নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ননীলা

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২২

পাহাড়ের সিড়ি বেয়ে উঠতে উঠতে একদিন তুমি বলেছিলে

তোমায় একটা পাহাড় কিনে দিব

পাহাড়টার নাম রাখবো ‘স্বপ্ননীলা’

বলেছিলাম হেসে - নীলা আমার সহ্য হয় না অন্তর !

আকাশের দিকে মুখ তুলে তুমি বলেছিলে-

উপরে আকাশ, তারপর পাহাড়, তারপর সমুদ্র এ তিনটিই ভয়ংকর সুন্দর

বলেছিলাম, সুন্দরও কি ভয়ংকর হয় !

ঘাসের ডগাগুলোকে আদর করতে করতে বলেছিলে-

যে সুন্দরের তুলনা যখন সে নিজেই তখন তা ভয়ংকর তো বটেই !



সী-র্বাড উড়ছে এদিক ওদিক, সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে তীরে

হরেক রকমের গাছগুলো আকাশের দিকে মুখ তুলে কথার মালা বুনছে

বাতাস লুকোচুরি খেলছে পাতায় পাতায় -

বলেছিলে খুব গম্ভীর স্বরে

এ স্বপ্ননীলা তোমার সহ্য হবেই,

পাহাড়ের কোল ঘেষে ছোট্ট একটা পাঠশালা থাকবে

কলকাকলীতে মুখর হবে স্বপ্ননীলা

এখানে থাকবে সাম্য,সমতা আর সম্প্রীতির বন্ধন।



একদিন কি যে হল, ভয়ংকর এক ভূমিকম্পে পাহাড় ধ্বসে গেল !

কোথায় হারিয়ে গেল স্বপ্ননীলা আর কোথায় তুমি অন্তর !



অন্তর ! আমি এখনো খুঁজে ফিরি একটি স্বপ্ননীলা

যেখানে থাকবে সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন !



লায়লা ---- ২৭ আগস্ট,২০১৪



মন্তব্য ৮০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪২

যাযাবর বেদুঈন বলেছেন: অদ্ভুত রকম ভাল লাগা কাজ করল আপনার কবিতা পড়ে। বাইরে বৃষ্টি এমন বৃষ্টির মাঝে আপনার কবিতা মনের মাঝে একরকম ভাল লাগায় ভরিয়ে দিল। সাম্য, সমতা আর সম্প্রীতীর বন্ধন গড়ে উঠুক আমাদের সকলের মাঝে। আপনার এই বোধের প্রতি সন্মান জানাই। ভাল থাকা হোক।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লিখতে চেষ্টা করেছি কিছু বাস্তবতাকে নিয়ে -- আপনার ভাল লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ----আন্তরিক শুভকামনা রইল সব সময়ের জন্য ----

২| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০১

নাহিদ হাকিম বলেছেন: গান শুনা যায়, কবিতা পড়া যায় অথচ আপনার কবিতাটি পড়ে মনে হলো কবিতাও দেখা যায়, শিল্পের মতো।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উৎসাহিত হলাম আপনার সুন্দর মন্তব্যটি পড়ে ---
আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা রইল

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩

মকসুদ মনি বলেছেন: সমস্ত প্রতিকুলতার শেষে
ঠিক একদিন ভেসে উঠবে
দিগন্ত দৃষ্টিসীমায় আমাদের
সেই সাম্যের স্বপ্ননীল পাহাড়।
হলুদ রঙের ফুল থাকবে ফুটে
থাকবে রঙ্গিন প্রজাপতির নির্মল স্রোত
আর হলুদ পোষাকে সজ্জিত শিশুরা।
(আপনার লেখাটি পড়ে এতই আপ্লুত হয়ে গেলাম যে এইভাবে কি সব লিখে ফেললাম। আমি আসলেই আপনার ঐ স্বপ্ননীলা পাহাড়ের মত একটা পৃথীবির স্বপ্ন দেখি।)

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথমত আপনাকে আন্তরিক ধন্যবাদ এত সুন্দর করে কবিতা লেখার জন্য -- আমি তো মুগ্ধ রীতিমত --- এত সুন্দর !!
কেউ ইচ্ছা করলেই তার আশেপাশের দরিদ্র মানুষকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে -- শুধু দরকার আন্তরিকতা ---

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ---
ভাল থাকবেন সব সময়ের তরে ----

৪| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৬

মামুন রশিদ বলেছেন: ঘাসের ডগাগুলোকে আদর করতে করতে বলেছিলে-
যে সুন্দরের তুলনা যখন সে নিজেই তখন তা ভয়ংকর তো বটেই !

