভেসে আসে মিনার হতে
আযানের ঐ মিষ্টি সুর।
২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর ও গঠণমূলক মন্তব্যের জন্য। আমি একটু সময় নিয়ে লাইনগুলোকে পুণরায় ঠিক করবো।
ভাল থাকবেন সব সময়
২৫| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মজার ছড়া মজাই লাগল।
২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুজন ভাই।
নিরন্তর ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়
২৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:১৪
হানিফ রাশেদীন বলেছেন: আরে! অনেক সুন্দর। অনেক ভালো লাগেছে।
২৭ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হানিফ ভাই। আপনার উৎসাহে উৎসাহিত হলাম।
শুভকামনা রইল
২৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৮
হাসান ফেরদৌস বলেছেন: বাহ!
২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন নিরন্তর
২৮| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯
প্রিন্স ঠাকুর বলেছেন: ভালো লাগলো +++
৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন নিরন্তর
২৯| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৯
কে আমি! বলেছেন: পিচ্চিদের জন্য মজার ছড়। ভাল লাগল।
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছোটদের জন্য কিছু লিখতে চেষ্টা করলাম
ভাল থাকবেন নিরন্তর
৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
সায়েদা সোহেলী বলেছেন: মিটি মিটি তারাগুলো
দূর আকাশে জ্বলছে
ঝোপঝাড়ে ঝিঝি পোকা
কার কথা বলছে?
নেচে নেচে পরীগুলো
দেয় শুধু পাহারা
ফুল-পাখি হেসে উঠে
জেগে উঠে সাহারা।
খুব ভালো হয়েছে ছড়া ++++++
সবাই শুধু বড়দের কবিতা লেখে ছড়ার ধারেকাছেও যায়না , কেন ?
০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উৎসাহ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপুনি
সবাই বড়দের মন নিয়ে বড়দের জন্য লিখে----ছোটদের জন্য লিখতে হলে ছোটদের কথা মনে আনতে হবে----নিজেদের ছোটবেলাকার কথা ভাবতে হবে---ছোটরা আসলে কি চায় তা দেখতে হবে। আর তাছাড়া এখনকার বড়রা ভীষণ ব্যস্ত আপু- পরিবার, কর্মক্ষেত্র, সোসাল কাজ ইত্যাদি নিয়ে----তাই হয়তো তারা সময় পায় না-----
অনেক অনেক শুভকামনা আপুনি
৩১| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩২
মায়াবী ছায়া বলেছেন: লাল লাল টুক টুক
সূয্যি মামা উঠবে
খোকাখুকু উঠলেই
পৃথিবীটা জাগবে। ",,,,,,,,চমৎকার ছড়া।।
কেন যে বড় হয়ে গেলাম।।ছোট থাকলে এমন সুন্দর ছড়া গেয়ে গেয়ে নাচা যেত।। ভাল থাকুন আপু।।
১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনিও ভাল থাকবেন সব সময়
৩২| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২
কষ্ট - ১ বলেছেন: দারুন একটি পোস্ট। ছড়াটি ভীষণ সুন্দর হয়েছে
১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নিরন্তর শুভকামনা
৩৩| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩৮
জলপরী১৮ বলেছেন: ওয়াওওও!! খুব ভালো লাগলো আপুনি। অসাধারন ছন্দের কারুকাজ! :-)
২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৪১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা রইল
৩৪| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৫
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো আপু।
২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৪২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ---
শুভকামনা রইল সব সময় ---
৩৫| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:০১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালোলাগা...
২৯ শে জুন, ২০১৪ সকাল ৯:০১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা রইল
ভাল থাকবেন নিরন্তর
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৮
সংগ্রামী বালক বলেছেন: ভালোই লিখেছেন ছড়াটা।