নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

গোধূলি বেলা ডুবে ভালবাসায়

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯



কে বসে আছে হালকা নীল শাড়ী পড়ে, চোখ জোড়া ঢাকা আছে নীল ভারী চশমায়

বাতাস উড়ে যায় কাঁচা পাকা চুলে, গ্রীবা বেঁকে চেয়ে আছে দূর নীলিমায়

কেগো তুমি, বড্ড চেনা চেনা, বুকের ভেতর মোচর দিয়ে খোঁজে ভালবাসা।

হৃদয়ের অলি গলি সব খোঁজ হয়ে গেল বাকি কেবল জমানো চিঠির ভাঁজ

সেই কবে লেখা তার কাছে, সে কত কথা, কত স্মৃতি চমকে যায় মনের জানালায়-

একটু তাকালে ক্ষতি কি এতই বেশি, যদি হয় দেখা তার সাথে এই অবেলায়---!





সাদা পাঞ্জাবী গাঁয়ে বসে ভাবনায় মজেছো কোন সে পুরুষ তুমি, হৃদয়ে কেন বাজে শংকা

মনের ভেতর কেন বইছে উথাল পাতাল ঢেউ, অহ্ নাহ্, এটা কি করে হয়, ইদানিং শুধুই ভুল ভাবা হয়

চশমার পাওয়ার বদলাতেই হবে কাল কিংবা পরশু, কাজের মাঝে আরো ডুবিয়ে দিতে হবে মন

কবিতার পাতায় খুঁজে বেড়ায় কিছু কথা, সেই কবে লিখে দিয়েছিলে, ওসব কি আর মনে আছে বড় !!

কিন্তু কেন মন আনচান করে, কার তরে খুঁজে বেড়ায় কবিতার শব্দমালা, কার কথা মনে বাজে বারবার !!





হঠাৎ চোখ পড়ে যায় চোখে, এতো সেই নীলাঞ্জনা ! হাজারো প্রশ্ন হরহর করে বলে দেয় আকাশ

এই স্টেশনে তুমি !!! সেই তুমি নীলা !! কেমন আছ !! কোথায় যাবে তুমি এই গোধূলি বেলায় !!

বড্ড বেশি রোগা হয়ে গেছ তুমি, চুলগুলোতে পাক ধরেছে, চোখ ঢেকেছো ভারী চশমায়-

এখনো কি লেখা চলে রাত অবধি, খাওয়া দাওয়া চলেতো ঠিকঠাক! খুব অনিয়ম করতে তুমি!!





একরাশ দীর্ঘশ্বাস গড়িয়ে যায় বুকে, চেয়ে দেখে সেই চোখকে, যে চোখে হাজার প্রশ্ন খেলা করে

ঘুরে বসে নীলা, কখন ট্রেন আসবে!! বড্ড বেশি দেরী করে আজকাল, মনে ভিড় করে অভিমান

এত বছর পর কেন আজ দেখা হলো, বড়ই স্বার্থপর আকাশ, তবু কেন এত টান পড়ে মনে !!

চোখের কোনে গড়িয়ে পড়ে অশ্রুধারা, তবে কি এখনো কিছু বাকী আছে এই স্বার্থপরটার জন্যে !!

গ্রীবা বাকিয়ে বলে, হ্যা আমি প্রচন্ড ভাল আছি, রাত গড়িয়ে দিন আসে, দিন আর রাতে আসে মাস- বছর

কাজের ভীরে যন্ত্রনার খোঁচায় যেভাবে ভাল থাকা যায়, তার সবটাতেই আমি আছি, শুধুই আমি একা !!





প্রচন্ড জটিলতার মধ্যে বাস আমার প্রতি ক্ষণে, হার্টও আর কাজ করে না আগের মতন

হাত দিয়ে চমশা মুছে রুমালের ভাজে, তারই ভালবাসা বসে আছে খুবই কাছে

নীলা! একার মাঝেই হয়তো বাস করে ভিন্ন কেউ, সেকি আমি নই !! বেদনার হাসি মিলিয়ে যায় দূরে





তুমি ঠিক আগের মতই আছো, এতটুকু বদলাও নাই, শীত পরেছে, গায়ে সুয়েটারটাও পর নাই !!