খুব সুন্দর++

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য এবং সেইসাথে ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ---
শুভকামনা রইল --

৫| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫২

হাসান মাহবুব বলেছেন: সূচনা সুন্দর, তবে শেষ স্তবকটা ভালো লাগে নি। কাব্যভাবের চেয়ে সেখানে বিবৃতি লক্ষণ অধিক।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আসলে নীচের স্তবকে আসার জন্যই উপরের স্তবকগুলোর লিখতে হয়েছে ---- সহজ থেকে কঠিণে যাওয়ার চেষ্টা করেছি ----বাস্তবতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র ---। আরও একটা বিষয় হলো কেউ ছোট কিছু শুরু করে দিয়ে যেতে পারে --- কিন্তু সেখানেই থেমে থাকলে চলবে না -- তার স্বপ্নগুলো আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে ---সেটাও তুলে ধরার নিরন্তর চেষ্টা করেছি --- হয়তো যেমনটা লিখতে চেয়েছি তেমনটা হয়তো হয় নাই ----
আপনার মন্তব্যটা সাদর চিত্তে গ্রহণ করলাম ---

ভাল থাকবেন নিরন্তর ---

৬| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

রাতুল_শাহ বলেছেন: পড়লাম, মন্তব্য পরে

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: :( :( B:-)

৭| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

৮| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৯

কষ্ট - ১ বলেছেন: একটি সুন্দর কবিতা পড়লাম

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন

৯| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪১

নুরএমডিচৌধূরী বলেছেন: চোখরে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, চুলগুলো সব সাদা, গলার স্বর কাঁপা কাঁপা
কিন্ত জান ! মনটা ঠিক আগের মতোই

আমার মত দেখি তুমিও
তবে
তোমার চোল পেকেছেকিনা জানিনা
আমার চোল এখনও কাচা
আমার কোসটের দিন
আরও লংগার
দারুন লিখেছো
খুব করে পড়েছি
কয়েকবার
ভাল তেক বনদু

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর একটি মন্তব্য পেয়ে মনটাই ভাল হয়ে গেল ---কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ---
আকাশসম শুভকামনা রইল বন্ধু -----

১০| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

একজন ঘূণপোকা বলেছেন:

স্বপনীলা নামের পাহাড়টা, যার মানে হচ্ছে-সাম্য, তা আমাদের সবার হউক।


সুন্দর কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবি উৎসাহিত হলাম --- সাম্য আসুক, সাম্য নামুক সমাজে ---মানুষ শান্তি পাক -----শান্তিতে থাক --------
শুভকামনা রইল ---

১১| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

পড়ে ভালো লাগলো +++

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য
ভাল থেক ভাইয়া --- ভাল থেক সব সময়

১২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো ...

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য
শুভকামনা রইল

১৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা শুরু করে যতোটা অভিভূত হয়েছিলাম শেষে এসে তা থাকেনি। আমার কাছে মনে হয়েছে ---

অন্তর ! এখনো দেখি স্বপ্ন, স্বপ্ন থেকে বাস্তবায়নের নিরন্তর চেষ্টা।

ক্যোট করা লাইনেই কবিতা শেষ হতে পারতো। পরের অংশ জুড়ে দিয়ে কবিতাটা কেমন হালকা হয়ে গেছে মনে হচ্ছে।


শুভেচ্ছা আপু।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ফিডব্যাকের জন্য আন্তরিক ধন্যবাদ। এডিট করলাম ---
আন্তরিক ধন্যবাদ এবং সেইসাথে এত্তগুলো শুভকামনা

১৪| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

জাফরুল মবীন বলেছেন: কবিতার মূল ভাবনাটা হৃদয় ছুঁয়ে গেল!

