নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির আকাশ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

কষ্ট বাজে মনে
স্মৃতির ভীড়ের মাঝে
বড্ড বেশি মনে পড়ে তোমায়
আজ আমার মন ভাল নেই শুভংকর !
শরীরে নেমেছে ক্লান্তির মেঘ, মনে জমেছে শংকা
কি করে ভাল থাকি তোমায় ছাড়া, দূরে নেমেছে সন্ধা
আকাশের সব তারা গিয়েছে নিভে, জোনাকীরাও গেল ঘুমিয়ে
ঘুম আসে না ছাই দুচোখে আমার, মনের আকাশে ভাসে হাজারো স্মৃতি
আমার কি আর ভাল থাকার সময় আছে শুভংকর ! বড্ড বেশি ক্লান্ত আজকাল !!!

সেই কবেকার কথা
এখনো মনে পড়ে স্পষ্ট
তখন ছিল বিকেলের যৌবন
আকাশ আর সবুজের চলছিল মিতালি
তুমি ছিলে যেন মেঘের কাছাকাছি দাঁড়িয়ে
আমি ছিলাম বকুলের তলে, গাথছিলাম মালা একমনে
“ও মেয়ে ! কোনসে বাড়ির কন্যাগো তুমি, কোনসে গ্রামে বাস
কার লাগিয়া গাঁথ মালা - ভর বিকেলে হৃদয় টেনে করছো সর্বনাস”
আমি শুনছিলাম কথামালা, যার কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল আকাশের দেয়ালে
আমার চুলে বাতাসের কাঁপন, কন্ঠে মৃদু প্রতিবাদ, তুমি চলে এলে বকুলের ছায়ায়
কত কথা ছাই মনেও থাকে না, বড্ড বেশি ভুলে যাই আজকাল, দূরে নামবে সন্ধা এখনি !!!!

কাজ আর কাজ
মনের কিইবা দোষ বল
ক্লান্তি ভর করেছে চোখের কোনে
তুমি তো বেশ আছ, সেইযে দূর অজানায়
খুব বেশি স্বার্থপর নও কি তুমি! নাকি ভুলনি আমায়
আমি আছি কাজকে সাথী করে, ভুলে থাকি সব বেদনা
কাজ শেষে ঘরে ফিরি, ক্লান্ত দেহে খুলি পুরানো চিঠির ভাজ
চিঠি পড়ি জোনাকীদের আলোয়, যখন আকাশে নামে ঘন অন্ধকার
স্মৃতির ভাজে কত কথা আছে, গল্পের আসরে বলি বাতাসের কানে কানে
চোখ গড়িয়ে পড়ছে ঝর্ণা, মনটাতে ভর করছে নীল কষ্ট, যাই দক্ষিণের জানালায়
বাতাস আমায় কষ্ট ভোলায়, কাজ আমার দুঃখ ভোলায়, স্মৃতিরা আমায় আশা জাগায়
ক্লান্ত মনেও ভাল আছি শুভংকর, তারাদের আলো নিভে গেলেও জোনাকীদের ভীরে ‘বেশ আছি’ !!!

লায়লা - ২৭ ফেব্রুয়ারী,২০১৬

মন্তব্য ৯০ টি রেটিং +২১/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

মহা সমন্বয় বলেছেন: ঠিক যেন মিশরের পিরামিড।

অদ্ভুত ভাললাগার কবিতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম, শুভকামনা রইল

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: ট্রিপল পিরামিড কবিতা! জোস!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ হাসান ভাই। ভাল থাকুন নিরন্তর

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: বয়স যত বারছে, ভালবাসাটা ততকমছে। কমছেনা শুধু মা বাবার ভাই বোনদের ভালবাসা। যার জন্য অপেক্ষ করছি, তাকে পাবনা জেনেও অপেক্ষা করছি। অপেক্ষার সাথে সাথে ভালবাসাটা কমছে। নিজের অনিচ্ছা সত্যেও।ভাল থাকুন যোগ যোগ,।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম, তবে ভালবাসার মানুষটিকে মন থেকে মুছে দেয়া যায় না -- এটাই সত্যি, মানুষ চায় এক আর হয় আর এক -- এখানে জীবনের কষ্টের পর্ব ---
ঠিক বলেছেন, ভাই বোন মা বাবার জন্য ভালবাসা কমে না --- বরং বাড়তে থাকে দিন দিন ----
শুভকামনা রইল নিরন্তর

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

মৃদুল শ্রাবন বলেছেন: খুবই সুন্দর। কবিতা এবং বিন্যাস দুটোই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শুভকামনা রইল

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেকদিন পরে আপু......ব্লগে আর সাথে দূর্দান্ত তিনটি কবিতা! :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু ! অনেক দিন পরেই ব্লগে এলাম, কবিতা ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম
অন্তর হতে ভালবাসা জানিয়ে গেলামগো আপু

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

লাবনী আক্তার বলেছেন: আহা! আপা দারুন কবিতা লিখেছেন। একদম মুগ্ধ হয়ে পড়েছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু আপনার মন্তব্যে খুশি হলাম, একরাশ শুভকামনা রইল

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

কষ্ট - ১ বলেছেন: দারুন কবিতা --- ভাললাগা রেখে গেলাম কবিতায়

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার স্টাইল।
কবিতায়+++++++++++++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ --- শুভকামনা রইল