এভাবে কি আর জীবন চলে !! কষ্টকেও যত্ন করে রাখতে হয় বল, দেখ ! বকুলের তলা ছেয়ে গেছে ফুলে -

একটু পরেই সন্ধা নামবে, পাখিগুলো ফিরছে নীড়ে, দেখ ! সেই কত বছর পরে দেখা, এভাবে তো ভাবি নাই আমি !





দূরে হুইসেল বাজে !! ঝনঝন করে ট্রেন চলে আসে, এতটুকু সময় নেই দেরী, ট্রেনটা বড্ড তারাতারি এল আজ

চারচোখে পানি ছলছল !! পানি গড়িয়ে পড়ে দুটো গালে, ট্রেন এসে ভিড়ে পড়ন্ত বিকেলে !! বড্ড বেরসিক ট্রেন

উঠে দাঁড়ায় নীলা ! নীল আচলে চোখ মুছে বলে,“খুব ভাল থেক-যেমনটা তুমি থাকতে চেয়েছিল কতটা বছর আগে !!

আকাশ চেয়ে থাকে ভালবাসার দিকে, এত ভুলে ভরা জীবনে কেন টান এত বেশি! নীলা!! এতই কি শক্তি তোমার বেশি !

ট্রেনে উঠে নীলা নীল আচল উড়িয়ে, তাকিয়ে দেখে একটি মানুষের চোখে পানির ঝর্ণা, হাত তুলে ঠায় দাঁড়িয়ে আছে

জানালায় নীল শাড়ির আচল উড়িয়ে ট্রেন চলে যায়, আকাশ ভাবে আজকের চলে যাওয়া ট্রেনটি আমার হতে পারতো

ট্রেন চলে যায়, ভাবে আকাশ, হায় !! আজও দেওয়া হলো না একটিও বকুল !! দূরে সন্ধা নামে, ভালবাসা নামে ভাবনায় !!



লায়লা- ১৪ জানুয়ারী,২০১৫

মন্তব্য ১১৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: রসাত্মক উপস্থাপন ।। আজও দেওয়া হলো না একটিও বকুল !! দূরে সন্ধা নামে, ভালবাসা নামে ভাবনায় !!

পোস্টে অনেক ভাললাগা আপু ।।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই, একটু লিখতে চেষ্টা করলাম---
পোস্টটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো
ভাল থাকবেন কবি

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

তাহসিনুল ইসলাম বলেছেন: মুগ্ধকর লেখা। অনেক ভালো লাগলো।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই
শুভকামনা রইল সব সময়

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

আরজু পনি বলেছেন:

“খুব ভাল থেক-যেমনটা তুমি থাকতে চেয়েছিল কতটা বছর আগে !!
আকাশ চেয়ে থাকে ভালবাসার দিকে, এত ভুলে ভরা জীবনে কেন টান এত বেশি! নীলা!! এতই কি শক্তি তোমার বেশি !... ... ...


খুব স্পর্শ করে গেল !

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আরজু আপু !! উৎসাহিত হলাম আপনার মন্তব্য পেয়ে
অন্তর হতে ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

থার্ড পার্সন প্লুরাল বলেছেন: অনুভূতি গুলারে এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন খুব ভাল লেগে গেলো ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একটু লিখার চেষ্টা করলাম এই আর কি
লেখাটি ভাল লেগেছে জেনে ভাল লাগলো
শুভকামনা নিরন্তর

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব টাচি একটা লেখা!

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ৥কাভা ভাই
শুভকামনা জানবেন সব সময়

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

ইমিনা বলেছেন: এত ভুলে ভরা জীবনে কেন টান এত বেশি!