অভিনন্দন কবিকে।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য এবং ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা নিরন্তর --

১৫| ২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার কবিতা।

কবিতায় ষষ্ঠ ভালো লাগা ।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উৎসাহিত হলাম অনেক -- আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সবসময়

১৬| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস টাচ আপু।


শুভকামনা রইল :)

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকেে
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা

১৭| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৫

হানিফ রাশেদীন বলেছেন: সুন্দর অনুভূতি। ভালো লাগা রইলো।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হানিফ ভাই -- কবিতাটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ---ভাল থাকবেন সব সময়

১৮| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ সেলিম ভাই = আশা করি ভাল আছেন ---
ভাল থাকেন সব সময়

১৯| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লেগেছে। হয়তো বেশ কিছু এডিট করেছেন ইতিমধ্যে, তারপরও আমার মনে হচ্ছে, নীচের দিকটায় এখনো কিছু দুর্বলতা রয়ে গেছে।

তবে নীচের কয়েকটা লাইনের কথা বাদ দিলে পুরো লেখায় আপনার নিপুণতার পরিচয় পাওয়া গেছে।

রচনা তারিখ ২৭ আগস্ট ২০১৪, কিন্তু আমার মনে হচ্ছে কবিতাটা আগেও পড়েছি।


শুভেচ্ছা আপু।

২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইয়া এই কবিতাটি আমি হারিয়ে ফেলেছিলাম। অনেক আগে একবার ব্লগে দিয়েছিলাম। আমার আরো একটা পোস্ট ডিলিট করতে যেয়ে এই কবিতাটি ডিলিট করে ফেলেছিলাম -- এই কবিতাটি ডিলিট হয়ে যাবার পর পাগলের মত খোঁজ করেছি-কোথায় এটা লেখা আছে কিনা-কারণ এই কবিতাটির সাথে আমার জীবনের অনেক মিল আছে। কয়েকদিন আগে আমি এই কবিতাটি আমার এক বন্ধবীর নিকট হতে পেয়েছি -- আগের তারিখ মনে না থাকায় যে দিন কবিতাটি আমি পেয়েছি সেই দিনই পোস্ট করেছি --তাই উক্ত তারিখ দিয়েছি ----

আপনার গঠণমূলক মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল -----

২০| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

ইউর হাইনেস বলেছেন: কবিতা পড়ে মনে হল আমি হিমছড়ি পাহাড়ের উপর বসে আছি.।।

৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধন্যবাদ ভাই কবিতাটি পড়ার জন্য।
শুভকামনা রইল

২১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতা। +

৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তনিম ভাই -- উৎসাহ পেলাম ---
আন্তরিক ধন্যবাদ ও সেইসাথে অনেক অনেক শুভকামনা

২২| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

উদদিন বলেছেন: ছেলেরা কথায়-কথায় "ওয়াদা" করে বসে , -তবে যারা আকাশের মেঘে-ভাসে !

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম -- ঠিক বলেছেন -- তারা ওয়াদা করে -- পরে একসময় সেই ওয়াদা ভুলেও যায় কেউ কেউ ---
এত সুন্দর একটি দৃশ্য -- আমার মনই ভাল হয়ে গেল --আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল সব সময়ের জন্য

২৩| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১০

বাংলার পাই বলেছেন: সুন্দরও কি ভয়ংকর হয় !
ঘাসের ডগাগুলোকে আদর করতে করতে বলেছিলে-
যে সুন্দরের তুলনা যখন সে নিজেই তখন তা ভয়ংকর তো বটেই !


পাহাড়ের কোল ঘেষে ছোট্ট একটা পাঠশালা থাকবে
কলকাকলীতে মুখর হবে স্বপ্ননীলা
এখানে থাকবে সাম্য,সমতা আর সম্প্রীতির বন্ধন।


অন্তর ! আমি এখনো খুঁজে ফিরি একটি স্বপ্ননীলা
যেখানে থাকবে সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন !

---------------------অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ -- আর ভাললাগার জন্য আরো একটা ধন্যবাদ ---
নিরন্তর শুভকামনা রইল

২৪| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৯

জুন বলেছেন: উপরে আকাশ, তারপর পাহাড়, তারপর সমুদ্র এ তিনটিই ভয়ংকর সুন্দর
লাইলী আরজুমান খানম লায়লা

আমার কাছেও প্রকৃতির এই তিন রূপ অসম্ভব সুন্দর সাথে ভয় জাগানো ।
অসাধারন কবিতায় প্লাস। মনে হলো কোন ব্যক্তিগত অনুভূতি।
+

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং সেইসাথে ভাললাগার জন্য আরো একবার ধন্যবাদ---
কিছুটা তো ব্যক্তিগত অনুভূতিই -- তাকে অস্বীকার করি কি করে !!

