নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

বাবা

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫

বাবা!

কষ্ট নেবে একটুখানি ! যেমন তুমি নিতে সদা

মাথায় তুমি হাত বুলিয়ে, একটুখানি হাসি দিয়ে

কষ্ট দিতে পার করে ঐ দূর আকাশের প্রান্ত ছুঁয়ে !!



বাবা!

সাহস দাও না একটুখানি, যেমন তুমি দিতে সদা

সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে বলতে তুমি দিবানিশি

অসৎ চিন্তা ত্যাগ করে সৎ সঙ্গে যেন মিশি !!



বাবা!

দাও না একটু প্রেরণা, যেমন তুমি দিতে সদা

‘ডু অর ডাই’ বলে তুমি- তাকাতে ঐ গম্ভীর চোখে

করতাম কাজ জোরসে জোরে, বলতো ভাল সব লোকে!!



বাবা!

সবাই আমায় ভরসা করে, চাওয়া তাদের অনেক বেশি

বলতে তুমি চাওয়াটা কমটি হবে, কাজ-পড়ায় মনটি দাও

নিজকে গড়-অপরকে গড়, গরীবের প্রতি একটু চাও !!



বাবা !!

কত্ত বছর হলো বাবা, এবার তুমি ফিরে আস

এত্ত কষ্ট জমে আছে, বুকের মাঝে ভারটি হয়ে

আসলে তুমি সবই বলবো ! আসবে তুমি ছুটি নিয়ে !!



(বাবা !! খুবই মনে পড়ে তোমাকে !! তোমাকে মনে পড়লেই চোখের জলের ঝর্ণা বয়ে যায়- কেন তুমি না ফেরার দেশে চলে গেলে !!!)



উৎসর্গ : বিশ্বের সকল বাবাকে



লাইলী আরজুমান খানম (লায়লা) , ৮ আগস্ট,২০১৪

মন্তব্য ৭১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০২

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা রইল --

২| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাবাকে নিয়ে চমৎকার লিখা ।
আল্লাহ আপনার বাবাকে জান্নাত বাসী করুন ।
রাব্বিরহাম হুমাকা.মা রাব্বা ইয়ানি সাগিরা ।

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাবাকে মনে পড়ছে আজ খুবই বেশি। তাই লিখে ফেললাম ----
আপনি ভাল থাকুন সব সময়

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

লেখোয়াড় বলেছেন:
আপা এভাবে কবিতা লিখলে সহ্য করা কষ্ট হয়ে ওঠে।
দিলেন তো দুপুরে মন খারাপ করে।

আপা, আপনার মনের কথা ছুঁতে পারছি।
ভাল থাকুন মত কষ্টের মাঝেও।

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কেন যে আজ হঠাৎ করেই বাবার কথা মনে পড়ছে --- তাই লিখে ফেললাম একটা কিছু।
আন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য
শুভকামনা রইল আপনার তরে সব কটা সময়

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

ডি মুন বলেছেন: আপনার বাবা ভালো থাকুন না ফেরার দেশে।

কবিতা অনেক ভালো লাগলো।

ভালো থাকবেন সবসময়।

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
তাই যেন হয় -- আমার বাবা ভাল থাকুক, সবার বাবা ভাল থাকুক যারা না ফেরার দেশে চলে গিয়েছেন ----
শুভকামনা রইল

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক) বলেছেন: সব বাবা এবং সন্তানই যদি এমন হতো!

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সব বাবার জন্য শুভকামনা --- সব বাবারাই ভাল থাকুক ---
শুভকামনা রইল

৬| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৮

মামুন রশিদ বলেছেন: বাবার জন্য ভালোবাসা ।

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ মামুন ভাই
ভাল থাকবেন সব সময়

৭| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ!!!

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়

৮| ০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বাবার আত্মার শান্তি কামনা করছি।

লেখা মন ছুঁয়ে যায়।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি কবিতাটি পড়ার জন্য ।
বাবার কথা আজ খুব মনে পড়ছে ভাইয়া।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

৯| ০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: বাবা ভাল থাকুক ।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সকল বাবারা ভাল থাকুক।
অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই
ভাল থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ্য থাকুন

১০| ০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক টাচি-----
এমনি হয়। ----আল্লাহর বাবা'র আত্মার শান্তি দিক।
ভাল থাকুন আপু

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবার বাবা ভাল থাকুন
অনেক অনেক ভাল থাকুন আপুনি !! শূভকামনা সব সময়ের জন্য

১১| ০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

সকাল রয় বলেছেন:

বাবা!
সবাই আমায় ভরসা করে, চাওয়া তাদের অনেক বেশি
তুমি বলতে চাওয়াটা কমটি হবে, কাজ-পড়ায় মনটি দাও
নিজকে গড়-অপরকে গড়, দ্বায়িত্ব আছে সমাজে !!