........................
পুরো লিখাটা পড়ে ভালো লাগলো। অনেক ভালো থাকবেন আপু :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পুরো লেখাটি পড়ার জন্য এবং ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++++++++++্

পুরাই আবেগ - ভালোবাসায় ভরপুর লেখা ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম ভাই, একটু আবেগে ডুবিয়ে লেখার চেষ্টা করলাম
ভাল থাকবেন সবকটা সময়

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

মৃদুল শ্রাবন বলেছেন: বেশ অন্যরকম করে লেখা একটা প্রেমের কবিতা। ভাল লাগলো আকাশ আর নীলার কবিতায় কথোপকথন ও ভাবের বিনিময়।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কয়েকদিন ধরেই চেষ্টা করছিলাম কিছু একটা লিখবো--- আর তাই আজ লিখে ফেললাম। ভাল লেগেছে জেনে খুশি হলাম
ভাল থাকবেন সব সময়

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭

সুমন কর বলেছেন: ভাল লাগল। প্রথমদিকে চশমা শব্দটার বেশী প্রয়োগ।

সবগুলো সুন্দর তাই আলাদা কোট করিনি।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দাদা !! চশমার শব্দটা আমি ইচ্ছে করেই একটু বেশি প্রয়োগ করেছি, কারন স্টেশনে বসে আছে ভালবাসার নর-নারী !! তাদের দুজনের চোখ অনেক কথাই বলছে-আর চোখে আছে চশমা, কিন্তু বয়সের ভারে সেই চশমার পাওয়ার বেড়ে গিয়েছে----তাই চশমার কথাটাও এসেছে কয়েকবার-------

কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল সব সময়ের জন্য

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালবাসা নামে ভাবনায়।।

বাস্তব যান্ত্রিক জীবনে ভালোবাসা প্রবেশাধিকারহীন এক আগন্তুক।
তাই ভাবনায়ই ভালোবাসা শোভা পায়।

লেখায় মুগ্ধতা।
ভালো থাকবেন আপু।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখাটি ভাললেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো---
ভাল থাকবেন সব সময়

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

অরুদ্ধ সকাল বলেছেন:

কিছু ভাবনা যেনো শুধু কবিতায় ধরা দিয়ে যায়। ঠিক তেমনি কিছু রহিয়াছে কবিতায়...

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম
অনেক অনেক শুভকামনা রইল কবি

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভাবনা ভালো লাগলো !:#P !:#P

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল থাকবেন ভাইয়া
শুভকামনা নিরন্তর

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

পার্থ তালুকদার বলেছেন: ভাল লাগলো খুব।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে জেনে ভাল লাগলো
ভাল থাকবেন সব সময়

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

এহসান সাবির বলেছেন: ভালো লাগা রইল।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার জন্য শুভকামনা পাঠিয়ে দিলাম

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: খুব খুব ভাল লেগেছে লায়লা আপু ...

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুরে ! আপনি বলেছেন যে কবিতাটি ভাল হয়েছে !!
এত্তগুলো খুশি হলাম
শুভকামনা রইল নিরন্তর

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৫

জাফরুল মবীন বলেছেন: অনুভূতির নান্দনিক প্রকাশে মুগ্ধ হলাম!

“জানালায় নীল শাড়ির আচল উড়িয়ে ট্রেন চলে যায়, আকাশ ভাবে আজকের চলে যাওয়া ট্রেনটি আমার হতে পারতো”- -হৃদয়স্পর্শী কথাটি বিশেষভাবে ভাল লাগল।

শুভকামনা জানবেন।

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মবীন ভাই !! কেমন আছেন !!
এই একটু লেখার চেষ্টা করলাম এই আর কী
ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম
ভাল থাকবেন সব সময়

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

জুন বলেছেন: চশমার পাওয়ার বদলাতেই হবে কাল কিংবা পরশু, কাজের মাঝে আরো ডুবিয়ে দিতে হবে মন
হৃদয়কে দ্রবীভূত করলো আপনার লেখাটি লাইলী আরজুমান খানম লায়লা
+

