নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

মেঘ বালিকার কবিতা

২৬ শে জুন, ২০১৪ সকাল ৮:৫১

কবিতার বর্ণমালা জ্বলীয় বাষ্প হয়
ভেসে বেড়ায় বাতাসে, গঠন করে শব্দমালা
শব্দমালা সাদা মেঘে ছুটোছুটি করে দূর আকাশে
দূরন্ত বালক যেখানে ঘুড়ি উড়িয়ে বেড়ায় বাতাসের গাঁয়ে
কবিতার শব্দমালা নাচন তোলে দূরন্ত বালকের ঘুড়ির লাটাইয়ে
কবিতার শব্দমালা খেলা করে কদম, বকুল আর হিজলের ফুলে ফুলে
কিশোরীর বেনীর ছোঁয়ায় কখন যে বাক্য হয়ে যায়, বাক্যগুলো ভর করে মেঘে
বাতাস উড়িয়ে নেয় ক্লান্ত মেঘের বহরকে যেখানে কবিতার বাক্য মেঘের সনে কথা কয়
মেঘ, বাতাস আর বাক্যমালা মিলেমিশে রচনা করে চলে- পৃথিবীতে পূর্ণ কবিতার ফিরে আসা
মেঘেরা পূর্ণতা পায় পূর্ণ কবিতায়, যেখান হতে জলধারা গড়িয়ে পরে বকুল, কদম, হিজলের ডালে
যুবক ! কার তরে এই অপেক্ষা! মেঘ বালিকার ! যে সুন্দরতম শব্দে গঠণ করে বাক্য! বাক্য দিয়ে কবিতা!
তুমি কার তরে বাঁশি বাজাও ! একটি কবিতার! যার চোখের অশ্রুধারা রিনিরিনি শব্দে গড়িয়ে পড়ে তোমারই মনে!

লায়লা, ২৫ জুন,২০১৪

মন্তব্য ৬৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:১৭

শরৎ চৌধুরী বলেছেন: সুন্দর।

২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। ভাল থাকবেন নিরন্তর

২| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৫

অপ্রকাশিত কাব্য বলেছেন: কবিতার শব্দমালা নাচন
তোলে দূরন্ত বালকের ঘুড়ির
লাটাইয়ে
কবিতার
শব্দমালা খেলা করে কদম, বকুল আর
হিজলের ফুলে ফুলে
কিশোরীর বেনীর ছোঁয়ায় কখন
যে বাক্য হয়ে যায়,বাক্যগুলো ভর
করে মেঘে
বাতাস উড়িয়ে নেয় ক্লান্ত
মেঘের বহরকে যেখানে কবিতার
বাক্য মেঘের সনে কথা কয়
মেঘ,বাতাস আর
বাক্যমালা মিলেমিশে রচনা কর
ে চলে-পৃথিবীতে পূর্ণ কবিতার
ফিরে আসা

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন সব সময় ------

৩| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৬

অপ্রকাশিত কাব্য বলেছেন: কবিতার শব্দমালা নাচন
তোলে দূরন্ত বালকের ঘুড়ির
লাটাইয়ে
কবিতার
শব্দমালা খেলা করে কদম, বকুল আর
হিজলের ফুলে ফুলে
কিশোরীর বেনীর ছোঁয়ায় কখন
যে বাক্য হয়ে যায়,বাক্যগুলো ভর
করে মেঘে
বাতাস উড়িয়ে নেয় ক্লান্ত
মেঘের বহরকে যেখানে কবিতার
বাক্য মেঘের সনে কথা কয়
মেঘ,বাতাস আর
বাক্যমালা মিলেমিশে রচনা কর
ে চলে-পৃথিবীতে পূর্ণ কবিতার
ফিরে আসা।।।

চমৎকার

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই উৎসাহিত হলাম। পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক শুভকামনা রইল।
ধন্যবাদ

৪| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৬

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর কবিতা আপু।

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কি লিখেছি জানি না--- লিখতে চেষ্টা করেছিলাম মাত্র -----
কবিতাটি ভাল লেগেছে জেনে আমার খুবই ভাল লাগলো
নিরন্তর শুভকামনা রইল

৫| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:০৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
শেষে বেশী ভাল লাগল।