________________________________

অনেক অনেক ভালো লাগলো

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দাদা !! বাবা আমার অনেকখানি জায়গা দখল করে আছে। বাবা নেই, মাঝে মাঝে খুব ফাঁকা লাগে। সবার বাবাই সন্তানদের ভালবাসে-ঠিক আমার বাবার মতই ---- বাবারা ভাল থাক ---

ভাল থাকুন সব সময়

১২| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

নাছির84 বলেছেন: বাবার জন্য ভালবাসা............

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবার বাবা ভাল থাকুক --- সবার বাবার জন্য শ্রদ্ধা আর ভালবাসা ---
শুভকামনা রইল

১৩| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছুঁয়ে গেল। বাবাকে ও মনে পড়লো খুব।

০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য ।
সবার বাবা ভাল থাক ---
শুভকামনা রইল কবি ---

১৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অদ্ভুত সুন্দর কবিতা। পুরো স্পর্শ করল মনটাকে। +++++++++++++++++

০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাবাকে খুবই ভালবাসতাম-শ্রদ্ধা করতাম। বাবা নেই মনে হয় কি যেন নেই -- সব সময় এক শুন্যতা আমাকে তারা করে বেড়ায় --- হয়তো সবার বাবাই সবার কাছে এমন ----
সবার বাবা ভাল থাক -- আমার বাবাও শান্তিতে থাক

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ----

১৫| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মাহবুব ভাই -- আন্তরিক ধন্যবাদ ।
অনেক অনেক শুভকামনা রইল

১৬| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯

অন্ধবিন্দু বলেছেন:
আমরা নিজেরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি। ভালো কাজ করি।
বাবারা ওপ্রান্তে নিশ্চয়ই ভালো থাকবেন। আপনার চোখের জলে সমব্যথী হলাম।
দোয়া রইলো।।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবার বাবা ভাল থাকুক।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

১৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

অন্ধবিন্দু বলেছেন:
আমরা নিজেরা সকলে মিলে ভালো থাকার চেষ্টা করি। ভালো কাজ করি।
বাবারা ওপ্রান্তে নিশ্চয়ই ভালো থাকবেন। আপনার চোখের জলে সমব্যথী হলাম।
দোয়া রইলো।।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

১৮| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৬

কষ্ট - ১ বলেছেন: বাবা ভাল থাকুক। বাবার জন্য দোয়া রইল

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা রইল

১৯| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৭

লেখোয়াড় বলেছেন:
আপা, আপনার কবিতাটি আবার পড়ে গেলাম।

ভাল থাকেন।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আরেকবার কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
রাশি রাশি শুভকামনা রইল আপনার জন্য

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক খুশি হলাম জেনে ------
অনেক অনেক শুভকামনা রইল

২০| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭

বৃশ্চিক রাজ বলেছেন: পরবাসে বাবাকে অনেক মিস করি। :( :(

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবার বাবা ভাল থাক --- আপনার বাবও ভাল থাক ---
শুভকামনা সব সময়

২১| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

আরজু মুন জারিন বলেছেন: বাবা!
কষ্ট নেবে একটুখানি ! যেমন তুমি নিতে সদা
মাথায় তুমি হাত বুলিয়ে, একটুখানি হাসি দিয়ে
কষ্ট দিতে পার করে ঐ দূর আকাশের প্রান্ত ছুঁয়ে !!
:( :( :(

অসাধারণ একটি কবিতা লিখেছেন বাবাকে নিয়ে লায়লা আপু। আগে পড়েছি একটা কবিতা সদ্য ভূমিষ্ঠ মানবশিশুকে নিয়ে লেখা সেটা ও অনেক ভালবাসা নিয়ে পড়েছি। সম্পর্ক আবেগের গভীর প্রকাশ আপনার কবিতায়। অনেক ভাললাগা ভালবাসা জানিয়ে গেলাম। ভাল থাকবেন।

আপনার বাবাকে আমার সালাম জানাবেন।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথমে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি দরদ দিয়ে কবিতাটি পড়েছেন জেনে ----
আপনার লেখাও চমৎকার -- মন ছুঁয়ে যায় লেখায় --
আমার কবিতাটি ভাল লেগেছে জেনে ভাল লাগলো

আপুরে !! আমার বাবা তো না ফেরার দেশে চলে গিয়েছেন - সেখান হতে আর কোন দিনই ফিরে আসবে না ---
সবার বাবা ভাল থাক ---
ভাল থাকবেন সব সময়

২২| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৫

জাফরুল মবীন বলেছেন: হৃদয়ছোঁয়া!মন খারাপ করা :( ।দোয়া করি উনি যেখানেই থাকুন যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে সদা থাকেন-আমীন।

