নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

পাহাড় তলে

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২

ওগো মেয়ে!

নামকি তোমার ?

সদায় হাস, দেখতে ভারী !



ওগো ছেলে !!

নামকি তোমার?

সদায় আস, কাছে বেশি!!



ওগো মেয়ে !

নামটি ওচাং

কাছে আসি, দেখতে তোমায় !



ওগো ছেলে !

নামটি রুমাং

সদায় হাসি, ঝর্ণা নামাই !!



ওগো মেয়ে !!

থাক কোথায় ?

ঠিকানাটা দাওনা আমায় !



ওগো ছেলে !

পূবের পাহাড় ঢালের কাছে

ছোট্ট তিনটি ঘরযে আছে,

ঝুমের চাষে পাহাড় ঘেরা

সেইখানে থাকি যে মোরা



ওগো মেয়ে !

যাবে তুমি আমার গাঁয়ে !

খালের ধরে ঐ একটু বাঁয়ে

তারই পাশে বনের ধারে

সাঁওতালরা বাস যে করে !



ওগো ছেলে !!

আসবে তুমি বোশেখ মাসে !

কত জায়গার মানুষ আসে

পাহাড়টার ঐ মন্দির মাঝে

কত ধরণের বাজনা বাজে !



ওগো মেয়ে !!

হাসলে তোমার পরে যে টোল

অন্তরে আমার বাজে যে ঢোল

তোমার তরেই ছুটে আসি

তোমাকেই যে ভালবাসি !!



ওগো ছেলে !!

বিয়েটা আমার ঠিক হয়েছে

কেনাকাটার ধুম লেগেছে

সময়টা আর করোনা নষ্ট

জানি তুমি পাবে যে কষ্ট !!!



ওগো মেয়ে !!

চল ! যাব পালিয়ে ঐ দূরের দেশে

যেথায় থাকবো মোরা মিলেমিশে

থাকবে না আর দুঃখ কোন

আমার কথা একটু শোন !!



ওগো ছেলে !

ঐ পাহাড়ে জন্ম আমার বাংলাদেশে বাস

দূর দেশেতে পালিয়ে গেলে হবে সুনাম হ্রাস

তোমার কথা থাকবে মনে, থাক তুমি যেথায়

মনে করবে আমি আছি, তোমার পাশে সেথায় !!!



উৎসর্গ: সকল আদিবাসী ভাইবোনকে



লাইলী আরজুমান খানম (লায়লা), ১০ আগস্ট,২০১৪

মন্তব্য ৫৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছন্দের নান্দনিক উপস্থাপনা।

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন নিরন্তর

২| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন আপু । সুন্দর+

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে !! আনন্দিত হলাম।
শুভকামনা রইল কবি

৩| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন নিরন্তর

৪| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: ১২৭ রম্বর দেখুন আপত্তি থাকলে তালিকা ওথওক নাম সুরয়ে নিবো।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৥ইমতিয়াজ ১৩ -- ভাই -- আমার নামটা দেখে ভীষণ ভাল লাগলো। আপনি অনেক অনেক কষ্ট করেছেন। শুধু ধন্যবাদ দিলে খাট করা হবে।
অনেক অনেক শুভকামনা রইল সব সময়ের জন্য

৫| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫

হাসান মাহবুব বলেছেন: বাহ! আদিবাসীদের জন্যে চমৎকার একটা উপহার।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হাসান ভাই --- মনে হয়েছিল তাদের নিয়ে কিছু লিখা উচিত -- এই ভাবনা হতেই লিখা ।
ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ

৬| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২০

নীল ভোমরা বলেছেন: বাহ!...সুন্দর ছড়া!.....আদিবাসীদের নিয়ে এমন ছন্দ...মন্দনাা।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম -- চেষ্টা করেছি মাত্র।
ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ

৭| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

মামুন রশিদ বলেছেন: বাহ, খুব সুন্দর । ছড়ার ছলে গল্প বলা ।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছড়ার ছলে লিখতে চেষ্টা করেছি ভাইয়া
উৎসাহ পেলাম ---
ভাল থাকবেন নিরন্তর

৮| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

আবু শাকিল বলেছেন: ওগো আপু পড়ে ভাল লেগেছে।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই শকিল, কবিতাটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো। ভাল থাকবেন নিরন্তর

৯| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৯

একজন ঘূণপোকা বলেছেন:
পিলাসের হালি পুরিয়ে দিয়া গেলাম।

চতুর্থ প্লাস :)


১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকেও এত্তগুলো পিলাস কবিতাটি ভাল লাগার জন্য ----
অনেক অনেক শুভকামনা রইল

১০| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

আমিনুর রহমান বলেছেন:




ছন্দময় কথোপোকথন !