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জুন আপু !! আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ, ভাল থাকবেন সব সময়

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯

মাহাবুব১৯৭৪ বলেছেন: ভালো লাগ্লো।

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

ডট কম ০০৯ বলেছেন: মনের ভেতরে গিয়ে আঘাত করেছে কিছু লাইন।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রিয় ব্লগার ! পোস্টটি মনে জায়গা করে নিয়েছে জেনে আমার ভীষণ ভাল লাগলো-------
ভাল থাকবেন সব সময়

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

রিপন ঘোষ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল থাকবেন
শুভকামনা রইল

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

থার্ড পার্সন প্লুরাল বলেছেন: বেশ ভাল লেখনী আপনি ।কবিতায় এ তার বহিঃপ্রকাশ পায় ।

আপনি ও ভাল থাকবেন অনেক ।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর করে শুভকামনা জানিয়েছেন যে আমি আবেগে আপ্লুত হলাম
প্রিয় ব্লগার ! ভাল থাকবেন সব সময়

২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ট্রেন চলে যায়, ভাবে আকাশ, হায় !! আজও দেওয়া হলো না একটিও বকুল !! দূরে সন্ধা নামে, ভালবাসা নামে ভাবনায় !! লাইনটা হৃদয়কে টাচ করল।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো
আপনার মন্তব্যে উৎসাহিত হলাম
ভাল থাকবেন সবকটা সময়

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪

কষ্ট - ১ বলেছেন: পড়তে পড়তে মনে কষ্ট বেজে উঠল----অসাধারণভাবে ফুটিয়ে তুলিয়েছেন--
মনে হচ্ছে দৃশ্যপটে ভেসে উঠছে----বার বার পড়তে ইচ্ছে করছে

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৩

কলমের কালি শেষ বলেছেন: বেশ ভালো লাগলো ।

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য অন্তর থেকে ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

উধাও ভাবুক বলেছেন: দারুন।

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো--। উৎসাহিত হলাম
ভাল থাকবেন

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

নীল-দর্পণ বলেছেন: বাহ! ভাল লাগল বেশ :)

২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

২৮| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: চমতকার !

ভাল থাকবেন আপু ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই
ভাল থাকবেন সব সময়

২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

শায়মা বলেছেন: তুমি কি সেই আগের মত আছো???


:(


সুন্দর লেখা

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পর আপনার দেখা পেলাম
ভাল লাগলো আপনার সান্নিধ্য পেয়ে
শুভকামনা রইল

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৯

সায়েম মুন বলেছেন: ভাল লেগেছে। লিখে যান নিয়ত। :)

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেকদিন পর কথা হলো---আশা করি ভাল আছেন
শুভকামনা রইল

৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

দীপান্বিতা বলেছেন: ভাল লাগল...পড়তে পড়তে তপন সিন্‌হার “জতুগৃহ” সিনেমার শেষ দৃশ্য মনে পরে গেল...উত্তমকুমার ও অরুন্ধতী দেবীর বিচ্ছেদ দৃশ্য...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দিদি অনেক দিন পর আপনার দেখা পেলাম
আপনার লেখার প্রতীক্ষায় থাকি
ভাল থাকবেন সব সময়

৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

তুষার কাব্য বলেছেন: বাহ,,,ভালো লাগলো খুব ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার!!!
++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর

৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

তরুন ইউসুফ বলেছেন: :D অনেক ভাললাগা রেখে গেলাম

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল সব সময়ের জন্য

৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এটা তো দেখি পক্ষকাল আগের লেখা । আরো লিখুন । শুভেচ্ছা অনেক অনেক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম আপু ! লেখা আর হয়ে ওঠে নাই।
লিখবো -- ভাল থাকুন আপু

৩৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৫

মাসুম মুনাওয়ার বলেছেন: মুগ্ধ হলাম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল সব সময়

