নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

বিষাদ

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:০২

চাঁদের দিকে তাকিয়ে একটু আলো চেয়েছিলাম

চাঁদ নিজেকে আড়াল করেছিল মেঘেদের মাঝে

সেদিন হতে চাঁদকে দেখি না পুর্নিমার রাতে।



বৃষ্টির কাছে এক ফোঁটা জল চেয়েছিলাম

বৃষ্টি গিয়েছিল উড়ে দামাল হাওয়ায় মিশে

সেদিন হতে বৃষ্টিকে দেখি না নদীর কাছাকাছি।



পাখির কাছে যেয়ে একটু আশ্রয় চেয়েছিলাম

পাখি আমায় ফিরিয়ে দিয়েছিল ঘর বোনার ছলে

সেদিন হতে পাখিদের দেখি না বাঁশবাগানের ছায়।



আমার সব চাওয়াগুলো গোধুলীতে হারায়

আমার সব কষ্টগুলো মেঘের ডানায় ভর করে

আমার সব সুখগুলো দূর আকাশে খেলা করে

আমার চারপাশে শুধুই শুন্যতা বিরাজ করে ।



লায়লা, ১২ এপ্রিল,২০১৪

মন্তব্য ৬৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: শূণ্যতার অবসান হোক।

কবিতা ভাল হয়েছে।



চাদ আলো বেলাও
বৃষ্টি বর্ষণ করো এক ফোটা জল
পাখি একটু আশ্রয় দাও
শূণ্যতা পূর্ণ হয়ে আসো —জীবন ভরিয়ে দাও ।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই--- ভাল থাকেন সব সময়

২| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার আমিকে ফিরে পাওয়ার ব্যাকুলতা শেষ হোক। কবিতা সুন্দর হয়েছে।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটিকে সুন্দর বলার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন সারাবেলা

৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৩৮

ইউসুফ জাহিদ বলেছেন: এত বিষাদ কেন ?

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জীবনটাইতো বিষাদময় ভাই !!!
শুভকামনা রইল

৪| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর , ভাল লাগল ।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আশা করি ভাল আছেন।
আন্তরিক ধন্যবাদসহ শুভকামনা

৫| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৫৮

তাসিন বলেছেন: হুম ভালো

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন

৬| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:০৩

ইখতামিন বলেছেন: চমৎকার

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার বলেছেন!!!
খুবই খুশী হলাম

আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন সব সময়

৭| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৩৭

প্রিয় জন বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল হয়েছে।

কান্ডারি অথর্ব বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর , ভাল লাগল ।

নীল আকাশের তাসিন বলেছেন: হুম ভালো ।

ইখতামিন বলেছেন: চমৎকার ।



আমি কি কমু লাইলা আপা সবই ত সব কয়া ফালাইসে। :(( :((










০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি এত খুশি কোথায় রাখি !!!
আপনাকে এত্ত এত্ত ধন্যবাদ

ভাল থাকেন সকাল দুপুর বেলা
ভাল থাকেন দুপুর গড়ান বিকাল বেলা
ভাল থাকেন সন্ধা তারায়
ভাল থাকেন রাত জাগা ভোরে
ভাল থাকুন সবগুলো সময়----------

৮| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৩৯

প্রিয় সবুজ বলেছেন: দূর হোক শূন্যতা
ফিরে আসুক পূর্ণতা ।

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই।
অনেক অনেক শুভকামনা

৯| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৪৬

ডট কম ০০৯ বলেছেন: আমার সব চাওয়াগুলো গোধুলীতে হারায়
আমার সব কষ্টগুলো মেঘের ডানায় ভর করে
আমার সব সুখগুলো দূর আকাশে খেলা করে
আমার চারপাশে শুধুই শুন্যতারা হোলি খেলে ।


জীবন এমনি,তাই মেনে নিতে হয়,মেনে পথ চলতে হয়।

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মাঝে মাঝে তবু কষ্ট হয়------মনে হয় এত্ত এত্ত কষ্ট চারপাশ হতে জড়িয়ে ধরেছে---------হয়তো জীবনটাই এমন---
ভাল থাকবেন সব সময়---------শুভকামনা অনেক অনেক বেশি

১০| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুন্দর কবিতা আপু।
বিষাদমাখা পথের অবসান ঘটুক।

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই---------ভাল থাকুন সব সময়

১১| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর! ভালো লাগছে!