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবার বাবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা । সবার বাবারা ভাল থাকুক ---
অনেক অনেক শুভকামনা রইল

২৩| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো অনেক।

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন সব সময়

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২০

একজন ঘূণপোকা বলেছেন:

বাবাকে নিয়ে লেখা দারুন একটা কবিতা পড়লাম আপ্পি।

অনেক অনেক ধন্যবাদ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইয়া আপনাকেও আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: আমি সাধারনতঃ কবিতায় মন্তব্য করি না,আমার অবোধ্য বলে।
এখানে এলাম শুধু আমর মেয়র অব্যক্ত কথা জানার পর কিছু না বলা অন্যায় হবে বলে।।
সহজ,সরল ভাবে লেখা কবিতাটি প্রিয়র তালিকায় নিয়ে রাখলাম জীবনের সেরা উপহার,মেয়ের সন্মানার্থে।।
হেমন্তের আয় খুকুর সাথে এটাও হৃদয়ের শো-কেসে তোলা থাকলো।।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি বাবাকে ভীষণ ভালবাসতাম- এখনো ঠিক আগের মতই ভালবাসি -- বাবা নেই --কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগে -- তাই কিছু লিখে ফেললাম --
আপনার মেয়ের জন্য আমার তরফ থেকে অনেক অনেক আদর রইল

ভাল থাকবেন সব সময়

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০১

সচেতনহ্যাপী বলেছেন: অনুমতি পাওয়ার আগেই আপনার কবিতার অংশবিশেষ fbতে শেয়ার করলাম,মেয়ের উদ্দেশ্যে।। অপরাধটুকু ক্ষমা করবেন।।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কোন সমস্যা নেই -- আপনার মেয়ের জন্য শুভকামনা রইল -- ভাল থাকবেন

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৩

উড়োজাহাজ বলেছেন: আপনি দেখি বহু মানুষের ইমোশনে আঘাত করেছেন। আপনাকে এর জন্য দণ্ড পেতে হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম-- বাবা নেই -জগতের সব কিছুই যেন ফাঁকা মনে হয় --নিজের এই অভাববোধটুকুই আমি কবিতায় নিয়ে এসেছি ---
হুমমম -- দন্ড শিরধার্য --
ভাল থাকবেন

২৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৯

উড়োজাহাজ বলেছেন: যান, দণ্ড শিরোধার্য করায় দণ্ড মাফ করে দিলুম।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দন্ড মাফ করেছেন দেখে শান্তি পেলাম
শুভকামনা রইল

২৯| ০৬ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:২০

সচেতনহ্যাপী বলেছেন: শেয়ার করছি আমার ফেসবুকে মেয়েকে উদ্দেশ্য করেই,আপনার বিনুমতিতেই।।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি ঠিকই করেছেন আপু
শুভকামনা রইল

৩০| ০৬ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:১৫

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: বাবা ভালো থাকুক

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বিশ্বের সব বাবাই ভাল থাকুক
আপনিও ভাল থাকবেন সব সময়

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪

জাহিদ জুয়েল বলেছেন: আবেগ প্রবণ হয়ে গেছিলাম।

খুব ভাল লাগল

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার বাবাকে যখন মনে পড়ে তখন আমার কষ্টে বুকটা ভারী হয়ে আসে
সকল বাবার জন্য দোয়া রইল
ভাল থাকবেন সব সময়

৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৫

বিপ্লব06 বলেছেন: অনেক দেরীতে পড়লাম।
পুরাই ইমোশনাল বানায় দিলেন! জেমসের বাবা গানটার মত অনেকটা।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দেরীতে উত্তর দিলাম বলে দুঃখিত, খুবই মনে পড়ে বাবাকে, আন্তরিক শুভকামনা রইল

৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

উড়োজাহাজ বলেছেন: সচেতনহ্যাপী আপু নন, ভাইয়া। রীতিমত ইয়াব্বড় ভাইয়া!! পাকনা দাড়ি-পোফ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম, লজ্জিত হলাম 8-| ভেবেছিলাম আপু !! যাইহোক শুধরে নিলাম

৩৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: যেখানেই থাক পৃথিবীর সব বাবারাই ভাল থাকুক

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক বলেছেন আপা, সব বাবারাই ভাল থাক, শান্তিতে থাক --- আপনার জন্য শুভকামনা রইল

৩৫| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৬

ভ্রমরের ডানা বলেছেন: বাবার ভালোবাসার তুলনা হয়না। কবিতার প্রতিটি লাইনে এত মায়া এত মমতা। চোখের কোনে জল এনে দিল। অনেক মমতা দিয়ে লেখেছেন আপুনি। ভাল লাগলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আসলেও বাবাদের ভালবাসার তুলনা হয় না, কবিতাটি ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো, ভাল থাকবেন নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.