৩৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৩

এম এ কাশেম বলেছেন: দারুণ তো
খুব খুব ভাল লেগেছে।

শুভেচ্ছা নেবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

৩৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: :-B :-B :-B :-B


৭ খন্ডে এক পোস্ট ভাল লাগল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি লেখার জন্য আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

৪০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯

শায়মা বলেছেন: আর তো লিখোনি আপুনি!!!!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম আর লেখা হয়ে উঠে নাই
তবে লিখবো লিখবো করছি আপু
ভাল থাকবেন সব সময়

৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা। অনেক।

জতুগৃহ জীবন যেন!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

জমানো চিঠির ভাঁজ
সেই কবে লেখা তার কাছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর মন্তব্য পেয়ে খুশি না হয়ে থাকতে পারি -- খুবই খুশি হলাম
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

৪২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত আপু।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভবসন্ত
অনেক অনেক শুভকামনা রইল সব সময়ের জন্য

৪৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

দীপান্বিতা বলেছেন: বসন্তের শুভেচ্ছা...নতুন পোষ্ট কই!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বসন্তের শুভেচ্ছা
একটু ব্যস্ত সময় পার করছি বিধায় একটু সময় নিচ্ছি
ভাল থাকবেন দিদি

৪৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪

এম এম করিম বলেছেন: খুব খুব ভালো হয়েছে।

শুভ কামনা থাকল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
আপনার জন্যও শুভকামনা রইল

৪৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় অনেক ভালোলাগা। শুভেচ্ছা রইলো আপু।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল

৪৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

প্রেতরাজ বলেছেন: পুরো লিখাটায় একটা অসাধারন ভাল লাগা কাজ করছিল।
খুব ভাল লাগল।
এত্তোগুলো ধন্যবাদ এত সুন্দর একটা লিখা উপহার দেওয়ার জন্য।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল নিরন্তর

৪৭| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৮

উল্টা দূরবীন বলেছেন: বাহ বাহ

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল সব সময়ের জন্য

৪৮| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৩:০৭

অনন্ত৪২ বলেছেন: ভালো লাগলো

২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

৪৯| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮

শিখা আমিন বলেছেন: লেখাটি পড়ে অনুপ্রাণিত হলাম,খুব আবেগী আকুতি

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মন্তব্যটি পড়ে আমার ভীষণ ভাল লাগলো --- আরো লিখতে ইচ্ছে করছে মন খুলে -------
মন হতে অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা রইল নিরন্তর

৫০| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: নতুন লেখার খোঁজে ঢুঁ মারলাম। নেই।ব্লগে আরো নিয়মিত লিখুন আপু।শুভেচ্ছা।

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তেমন একটা সময় হয় না আপু ---- অফিস আর বাসার কাজ নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে ব্লগে আর আগের মত সময় দিতে পারি না ---তবে লিখবো -----

শুভকামনা রইল আপু

৫১| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৭

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও
শুভকামনা নিরন্তর

৫২| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভ নববর্ষ
শুভকামনা রইল

৫৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১০

আল-ইমরান(মানিক) বলেছেন: আপু, অত্যান্ত তৃপ্তি পেলাম।দোয়া করি, আপনি সুস্থ থেকে পিপাসিত মানুষের পিপাসা মেটাবেন ......

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকে অন্তর থেকে ধন্যবাদ ---
দোয়া করি আপনিও সুস্থ্য থাকুন
শুভকামনা রইল

৫৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৬

কষ্ট - ১ বলেছেন: আরো একবার কবিতাটা পড়লাম, কেন যেন এবার আরো ভাল লাগলো আপু --- আরো লিখুন

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম -- আবার পড়ার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল

৫৫| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:১৬

একজন আরমান বলেছেন:
সিকোয়েন্সগুলি ভাল্লাগছে আপু :)

০৬ ই মে, ২০১৫ সকাল ১০:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইয়া আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো
আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল নিরন্তর

