নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

নৈতিক শিক্ষা দাও হে পরিবার ! (পুঁথি)

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৭

শোনেন শোনেন অভিভাবক শোনেন দিয়া মন--

নৈতিক শিক্ষার কথা কিছু করিব বর্ণন

সন্তানদেরও কিছু সময় দেওয়া প্রয়োজন

মায়ার বন্ধন শক্ত হইবো সাথে প্রিয়জন - আরে সাথে প্রিয়জন



আরে, গল্পের ছলে হাসি দিয়া ফালান কথা কইয়া

সন্তান কইব, আপনি কইবেন সমান সমান হইয়া

আরে, ভাল মানুষ হইয়ো আগে পড়ালেখা কইরা

পরিবারের গর্ব হইয়ো মন যাইব ভইরা - আরে মন যাইব ভইরা



আরে, অন্যের পাশে তুমি থাকলে-তোমার পাশে অন্য

দেখবা তুমি শান্তি পাইবা - সবাই তোমার জন্য

আরে, অসৎ সঙ্গ ছাইরা তোমরা সৎ সঙ্গ ধইরো

আসল নকল চিনা তোমরা সুন্দর জীবন গইড়ো-আরে সুন্দর জীবন গইড়ো



আরে, নারী পুরুষ সবাই মানুষ কন ওদের সনে

খাওয়া পড়া সবই সমান বলেন খুশি মনে

আরে, সবাইরে সম্মান করা বড়ই প্রয়োজন

বইলা গেছে খাটি কথা জ্ঞানী গুণীজন -- আরে জ্ঞানী গুণীজন



আরে, দুই নম্বরী-তিন নম্বরী চিন্তা যত আছে

ঝাইরা ফালান, কাইসা দাঁড়ান সন্তান যাদের আছে

আরে, সন্তান কিন্ত নকল করে আপনার খাসিলা

কড়ায় গন্ডায় করিব যে কোন উসিলা - আরে যে কোন উসিলা



কথা কিন্তু খাঁটি কইলাম রাগ কইরেন না ভারী

এই পর্যায়ে শেষ করিলাম স্বপ্ন নীলার জারি --- আ-রে স্বপ্ন নীলার জারি





নোটঃ পুঁথি কোন দিনই লিখি নাই, কোন সংশোধন থাকলে প্লিজ বলবেন, এ্যাড করে নিব



লায়লা - ২০ এপ্রিল, ২০১৫

মন্তব্য ৭৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৯

সোহেল আহমেদ পরান বলেছেন: বাহ
অনেক ভালো লাগলো

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনভিজ্ঞ হাতে লিখে ফেললাম ---
ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

২| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৫

কলমের কালি শেষ বলেছেন: অনেক সুন্দর এবং শিক্ষনীয় । এবার নিজ গলায় রেকর্ড করে ফেলেন । :)

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো --
হুমম পুঁথি পাঠ করতে আপনাকে কিন্তু আমন্ত্রন জানাবো --রেডি থাকবেন কিন্তু :) :)
শুভকামনা নিরন্তর

৩| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পুঁথি না শুনলে কোন আরাম নাই। সো শুনানোর ব্যবস্থা করেন।

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম একদিন পুঁথিপাঠের আসর বসানো হবে ---
ভাল থাকবেন
শুভকামনা নিরন্তর

৪| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার প্রচেেষ্টা ৷

সময় নিয়ে খাানিকটা বড় করতে পারেন কিন্তু ৷

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইরে ! সেই ছোটবেলায় পুঁথি শুনেছিলাম, ভাসা ভাসা মনে আছে -- গতকাল মনে হলো পুঁথি লিখবো -- কিন্তু হবে কি হবে না এ নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম -- যাইহোক লিখে ফেললাম ---

কোন কোন বিষয় আসতে পারে বললে সুবিধা হতো
শুভকামনা রইল নিরন্তর

৫| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪১

জেন রসি বলেছেন: পুঁথি চমৎকার।

পুঁথির ম্যাসেজ ভালো লেগেছে।

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পুঁথিটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন নিরন্তর

৬| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: পুঁথি ভালো লাগল।
পারিবারিক শিক্ষার গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। ভালো কাজ।

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিকই বলেছেন, আমরা বাইরে আন্দোলন করছি কিন্তু শেকর যদি ঠিক না হয় তাহলে সব কিছুই লন্ডভন্ড হয়ে যাবে ---
শুভকামনা রইল ভাই

