নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

হারানো সুর

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯

হঠাৎ কেন হারিয়ে গেলি

ঝড়ো হাওয়া বাড়িয়ে বুকে

মনে বাজে বিষণ্ণ সুর

ভর দুপুরে, উদাস আমি !



দুঃখগুলো বাজে মনে

রাত-দুপুরে হুতোম ডাকায়

ডুকরে উঠে বুকের ভেতর

ক্লান্ত ভোর, চোখ গড়িয়ে

কষ্ট নামে, হৃদয় মাঝে !



স্মৃতিগুলো হাতড়ে বেড়াই

কবে কোথায়, পলাশ বনে

পাঞ্জাবী আর বেনীর ছোঁয়ায়

সাঁঝের তারায়, গল্প গাথায়

ভালবাসায়, মনের কোনে !



শেষ বিকেলে কাশের ফুলে

আলতা পায়ে, নদীর জলে

কাঁপন জাগে বুকের ভেতর

ঢেউয়ের তালে,হাতের ছোঁয়ায়

বৃষ্টি দিলি, চোখের পাতায় !!



কষ্টগুলো কাব্য লিখে

সব হারানোর ইতিকথা

তোকেই খুঁজি মনের ভেতর

চোখের জলে একটি লেখা

ভর দুপুরে, স্মৃতির খাতায় !



রাতের তারায় কষ্ট বাড়ে

বিষাদ জমে চোখের মাঝে

কবে কোথায় হারিয়ে গেলি

ছিন্ন বাঁধন, অনেক মায়ার

মনের দূরে, স্মৃতির পাতায় !!



লায়লা -- ৮ সেপ্টেম্বর,২০১৪



মন্তব্য ৫৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২০

যমুনার চোরাবালি বলেছেন: পড়ে ফেলেছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য -- শুভকামনা রইল

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: স্মৃতিগুলো হাতড়ে বেড়াই
কবে কোথায়, পলাশ বনে
পাঞ্জাবী আর বেনীর ছোঁয়ায়
সাঁঝের তারায়, গল্প গাথায়
ভালবাসায়, মনের কোনে !++++++++

ভালো থাকবেন আপু :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেকগুলো ধন্যবাদ -- আর সেইসাথে শুভকামনা পাঠিয়ে দিলাম --- ভাল থাকবেন সময়

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

বাংলার পাই বলেছেন: কষ্টগুলো কাব্য লিখে
সব হারানোর ইতিকথা
তোকেই খুঁজি মনের ভেতর
চোখের জলে একটি লেখা
ভর দুপুরে, স্মৃতির খাতায় -----------------এক কথাই অসাধারন। +++++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভীষণ ভাল লাগলো --- ভাল থাকবেন সব সময়

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

কলমের কালি শেষ বলেছেন: প্রতিটি কাব্যিক প্যারাই ভালো লাগলো । :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ -- শুভকামনা রইল সব সময়ের জন্য

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

জাফরুল মবীন বলেছেন: হারানো সুরের কাব্যিকতায় মুদ্ধ এ হৃদয় :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নিরাপদ রূপচর্চাবিষয়ক এত সুন্দর একটি পোস্ট আপনি লিখেছেন যে পড়ে ভীষণ উপকৃত হয়েছি ----
আপন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য
শুভকামনা রইল

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

অন্ধবিন্দু বলেছেন:
হৃদয়ের ভাজে ভাজে সব হারানোর ইতিকথা। শোকবাহী ছন্দে মনের সিঁথান অতিক্রম করে চোখের জলে একটি লেখা চমৎকার প্রাণবন্ত হয়ে উঠেছে !

ভালোলাগা রইলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে জেনে ভীষণ ভীষণ ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন সব সময়

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

কষ্ট - ১ বলেছেন: খুবই ভাল লাগলো --- প্রথম হতে শেষ পর্যন্ত সুন্দর ছন্দে কবিতাটি শেষ করেছেন --- কবিতায় ভাল লাগা রেখে গেলাম

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

নাছির84 বলেছেন: শুরু থেকে শেষ,
ছন্দ অনিঃশেষ !