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা নিরন্তর

১২| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:১৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহবুব ভাই------আশা করি ভাল আছেন

শুভকামনা নিরন্তর

১৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:২৪

মামুন রশিদ বলেছেন: বিষাদের কবিতায় ভালোলাগা ।

০৫ ই মে, ২০১৪ সকাল ৮:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ মামুন ভাই।
নিরন্তর শুভকামনা
ভাল থাকেন সব সময়

১৪| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:১১

রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা।

কবিতার সাথে যদিও কথাটা যাচ্ছে না, তারপরও বলি আজকাল কারো কাছে কিছু চেয়ে পাওয়া যায় না। মুখ দিয়ে শুধু বলেন - সুদ দিবো, তাহলে পাওয়া যাবে।

০৫ ই মে, ২০১৪ সকাল ৮:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দুনিয়াটা সত্যিই খুবই কঠিণ--- শুধুই নিতে জানে -- দেতে জানে না-----------
আন্তরিক শুভকামনা

১৫| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
শূন্যতা আজ বিষাদী!

কবিতায় ভালোলাগা রাখলাম!

০৫ ই মে, ২০১৪ সকাল ৮:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চারিদিকে কেমন যেন শুন্যতা বিরাজ করছে------সবই কেমন ফাঁকা আর ফাঁকা------
কবিতায় ভাল লাগা রাখার জন্য খুবই খুশী হলাম।
শুভকামনা নিরন্তর---

১৬| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৯

সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর কবিতা।

---

তবে বলতে চাচ্ছিলাম কি আর কোন দিকে তাকানোর দরকার নেই, কারণ আপনি তাকালেই যদি চলে আসে শুন্যতা, ফাঁকা ফাঁকা :P :P :P :P :P

থাক বলব না।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম--------

আন্তরিক ধন্যবাদ
শুভকামনা নিরন্তর

১৭| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৩

শুভ্রনীল০০ বলেছেন: ভাল লিখেছেন!! :)

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক রাশ আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

১৮| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো আপু।

০৬ ই মে, ২০১৪ রাত ১০:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দূর্জয় ভাই
শুভকামনা নিরন্তর

১৯| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:২২

অন্ধবিন্দু বলেছেন:
শুন্যতারা হোলি খেলে
বাদে কবিতাটি পড়তে ভালোই লাগছিলো।

বিষাদকথন বৃষ্টি হয়ে ঝরে যাক। থাকুক পূর্ণিমার রাত, থাকুক পাখিদের কল-কাকলি। শুভ কামনা, লাইলী আরজুমান খানম লায়লা।

০৬ ই মে, ২০১৪ রাত ১০:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফিডব্যাক দেয়ার জন্য । আমি পজেটিভ ফিড ব্যাককে সাদরে গ্রহণ করি---------কিছুটা পরিবর্তন করলাম

ভাল থাকেন সব সময়---------

২০| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

দ্বীপ ১৭৯২ বলেছেন: আপনি এতো আগেই ধন্যবাদ দিয়ে অন্যের মন্তব্য জুরে দেয়ার সুযোগ স্তিমিত করে দিলেন কেন। নিজের ভেতরে সর্বদা শুন্যতা থাকা ভালো। এতে নতুন কিছু প্রবেশের স্থান প্রশস্ত হয়। গ্রহনের বিপরীতে শুন্যতাই শ্রেষ্ট পন্থা।

১৩ ই মে, ২০১৪ রাত ১১:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হয়তো তাই----------