৭| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫১

মুহম্মদ ইফতেখার হোসেন বলেছেন: লেখার ঢং ভাল লেগেছে। শিরোনামও সমযোপযোগি। এখন ছেলে-মেয়েদের শিক্ষার বিষয়বস্তু (ছেলে এবং মেয়ে উভযের জন্যই উপযুক্ত-প্রযোজনীয় শিক্ষ) সংযুক্ত করে আরো বড় করলে ভাল একটা লেখারর মর্যাদা পেতে পারে লেখাটা।

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পরামর্শ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ
সংযুক্ত করার চেষ্টা করবো
আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

৮| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: পুঁথি ভাল লেগেছে ।পরিবার হলো প্রথম এবং শেষ শিক্ষালয় ।

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক তাই সেলিম ভাই, আমরা এখন বেশিরভাগই সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেই না বা দিতে সময় পাই না --- এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করি -----অথচ সন্তানগণ পরিবার হতে যে শিক্ষা পায় তা কখনোই ভুলে না বরং তা চর্চা করতে থাকে--
আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

৯| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৫

দৃষ্টিসীমানা বলেছেন: শিক্ষনিয় পুঁথি পাঠ করতে ভাল লাগল এবং সবাই বক্তব্য গুল অনুসরণ করুন ।
লেখকের জন্য অনেক শুভ কামনা ।

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মন্তব্য পাঠ করে আমারও ভাল লাগলো
আপনার জন্যও শুভকামনা রইল

১০| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন:
নাইস ট্রাই।

দ্বিতীয় প্যারাটা দুর্বল লাগলো। আর ফলো শব্দটা বাদ দেন। ইংরেজী শব্দ পুথিতে মানায়না। আর কিছু টাইপো আছে।

++

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ
আমি চেষ্টা করেছি কিছু পরিবর্তন আনতেে
আর টাইপো ধরতে পারছি না, যদি বলতেন তাহলে আরো ভাল হতো

আবারো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
শুভকামনা রইল

১১| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৯

সুফিয়া বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

১২| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৬

মনিরা সুলতানা বলেছেন: পারিবারিক নৈতিক শিক্ষাই আসলে শুরুর কথা সাথে সামাজিক মুল্যবোধ আর রাস্ট্রিয় আইন কানুন তো থাকছেই।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার সাথে একমত আপু
আমাদের বেশির ভাগ শিশুই পরিবার, স্কুল, সমাজ হতে তেমন ইতিবাচক মূল্যবোধ পায় না

আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

১৩| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: আগে ঝর ছিলো মনে হয় ঝড়ের যায়গায়।

খাঁটি একজায়গায় ঠিক আরেক জায়গায় ভুল। জারি শব্দটা জারী হবে হয়তো, নিজেও নিশ্চিত নই।

আবার,

আরে, গল্পের ছলে হাসি দিয়া ফালান কথা কইয়্যা
সন্তান কইব, আপনি কইবেন সমান সমান হইয়্যা
আরে, ভাল মানুষ হইয়ো আগে পড়ালেখা কইর‌্যা
পরিবারের গর্ব হইয়ো মন যাইব ভইর‌্যা - আরে মন যাইব ভইর‌্যা

কইয়া, হইয়া, কইরা, ভইরা এইভাবে লিখলেই তো হয়। অতিরিক্ত টান নিয়ে আসতেছেন মনে হইলো। যেমন "কই-রা" অনেক সরল শুনায় "কই-র‍্যা"" এর চেয়ে। পুথি তো সরল জিনিস। আমার কাছে এই শব্দগুলোর জন্য এই প্যারাটা ভ্যাঙ্গানোর মতই লাগলো। র‍্যা মানে তো "রেএএএ" টাইপের অতিরিক্ত টান সম্পন্ন কিছু। আমি জানিনা অবশ্য। মনে হইলো, তাই কইলাম।

এই আরকি।

:)

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি পুঁথিতে অনেক সহযোগিতা করেছেন, জারি শব্দটা ঠিক আছে চেক করেছি----
খুবই ইচ্ছা ছিল পুঁথি লিখবো, কিন্তু লিখতে যেয়ে দেখলাম সহজ কথা লিখা যায় না সহজে --- আমার কাছে খুউব কঠিন লাগছে ---

আমাদের মানিকগঞ্জে খাইয়্যা, যাইয়্যা, কইর‌্যা এমন করে কথা বলে বিধায় আমি লিখেছিলাম ---হুমম আপনার কথাটা ঠিক, সুর করে পড়ার সময় একটু খটকাই লাগছে বলে মনে হলো --- এডিড করে দিব

অন্তর থেকে ধন্যবাদ

১৪| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুমন দা, কাঁচা হাতের পুঁথি লেখা--
ভালো লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো
শুভকামনা রইল

১৫| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: ঝর টা খুজে পাচ্ছিনা। চেঞ্জ করছেন?