....কব্তিায় মজা নেই। শুধুই দহন। আর কতো ? সারাটা জীব্ন তো এভাবেই কেটে গেল ! ++++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক বলেছো ভাইয়া -- কবিতায় মজা নেই ----শুধুই দহন
ভাল থেক ভাইয়া
শুভকামনা রইল

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

ডট কম ০০৯ বলেছেন: কারে খোজেন বলা যায়!! লায়লা ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার প্রশ্নটা বড়ই কঠিণ ভাই --- শুধু বলতে পারি মনের মাঝে কষ্ট আছে, কষ্ট বাড়ে, কষ্টকে যত্ন করি -----
কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা সব সময় ---

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

হানিফ রাশেদীন বলেছেন: সুন্দর কবিতা। আপনার কবিতা তো অনেক সুন্দর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই খুশি হলাম ---
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শব্দের ভাঁজে ভাঁজে
কান্নার খেলা,
হারিয়ে তাকে আজ
উদাস সারা বেলা।

হারানোর সুরে ভালো লাগা জানিয়ে গেলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুশি হলাম --- ভাল থাকবেন সব সময়

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২১

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ভাল লাগল আপু -তবে কিছু বানান ছুটে গেছে
বিষন্ন--বিষণ্ণ
কাঁশফুল --কাশফুল
ঝরো--ঝড়ো হাওয়া
তাঁরা--তারা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য এবং বানানগুলোতে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ --
শুভকামনা রইল আপু

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: ছিন্ন বাঁধন, অনেক মায়ার
মনের দূরে, স্মৃতির পাতায় !!

ভাল লাগল।


*ব্লগার নাসরিনের সাথে সহমত।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ সুমন দা
ভাল থাকবেন সব সময়

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

লাবনী আক্তার বলেছেন:
রাতের তারায় কষ্ট বাড়ে
বিষাদ জমে চোখের মাঝে
কবে কোথায় হারিয়ে গেলি
ছিন্ন বাঁধন, অনেক মায়ার
মনের দূরে, স্মৃতির পাতায় !!


আপু সুন্দর কবিতা লিখেছেন। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উৎসাহ পেলাম আপু ---
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৪

ডি মুন বলেছেন: স্মৃতিগুলো হাতড়ে বেড়াই
কবে কোথায়, পলাশ বনে
পাঞ্জাবী আর বেনীর ছোঁয়ায়
সাঁঝের তারায়, গল্প গাথায়
ভালবাসায়, মনের কোনে !


---- এই প্যারাটা বেশি ভালো লাগলো। মানুষ স্মৃতিতাড়িত বলেই বোধহয়।

ভালো থাকা হোক সর্বদা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মানুষ চাইলেই ভাল থাকতে পারে না -- তবুও নিরন্তর ভাল থাকতে চায় ---
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল নিরন্তর

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

আবু শাকিল বলেছেন: বাহ খুব সুন্দর :) :)

" কষ্টগুলো কাব্য লিখে
সব হারানোর ইতিকথা
তোকেই খুঁজি মনের ভেতর
চোখের জলে একটি লেখা
ভর দুপুরে, স্মৃতির খাতায় !"