৫৬| ০৯ ই মে, ২০১৫ সকাল ৮:২০

আব্দুল মান্নান মল্লিক বলেছেন: খুব ভাল লাগলো, আরও আশা করি

১১ ই মে, ২০১৫ দুপুর ১:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই
শুভকামনা রইল

৫৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কে বসে আছে হালকা নীল শাড়ী পড়ে, চোখ জোড়া ঢাকা আছে নীল ভারী চশমায়
বাতাস উড়ে যায় কাঁচা পাকা চুলে, গ্রীবা বেঁকে চেয়ে আছে দূর নীলিমায়
কেগো তুমি, বড্ড চেনা চেনা, বুকের ভেতর মোচর দিয়ে খোঁজে ভালবাসা।
হৃদয়ের অলি গলি সব খোঁজ হয়ে গেল বাকি কেবল জমানো চিঠির ভাঁজ
সেই কবে লেখা তার কাছে, সে কত কথা, কত স্মৃতি চমকে যায় মনের জানালায়-
একটু তাকালে ক্ষতি কি এতই বেশি, যদি হয় দেখা তার সাথে এই অবেলায়---!


হঠাৎ চোখ পড়ে যায় চোখে, এতো সেই নীলাঞ্জনা ! হাজারো প্রশ্ন হরহর করে বলে দেয় আকাশ
এই স্টেশনে তুমি !!! সেই তুমি নীলা !! কেমন আছ !! কোথায় যাবে তুমি এই গোধূলি বেলায় !!
বড্ড বেশি রোগা হয়ে গেছ তুমি, চুলগুলোতে পাক ধরেছে, চোখ ঢেকেছো ভারী চশমায়-
এখনো কি লেখা চলে রাত অবধি, খাওয়া দাওয়া চলেতো ঠিকঠাক! খুব অনিয়ম করতে তুমি!!

তুমি ঠিক আগের মতই আছো, এতটুকু বদলাও নাই, শীত পরেছে, গায়ে সুয়েটারটাও পর নাই !!
এভাবে কি আর জীবন চলে !! কষ্টকেও যত্ন করে রাখতে হয় বল, দেখ ! বকুলের তলা ছেয়ে গেছে ফুলে -
একটু পরেই সন্ধা নামবে, পাখিগুলো ফিরছে নীড়ে, দেখ ! সেই কত বছর পরে দেখা, এভাবে তো ভাবি নাই আমি !

একরাশ দীর্ঘশ্বাস গড়িয়ে যায় বুকে, চেয়ে দেখে সেই চোখকে, যে চোখে হাজার প্রশ্ন খেলা করে
ঘুরে বসে নীলা, কখন ট্রেন আসবে!! বড্ড বেশি দেরী করে আজকাল, মনে ভিড় করে অভিমান
এত বছর পর কেন আজ দেখা হলো, বড়ই স্বার্থপর আকাশ, তবু কেন এত টান পড়ে মনে !!
চোখের কোনে গড়িয়ে পড়ে অশ্রুধারা, তবে কি এখনো কিছু বাকী আছে এই স্বার্থপরটার জন্যে !!
গ্রীবা বাকিয়ে বলে, হ্যা আমি প্রচন্ড ভাল আছি, রাত গড়িয়ে দিন আসে, দিন আর রাতে আসে মাস- বছর
কাজের ভীরে যন্ত্রনার খোঁচায় যেভাবে ভাল থাকা যায়, তার সবটাতেই আমি আছি, শুধুই আমি একা !!


কি মারাত্নক সব রোমান্টিক কবিতা :) :) :)

এত প্রেম কবিতায় ! !

অনেক ভালো লাগলো আপনার কবিতা

কবিতায় ++++++++++++্

আজকে অনেকের কবিতা পড়ছিলাম , এখন আপনার ব্লগে কবিতা পড়লাম :)

শুভেচ্ছা কবি :) :)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নাজমূল ভাই, আপনি কবিতাটি পড়েছেন এবং ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভালো লাগলো - আন্তরিক ধন্যবাদ এবং সেইসাথে অনেক অনেক শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.