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি যখন বলেছিলেন যে ২য় প্যারাটা বেশ দুর্বল লাগছে, তখন হতেই চিন্তা করছিলাম এর পরিবর্তে কি লিখা যায় যা নৈতিক শিক্ষার সাথে সম্পর্কীত -------- ব্যাস ডিলিট করে ফেললাম ২য় প্যারা, যোগ হয়ে গেল তার পরিবর্তে আরো কিছু কথাসহ আরো একটি প্যারা !!!!!

যাইহোক লিখতে লিখতে শিখছি -- ভাবতে মন্দ লাগছে না !!!

ভাল থাকবেন নিরন্তর

১৬| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

হাসান মাহবুব বলেছেন: ভালো প্রচেষ্টা। শুভকামনা রইলো।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হাসান ভাই, লিখে ফেললাম পুঁথি !!!!
শুভকামনা রইল সব সময়ের জন্য

১৭| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ হইসে।+++

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই ভাল লাগলো --
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

১৮| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৬

ময়না বঙ্গাল বলেছেন: শুভ কর্ম পথে
ধর নির্ভয় গান ।
সব দূর্বল, সংশয়
হোক অবসান ।

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনিতো দারুন লিখেন !!! খুবই ভাল লাগলো
আমার পোস্টপাড়াতে আপনাকে স্বাগতম
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা

১৯| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১২

আমিনুর রহমান বলেছেন:



আগেই পড়েছি ! ফেসবুকে।

চমৎকার হয়েছে আপু।


আরে, নারী পুরুষ সবাই মানুষ কন ওদের সনে
খাওয়া পড়া সবই সমান বলেন খুশি মনে, আরে বলেন খুশি মনে
আরে, সবাইরে সম্মান করা বড়ই প্রয়োজন
বইলা গেছে খাটি কথা জ্ঞানী গুণীজন -- আরে জ্ঞানী গুণীজন

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আমিনুর ভাই
শুভকামনা রইল

২০| ২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: দারুণ পুঁথি কাহিনী। ধন্যবাদ

২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দাদা, পুঁথিটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

২১| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০

রোদেলা বলেছেন: দূর্দান্ত হইসে।

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধন্যবাদ আপু
শুভকামনা রইল

২২| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৬

পার্থ তালুকদার বলেছেন: পুঁথি গান !!

চমৎকার লাগলো।

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম পুঁথি গান
পুঁথিটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল নিরন্তর

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪২

নক্ষত্রচারী বলেছেন: পুঁথির সকল বৈশিষ্ট্য বজায় রেখেছেন ।
ভালো লাগলো পড়ে ।

শুভকামনা ।

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চেষ্টা করেছি ভাইয়া
সেই ছোটবেলায় পুঁথি শুনেছিলাম, এখন তেমন একটা মনেও নেই, কিন্তু হঠাৎ মনে হলো লিখে ফেলি একটা পূঁথি, ভাবনা হতেই লিখা

ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৭

তুষার কাব্য বলেছেন: অনেকদিন পর পুঁথি পাঠ করলাম। চমৎকার লাগলো আপু।

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পূঁথিটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল নিরন্তর

২৫| ২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১

নষ্ট অতীত বলেছেন: বাহ্, চমতকার লিখেছেন। খুব ভালো লাগলো :)

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পূঁথিটি ভাল লেগেছে জেনে আমারও ভীষণ ভাল লাগলো
ভাল থাকবেন সব সময়

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

শায়মা বলেছেন: এই পুঁথি প্রিয়তে রাখলাম !! আমার দরকার আছে।:)

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু ! কাঁচা হাতে পূঁথি লিখেছি --- মনের কোনে শুধু ভয় ছিল পোস্টটা দিব কি দিব না !! শেষ পর্যন্ত ভয়কে জয় করেই পোস্টটা সামুতে দিয়ে দিলাম

ভাল থেক আপুনি

২৭| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৮

কষ্ট - ১ বলেছেন: দারুন ---দারুন -- সরাসরি প্রিয়তে নিয়ে গেলাম আপু !!