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পাঠ করার জন্য আন্তরিক ধন্যবাদ
আর কবিতাটি ভাল লাগার জন্য নিরন্তর শুভকামনা রইল

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

নুরএমডিচৌধূরী বলেছেন: রাতের তারায় কষ্ট বাড়ে
বিষাদ জমে চোখের মাঝে
কবে কোথায় হারিয়ে গেলি
ছিন্ন বাঁধন, অনেক মায়ার
মনের দূরে, স্মৃতির পাতায় !! স্মৃতি বড় জ্বালাময়
সবারি জীবনে ছোট বড়
কিছু না কিছু স্মৃতি আছেই
যা কিনা কিছু কিছু কাওকে না কাওকে
শেয়ার করা যায়
আবার
এমন কিছু স্মৃতি আছে
যা আপন চিত্তে
নীরব নিভৃত্তে কাঁদে

ঠান্ডা ঠান্ডা কষ্ট কথা
খুব ভাল লাগল
ভাল থাকবেন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য এবং ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল সব সময়

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: মুগ্ধ! তৃপ্ত।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উৎসাহিত হলাম হাসান ভাই ---
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর।
ভালোলাগা রেখে গেলাম!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে জেনে খুশি হলাম ----- অনেক ধন্যবাদ --
অনেক অনেক শুভকামনা

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

জসীম অসীম বলেছেন: আপনার লেখা পড়েছি । ভালো লাগলো । লেখার ভিতরের বিষয়ে অন্য সময় মতামত প্রকাশ করবো। আমি এখন ব্লগে লিখলে লেখা লেখা প্রথম পাতায় প্রকাশ হয়না। এ বিষয়ে আপনি কি আমাকে কোনো সহযোগিতা করতে পারেন ? ভীষণ দুশ্চিন্তায় আছি। উপযুপরি অনিয়ম আমি কিভাবে করেছি, আমি জানি না। আমার লেখা কতদিন প্রথম পাতায় প্রকাশ হবে না। মডারেটর উপস্থিত উপস্থিত থাকলে তার তার বিবেচনা সাপেক্ষে আমার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। কিন্তু সেটা কিভাবে সম্ভব ? ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা কোথায় জানতে পারবো ? আমাকে এ বিষয়ে সমাধান দিতে পারবেন কি? আমার উপর নজর রাখা বন্ধ হওয়ার জন্য আমি কি করতে পারি ? প্লিজ, সম্ভব হলে আমাকে সহযোগিতা করুন। আমি ব্লগিংয়ের সকল নিয়ম মেনেই লিখতে চাই। ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
আপনি নিয়মিত লিখতে থাকুন ---। সুন্দর এবং গঠণমূলক লেখা দিন ---দেখবেন প্রথম পাতায় লেখা আসবেই --- শুভকামনা রইল

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: খুব সুন্দর ছন্দময় কাব্য।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুন্দর!
মন কেমন কেমন করা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল ভাইয়া -------

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

দুখাই রাজ বলেছেন: অনেক ভালো লাগলো কবিতাটি । বৃষ্টিভেজা শুভ সকাল ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য একটা ধন্যবাদ এবং ভাল লাগার জন্য আরো একটা ধন্যবাদ রইল ------
শুভকামনা নিরন্তর

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ------

২৫| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৪৮

দ্য ইলিউশনিস্ট বলেছেন: খুব সুন্দর। একরাশ মুগ্ধতা রেখে গেলাম।

১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০২

আলম দীপ্র বলেছেন: বাহ ! চমৎকার !

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ------ ভাল থেক

২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

জাহিদ জুয়েল বলেছেন: হঠাৎ কেন হারিয়ে গেলি
ঝড়ো হাওয়া বাড়িয়ে বুকে
মনে বাজে বিষণ্ণ সুর
ভর দুপুরে, উদাস আমি !

কবিতা পড়ে

মনে পড়ে গেল
সে কেন সৃতি রেখে গেল
শুন্য করে, একলা আমায়
ভাবি তারে শুধু নিরালায়।

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা

২৯| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০০

কালো যাদুকর বলেছেন: আমার মনের কথাগুলো সুন্দর কাব্য করে লিখার জন্য ধন্যবাদ।

৩০| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫২

জাহিদ জুয়েল বলেছেন: দীর্ঘ বিরতির পর ফিরে এলাম । অনেক মিস করেছি ,আশা করি সবাই ভাল আছেন।
বেশ ভালো লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.