অনেক অনেক শুভকামনা রইল -- অনেক বেশি শুভকামনা ---

২৫| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ইমিনা বলেছেন: কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম। :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ --
ভাল থাকবেন সব কটা সময়

২৬| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

রাফা বলেছেন: না স্বপ্ননীলা-কে হারিয়ে যেতে দেওয়া যাবেনা।আমরা স্বপ্ননীলার বাস্তবায়ন দেখতে চাই ৫৫ হাজার বর্গমাইলের ভয়ংকর সুন্দর সোনার বাংলায়।

এক কথায় চমৎকার, ধন্যবাদ- লা.আ.খা.লায়লা। 

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: #রাফা -- স্বপ্নগুলো বাস্তবায়ন হোক এই সোনার বাংলায় --আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা

২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

জায়গীরদার বলেছেন: আমি এখনো খুঁজে ফিরি একটি স্বপ্ননীলা
যেখানে থাকবে সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন



কথাটা অনেক ভালো লাগলো

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অান্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য এবং সেইসাথে ভাল লাগার জন্য
শুভকামনা নিরন্তর

২৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

নুরএমডিচৌধূরী বলেছেন: আজ আবারো পড়লাম
একাগ্রচিত্তে । অনেক মায়ার লিখা
অনেক আবেগের। তূমিই পারবে
কাওকে ধরে রাখতে যে অধিক চঞ্চল
অনেক দোয়া তোমার প্রতি
ভাল থেকো

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইয়া আপনি এত সুন্দর করে মন্তব্য করেছেন যে আমি নতুন করে উৎসাহিত হলাম --যার মন উদার সেই কেবল এত সুন্দর করে উৎসাহ দিতে পারে --
নীল কষ্ট সব সময় মনকে আচ্ছন্ন করে রাখে --বয়ে যায় কষ্টের নদী মনে ---
আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সেইসাথে এত্ত এত্ত শুভকামনা আপনার জন্য -----------

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

ফাহিমা দিলশাদ বলেছেন: আসলেই খুব সুন্দর কবিতা লিখেছেন। অনেক ভালো লেগেছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু । তোমার কবিতাটি ভাল লেগেছে জেনে আমারও ভাল লেগেছে
শুভকামনা রইল

৩০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১

জেন রসি বলেছেন: অন্তর ! আমি এখনো খুঁজে ফিরি একটি স্বপ্ননীলা
যেখানে থাকবে সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন !

চমৎকার।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ------ ভালথেক সব সময়

৩১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

নুসরাতসুলতানা বলেছেন: মৎকার +++্

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: B:-) :-B :-P =p~

৩২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

নুসরাতসুলতানা বলেছেন: চমৎকার ++++্

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ---

৩৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন কবিতা আপু।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব খুশী হলাম ভাইয়া ---
আন্তরিক ধন্যবাদ
অনেক অনেক শুভকামনা রইল

৩৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতায় এক ডজন ভালোলাগা রইল আপু :)

কেমন ছিলেন ?

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই -- ভাল আছি। আশা করি আপনিও ভাল আছেন
কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ

৩৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

আসিফ করিম শিমুল বলেছেন: "আমি এখনো খুঁজে ফিরি একটি স্বপ্ননীলা
যেখানে থাকবে সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন "
এটা শুধু আপনার কথা নয়, আমাদের সবার কথা। কিন্তু বাস্তবে এগুলো আদৌ পাব কিনা সেটাই দেখার বিষয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক তাই -- এটা সবা্র কথা
আমরা সবাই মিলেই চেষ্টা করবো---
কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: আমি এখনো খুঁজে ফিরি একটি স্বপ্ননীলা
যেখানে থাকবে সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন !

চমৎকার অাবেগী কবিতা। ভাল লাগল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন সব সময়

৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

মৌ রি ল তা বলেছেন: অনবদ্য

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু --- ভাল থাকবেন

৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

কষ্ট - ১ বলেছেন: অসাধারণ একটি কবিতা পাঠ করলাম ------শুভকামনা রেখে গেলাম

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল

৩৯| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

ফ্‌জলূল করিম বলেছেন: সত্যি আবেগ অনুভূতি আর বাস্তবতা কখন এক করে ফেলেছেন চোখের জল না পরলে বুঝতাম না।ভাল লাগল

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দেরীতে আপনার কথার উত্তর দিলাম --- কবিতাটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো -- আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, শুভকামনা নিরন্তর

৪০| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২

জাহিদ জুয়েল বলেছেন: যেখানে থাকবে সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন !

খুব ভাল লাগল।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.