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন:
আন্তরিক ধন্যবাদ কবিতাটি ভাল লাগার জন্য
অনেক অনেক শুভকামনা রইল

৬| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:০৮

অপ্রকাশিত কাব্য বলেছেন: আপনার জন্যও শুভ কামনা

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার লেখা ভীষণ সুন্দর ------
ভাল থাকেন, সুন্দর থাকেন, সুস্থ্য থাকেন, নিরাপদে থাকেন

৭| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৪

রাহাগীর মনসুর বলেছেন: ভালো বলেসেন

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য এবং সেইসাথে ভাললাগার জন্য

৮| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৫

জাফরুল মবীন বলেছেন: “মেঘ,বাতাস আর বাক্যমালা মিলেমিশে রচনা করে চলে-পৃথিবীতে পূর্ণ কবিতার ফিরে আসা”-বাহ!দারুণ।অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মবীন ভাই --- কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
আপনাদের ভাল লাগলেই কবিতা লেখা সার্থক হবে -
শুভকামনা রইল

৯| ২৬ শে জুন, ২০১৪ রাত ৮:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: চমতকার।
শুধু পাঠ নয় শব্দবিন্যাস এর দৃশ্যমান সৌন্দর্য ও চোখে পড়ে।

২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লিখার চেষ্টা করেছি মাত্র --- আপনার ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো ----
আন্তরিক ধন্যবাদ ------শুভকামনা সব সময়

১০| ২৬ শে জুন, ২০১৪ রাত ৯:০৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মাহবুব ভাই কবিতাটিকে সুন্দর বলেছেন ! ভাল লাগলো ভীষণ।
শুভকামনা রইল

১১| ২৭ শে জুন, ২০১৪ রাত ২:২৬

অশ্রু হাসান বলেছেন: একই বিষয় নিয়ে আমিও ভিন্নদিনে অন্য একটি কবিতা লিখলাম, কাকতালীয় :)

২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কাকতালীয় হয়ে গেল !! ভালই হলো ---
ভাল থাকবেন সব সময় ------

১২| ২৭ শে জুন, ২০১৪ সকাল ৭:১৪

সুফিয়া বলেছেন: খুব সুন্দর।

কবিতার শব্দমালা নাচন তোলে দূরন্ত বালকের ঘুড়ির লাটাইয়ে
কবিতারশব্দমালা খেলা করে কদম, বকুল আর হিজলের ফুলে ফুলে


এমন করে বলার ক্ষমতা কয়জন রাখে ?

ধন্যবাদ আপনাকে।

২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি তোমাকে অসংখ্য ধন্যবাদ ---- তুমি এমনভাবে বলেছো যে আমি ভীষণ উৎসাহিত হলাম ------ ভাল লাগলো ভীষণ
ভাল থেক, সুন্দর থেক, সুস্থ্য থেক আর সেই সাথে নিরাপদে থেক -----

১৩| ২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৮

ঘুমন্ত আমি বলেছেন: মেঘ বালক বাশি বাজায় অবশ্যি কোন এক মেঘ বালিকার প্রতীক্ষায়। বাক্য সাজায় তার জন্যই হয়তো। কবিতার পুর্নতা পাবে তার দেখা পেলেই কেবল হয়তো!

২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম -- মেঘ বালকের প্রতীক্ষার অবসান হোক -------কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ---- আন্তরিক শুভকামনা রইল সব সময়ের জন্য

১৪| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার মননশীল শব্দচয়ন ...
বর্ণ ব্যাণ্জনা মনোমুগ্ধকর ...
ভালোলাগা জানিয়ে গেলাম ...

২৭ শে জুন, ২০১৪ রাত ৯:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল সব সময়ের জন্য

১৫| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:
বাহ চমৎকার কবিতা

২৭ শে জুন, ২০১৪ রাত ৯:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার বলেছেন কবিতাটিকে !! এত আনন্দ রাখি কোথায় !!
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

১৬| ২৭ শে জুন, ২০১৪ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

১৭| ২৮ শে জুন, ২০১৪ রাত ১২:২৫

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগলো।

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য এবং সেইসাথে ভাল লাগার জন্য
উৎসাহিত হলাম নতুন করে কবিতা লিখার
নিরন্তর শুভকামনা