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পুঁথিটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

২৮| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৯

ভাবুক বিড়াল বলেছেন: অতি উত্তম পুঁথি, ভালু লেগেচে

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

২৯| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এখনকার অভিভাবকদের নৈতিকতা শিক্ষা দেবার এতো সময় নেই । ভালো লিখেছেন ।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিকই বলেছেন ভাইয়া, অভিভাবকগণ আজকাল সন্তানদের ভাল রেজাল্টের পিছনে ছুটে --- তাদের এত সময় কোথায় --- !!! ঠিক এ কারণেই ছেলেমেয়েরা বড় হয়ে যা করার তাই করে -- বেশির ভাগই বিবেকহীন হয়ে সমাজের বারটা বাজায়

আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল

৩০| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাহ, দারুণ!

রেকর্ড করে ইউটিউবে দিতে পারেন, এরকম জিনিস ইউটিউবে নাই খুব সম্ভব।

০৮ ই মে, ২০১৫ রাত ৯:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ দাদা ---
ভয়ে ভয়ে লিখলাম, দাদা ভাল লেগেছে জেনে খুশি হলাম
শুভকামনা রইল

৩১| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

এফ.কে আশিক বলেছেন: অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম অসাধারণ আপু.....

০৮ ই মে, ২০১৫ রাত ৯:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম খুব খুশি হলাম ভাই
শুভকামনা নিরন্তর

৩২| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

আহলান বলেছেন: খুব সুন্দর .... পুরুষ নারী কি আসলেই সমান দুনিয়ায় ...

সমান নয় ... সমান নয় ..... সমান নয় .....

০৮ ই মে, ২০১৫ রাত ৯:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আসলে আমি বোঝাতে চেয়েছি সকলের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত করতে ---
শুভকামনা রইল

৩৩| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:২৮

টুম্পা মনি বলেছেন: হাহাহা চমৎকার!!! আপু!!!!!!!

০৮ ই মে, ২০১৫ রাত ৯:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই খুশি লাগছেরে আপু ---
ভাল থেক আপুমনি সব সময় -------

৩৪| ১১ ই মে, ২০১৫ দুপুর ১২:৫০

শোভ বলেছেন: পুথি রানীর পুথি পড়ে খুব ভালো লাগলো ...।

১১ ই মে, ২০১৫ দুপুর ১:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হা হা হা --- আপনার মন্তব্যটিও আমার ভাল লাগলো
শুভকামনা রইল

৩৫| ০১ লা জুন, ২০১৫ সকাল ১১:৫০

দীপান্বিতা বলেছেন: দারুন হয়েছে! !:#P

১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ও দিদি ! আন্তরিক ধন্যবাদ
অনেক অনেক শুভকামনা রইল

৩৬| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৭

উর্বি বলেছেন: ও কি বলব কি বলব ভাই
অসাধারন পুঁথি
ও কি বলব কি বলব ভাই....
.......
অনেক অনেক সুন্দর হইসে :D

১৬ ই জুন, ২০১৫ দুপুর ১২:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে সত্যিই ভীষণ ভাল লাগলো ---
শুভকামনা রইল

৩৭| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৩

মশিকুর বলেছেন:

পুঁথি সুন্দর হয়েছে; বিষয়বস্তুও ভাল :)

শুভকামনা।।

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, শুভকামনা রইল

৩৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

আহমেদ জী এস বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা ,



পুঁথি কোন দিনই লিখি নাই,

লেখেন নি তো কি হয়েছে ? আপনি কি জানেন এই সমাজের কাঁচের ঘরে থেকেও আপনি বটগাছের নীচে বসে এক সময়ের সুর করে পড়া পুঁথির মতোই অনবদ্য একটি পুঁথি লিখে ফেলেছেন ?

থাম্বস আপ ।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উৎসাহ দেয়ার জন্য অন্তর হতে ধন্যবাদ জানাচ্ছি ----- লিখতে একটু একটু ভরসা পাচ্ছি ------ শুভকামনা রইল

৩৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫২

shorifulbonoful বলেছেন: আমরা তো গ্রামের মানুষ। এই পুঁথি আমাদের প্রাণ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম পুঁথি আমারও ভীষণ ভাল লাগে --- তেমন লিখতে পারি না, শুধু একটু চেষ্টা করেছি মাত্র -------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.