ভাল থাকবেন সব সময়

২১| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

দ্বীপ ১৭৯২ বলেছেন: আপনি এতো আগেই ধন্যবাদ দিয়ে অন্যের মন্তব্য জুরে দেয়ার সুযোগ স্তিমিত করে দিলেন কেন। নিজের ভেতরে সর্বদা শুন্যতা থাকা ভালো। এতে নতুন কিছু প্রবেশের স্থান প্রশস্ত হয়। গ্রহনের বিপরীতে শুন্যতাই শ্রেষ্ট পন্থা।

২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবি !!! শুন্যতা থাকা ভাল --- কিন্তু বেশি শুন্যতা মনে শুধুই কষ্ট বাড়ায়---------

২২| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:৫৭

ভারসাম্য বলেছেন: বিষাদ মধুর। শুন্যতায় প্রশান্তি।

সুন্দর কবিতায় অনেক বেশি ভাল লাগা।

১৬ ই মে, ২০১৪ রাত ৮:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া------দোয়া করবেন

২৩| ২৫ শে মে, ২০১৪ সকাল ৯:৫৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
আমার সব চাওয়াগুলো গোধুলীতে হারায়
আমার সব কষ্টগুলো মেঘের ডানায় ভর করে
আমার সব সুখগুলো দূর আকাশে খেলা করে
আমার চারপাশে শুধুই শুন্যতা বিরাজ করে


অনেক ভাল লাগা ++++

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়

২৪| ২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগা রইল।

২৭ শে মে, ২০১৪ সকাল ৯:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া --- ভাল থাকবেন সব সময়

২৫| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৪

মাথা ঠান্ডা বলেছেন: ভালো লাগলো যে।

২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম---ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ ---শুভকামনা নিরন্তর

২৬| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৬

লিরিকস বলেছেন: +

৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিরিকস ------ শুভকামনা সব সময়

২৭| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: যে যাই বলুক, কষ্টের যাবতীয় সৃষ্টিই সুন্দর। বিষাদ না থাকলে হাসির গুরুত্ব থাকে নাকি?

শুভ কামনা।

০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মাঝে মাঝে কষ্টগুলো কাঁটা হয়ে বুকে গেঁথে যায় হে কবি। তখন ভীষণ নীল কষ্ট হয় ------
অনেক অনেক শুভকামনা

২৮| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কবিতায় ভাল লাগা আপু! খুব ভাল লাগলো পড়ে...

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভাল থেক --------

২৯| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:৫১

অচেনানীল বলেছেন: আমার সব সুখগুলো দূর আকাশে খেলা কর.।

অসাধারণ ভাল লাগলো ।

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবিতাটিকে ভাল বলার জন্য এবং পছন্দ করার জন্য
শুভকামনা রইল সব সময়

৩০| ২৫ শে জুন, ২০১৪ রাত ৮:৪৫

নেহাজাহান বলেছেন: amio apnar moto ekti kobita likhechilam onk age.... post korbo dekhben kintu...... i am sure apnar bhalo lagbe...

apnar kobi ta ti khubbi mugdho hoe porlam! oshombhob shundor !
ashole koshto ta ke apon korte parle sukh emni i chole ashe....jodi jibone shudhu shukh i thakto tahole jiboner moja i thakto na! bujhlen? bhalo thakben.....

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার পোস্টপাড়া হতে ঘুরে আসলাম আপুনি। ভাল লিখেন------
শুভকামনা রইল আপনার জন্য

৩১| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:১১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এটার পুরোটাই পড়ে ফেললাম.....
বেস্ট পার্ট আমার কাছে....

আমার সব চাওয়াগুলো গোধুলীতে হারায়
আমার সব কষ্টগুলো মেঘের ডানায় ভর করে
আমার সব সুখগুলো দূর আকাশে খেলা করে
আমার চারপাশে শুধুই শুন্যতা বিরাজ করে


ভালোলাগায় মার্ক (+) করে গেলাম আরো একবার!

২৯ শে জুন, ২০১৪ সকাল ৯:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল নিরন্তর

৩২| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ভাল লিখেছেন। শুভ কামনা রইল আরো ভাল লিখার..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.