১৮| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:০৫

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন আপু ।

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মামুন ভাই ! কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
অনেক অনেক শুভকামনা রইল

১৯| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:২৪

এহসান সাবির বলেছেন: কবিতায় ভালোলাগা।

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ সাবির ভাই ----
ভাল থাকেন সব সময়

২০| ০১ লা জুলাই, ২০১৪ রাত ২:০৯

পিয়ালী দও বলেছেন: খুব ভাল লাগল

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। ভাল থেক আপুনি

২১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:৫৯

জোৎস্নাআলো বলেছেন: তুমি কার তরে বাঁশি বাজাও ! একটি কবিতার! যার চোখের অশ্রুধারা রিনিরিনি শব্দে গড়িয়ে পড়ে তোমারই মনে!

০৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ভাল থেক আপুনি সব সময়

২২| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬

আলম িসিিদ্দকী বলেছেন: ভালো লাগলো। এ ধারা অব্যাহত থাকুক।

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ার জন্য এবং সেইসাথে ভাল লাগার জন্য -------
অনেক অনেক শুভকামনা

২৩| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

প্রথম ৮ লাইনতো মনে হলো সিঁড়ি বেয়ে নিচে নামছি...

যার চোখের অশ্রুধারা রিনিরিনি শব্দে গড়িয়ে পড়ে তোমারই মনে!...এই লাইনটা মনে হলো হৃৎপিন্ডে খামচে ধরলো।

খুব সুন্দর লাইনটি।
শুভেচ্ছা রইল, লায়লা।।

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আরজু আপুনি খুব ভাল লাগলো যে আপনি আমার পোস্টটি পড়েছেন এবং ভাল বলেছেন --- ভীষণ উৎসাহিত হলাম --- এমন করে উৎসাহ পেলে লিখতে ভাল লাগে ---

অনেক অনেক শুভকামনা রইল আপুনি
ভাল থাকবেন সব সময়

২৪| ১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:১২

সায়েম মুন বলেছেন: কবিতা ভাল লেগেছে কবি!

১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পর দেখা । আশা করি ভাল আছেন সায়েম ভাই।
শুভকামনা আপনার জন্য

২৫| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২

আহসানের ব্লগ বলেছেন: ভালো থাকবেন,
সুন্দর হয়েছে আপনার শব্দ কথা।

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনিও ভাল থাকবেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

২৬| ২০ শে জুলাই, ২০১৪ রাত ২:০৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: মাসসেরা সংকলনে যাচ্ছে কবিতাটা ...
অভিনন্দন অগ্রীম ...

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই খুশি হলাম --- খুবই উৎসাহিত হলাম ------ আপনার জন্য রাশি রাশি শুভকামনা ---- ভাল থাকুন নিরন্তর --------
ভাল থাকুন সব সময় ---

২৭| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২২

লেখোয়াড় বলেছেন:
অনেক দিন পর একটি মান ভরানো কবিতা পড়লাম।
যার লেখক আপনি।

অনেক ভাল লাগল।
ভাল থাকুন।

২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উৎসাহিত হলাম কবি !!
খুবই ভাল লাগলো আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে
ভাল থাকবেন সব সময় ===
শুভকামনা রইল

২৮| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ----- শুভকামনা রইল

২৯| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৮

কষ্ট - ১ বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা পাঠ করলাম ---

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

৩০| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

ম িন রু ল ইসলাম বলেছেন: ভালো লাগার বহি:প্রকাশ কী দিয়ে করি !..!

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই -- পড়ে ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো --- শুভকামনা রইল

৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৩

আশিক মুক্‌তি বলেছেন: খুব ভালো লাগলো

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

৩২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কিশোরীর বেনীর ছোঁয়ায় কখন যে বাক্য হয়ে যায়,বাক্যগুলো ভর করে মেঘে
বাতাস উড়িয়ে নেয় ক্লান্ত মেঘের বহরকে যেখানে কবিতার বাক্য মেঘের সনে কথা কয়

চমৎকার কিছু শব্দ , বাক্য , ছন্দ.........। অনেক শুভেচ্ছা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু ! আপনার উৎসাহ আমাকে চলার পথে অনুপ্রেরণা দেয়
অনেক অনেক শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.