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আমিনুর ভাই
শুভকামনা রইল সব সময়

১১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

খাটাস বলেছেন: যদি ও কবিতা পড়ার সাহস হয় না। কিন্তু শুরু টা দেখে শুরু করলাম। সুন্দর ছন্দে উপস্থাপনা। শেষে আদিবাসীদের জন্য উপহারের চিন্তা টা ও চমৎকার। ভাল লাগা রইল আরজু আপু।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেকদিন আগে থেকেই ভাবছিলাম যে আদিবাসীদের জন্য কিছু লিখবো। সেই ভাবনা থেকেই লিখা ---আপনার ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো -----আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

১২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন। ভালো লাগলো খুব।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি বলেছেন যে আপনার কবিতাটি ভাল লেগেছে !! জেনে খুবই ভাল লাগলো !! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

বাহ ! চমৎকার কবিতা +++

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধন্যবাদ #কান্ডারী অথর্ব ভাই লেখার চেষ্টা করেছি মাত্র -- ভাল লেগেছে জেনে উৎসাহ পেলাম। অনেক অনেক শুভকামনা আপনার জন্য পাঠিয়ে দিলাম

১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইস !! আপনার মত করে পারি না আলাউদ্দিন ভাই --- তবু বলেছেন কবিতাটি ভাল হয়েছে এতেই আমি আনন্দিত।
অনেক অনেক শুভকামনা

১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: লেখাটা অপূর্ব ।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: #পরিবেশ বন্ধু --- কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা সব সময়ের জন্য

১৬| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ লাগলো আপু।।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কবিতাটি পড়ার জন্য --
সব সময়ের জন্য আন্তরিক শুভকামনা রইল

১৭| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য
শুভকামনা রইল

১৮| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৪

আরজু পনি বলেছেন:

ছন্দে ছন্দে আদীবাসী কাব্য ভালো লাগলো, লায়লা ।।

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
উৎসাহিত হলাম আপু
ভাল থাকবেন সব সময়

১৯| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০০

মামুন ইসলাম বলেছেন: ওগো মেয়ে !!
চল ! যাব পালিয়ে ঐ দূরের দেশে
যেথায় থাকবো মোরা মিলেমিশে
থাকবে না আর দুঃখ কোন
আমার কথা একটু শোন !


আপু মনী সুন্দর হয়েছে
লেখায় +++++++++++++

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মামুন ভাই --- আন্তরিক ধন্যবাদ ---কবিতাটি পড়ার জন্য ---।
অনেক অনেক শুভকামনা রইল

২০| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৩

নুরএমডিচৌধূরী বলেছেন: আপু
তুমি তো বেশ ভাল লিখ
সত্যি খুব মজা লেগেছে
আরো লিখিও

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইয়া - কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
অনেক অনেক শুভকামনা তোমার জন্য পাঠিয়ে দিলাম

২১| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৮

যাযাবর বেদুঈন বলেছেন: অনেক সুন্দর ছন্দময় লেখা। আপনার জন্য অনেক শ্রদ্ধা। একগুচ্ছ গোলাপের স্নিগ্ধতা।

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।
আন্তরিক শুভকামনা রইল সব সময়ের জন্য

২২| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১০

কষ্ট - ১ বলেছেন: আদিবাসীদের নিয়ে মিষ্টি একটি কবিতা। ভাল লাগলো

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা রইল

২৩| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৭

নুর ইসলাম রফিক বলেছেন: http://www.somewhereinblog.net/blog/rariq08

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার ব্লগ জগত হতে ঘুরে এলাম
শুভকামনা রইল

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোষ্টে প্লাস বাটনে চাপ না দিয়ে পারলাম না। সরল লেখাভঙ্গি খুব ভালো লাগলো +

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই খুশি হলাম -- আমি সব সময়ই সরলভাবে বিষয়টাকে তুলে ধরতে চেষ্টা করি ---
শুভকামনা রইল

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: আদিবাসীদের জন্য ছন্দময় একটি সুন্দর কবিতা উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুমন দা আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য ---
ভাল থাকবেন সব সময়

২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

আলম দীপ্র বলেছেন: উৎসর্গ: সকল আদিবাসী ভাইবোনকে
বাহ ! বেশ ! অসাধারণ !

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত, অনেক অনেক শুভকামনা রইল ভাই

২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

শাহরীয়ার সুজন বলেছেন: ওচাং-রোমাং নাম দু'টি ভালো লেগেছে :D কবিতাটাও ভালো লেগেছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেরীতে উত্তর দিচ্ছি বলে আন্তরিকভাবে দুঃখিত, কবিতাটি ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো == অনেক অনেক শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.