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

সুমন কর বলেছেন: একদিনে কি এতো সুন্দর কবিতা লেখা সম্ভব? সাজসজ্বা আর কাহিনীতে ভরপুর।

কবিতা দেখতে এবং পড়তে বেশ লেগেছে। অনেক দিন পর পোস্ট দিলেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হ্যা অনেক দিন পরে পোস্ট দিলাম, কবিতা ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো --- আজ সকালে নীচের দু’প্যারা লিখেছি --- হুমম চেষ্টা করলেই এর চেয়ে ভাল কবিতাও একদিনে লিখা যায় দাদা !! চাই শুধু মনের সহযোগিতা - কারণ মনে তো আর সব সময় কবিতার কথামালা আসে না --------

শুভকামনা রইল নিরন্তর --

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

সোজোন বাদিয়া বলেছেন: চমৎকার, লিখে যান।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ভাল থাকবেন সব সময়

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

কালের সময় বলেছেন: কবিতায় +++++++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, আশা করি ভাল আছেন
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: পিরামিড কবিতা বেশ জনপ্রিয় হচ্ছে মনে হচ্ছে।
এটা লেখা নিঃসন্দেহে খুব কঠিন।
ভালো লেগেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সহজ করে পিরামিড আকারে লিখতে চেষ্টা করেছি, ভাল লেগেছে জেনে ভাল লাগলো
শুভকামনা রইল নিরন্তর

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কবিতার শরীরজুড়ে প্রেম, গল্প।
অনেক অনেক ভালো লাগল আপু। +

অনেকদিন পর। কেমন আছেন?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম অনেক দিনে পরে এলাম, ভাল আছি -- আশা করি আপনিও ভাল আছেন -- আপনার কবিতা পড়ে আমি শুধুই মুগ্ধ হই ---

আমার লেখা কবিতাটি ভাল লেগেছে জেনে ভাল লাগছে
শুভকামনা রইল কবি

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

আরজু পনি বলেছেন:
ওয়াও !
কী দারুণ ! কী দারুণ !

পড়বো কি দেখতেই তো চোখ জুড়িয়ে যাচ্ছে...
আমি যেনো মিশরে এসে গেছি ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু আপনার মন্তব্য পেয়েই আমার খুশি লাগছে, অনেক অনেক ধন্যবাদ আপু, অন্তর হতে শুভকামনা রইল

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো -- ভাল থাকবেন সব সময়

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

উল্টা দূরবীন বলেছেন: দারুণ। খুব ভালো লাগলো।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে জেনে ভাল লাগলো - শুভকামনা রইল

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

জ্যোস্নার ফুল বলেছেন: লেখার প্যাটার্ন টা দারুন।
১ম পিরামিড ২য় পিরামিড ৩য় পিরামিড

লেখাটা অসাধারণ হয়েছে, শুভঙ্কর কে তীরস্কারবাদ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মন্তব্যে আমি খুশি হলাম, আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

১৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

এম.এ.জি তালুকদার বলেছেন: ধন্যবাদ!!???।।।।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত প্রশ্নবোধক চিহ্ন কেন !!!!!!!!!! হুমমম ধন্যবাদ সাদরে গ্রহন করলাম ----- শুভকামনা রইল

১৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বাহ! কবিতাটা দেখতেও সুন্দর, শুনতেও ভাল।

অনেক ভাল থাকবেন।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

২০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

জুন বলেছেন: অনেকদিন পর আপনাকে আর আপনার কবিতাকে ভালোলাগলো লাইলী আরজুমান আরা :)
+

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জুন আপু মানেই আমার ভাল লাগা --- আর জুন আপু আমার ব্লগ বাড়িতে এসেছে !! আমি ভীষণ খুশি --- হাজারো শুভকামনা আপু

২১| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৭

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ ! কি সুন্দর করে সাজিয়েছেন শব্দগুলো ! অসাধারণ !! আপনি ভীষণ সৌখিন মনের মানুষ সে আপনার থরে থরে সাজানো শব্দমালা দেখেই বোঝা যায় । আর দারুণ সুন্দর করে অনুভূতি গুলো প্রকাশ করেছেন । অনেক অনেক ভালো লাগা রইল সুন্দর কবিতায় । :)

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি এত সুন্দর করে মন্তব্য করেছেন যে আপনার পুরো মন্তব্যটিই যেন একটা পোস্ট আমার কাছে --- আমার কাছে আপনার মন্তব্য একটা উপহার --- অনেক অনেক শুভকামনা রইল

২২| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ধাঁচের কবিতা । বেশ ভাল লাগলো ।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

২৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতা। মুগ্ধ হলাম।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মন্তব্যে আমিও মুগ্ধ হলাম -- ভাল থাকবেন সব সময়

২৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: সিঁড়ি ভাঙা কবিতা ভাল লাগল। ধন্যবাদ

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো ------ ভাল থাকবেন সব সময়

২৫| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:১৩

সায়েম মুন বলেছেন: কবিতার ফরম্যাটটা দারুন। কবিতায় ভাললাগা রইলো।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো সায়েম ভাই, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, শুভকামনা নিরন্তর

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

শায়মা বলেছেন: বাহ আপুনি!

আবৃতি করে তোমাকেই শুনাবো !:)

০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু ! অনেকদিন পর আপনার দেখা পেলাম, আশা করি ভাল আছেন ----- অন্তর হতে শুভকামনা

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭

শায়মা বলেছেন: হুম এখন ভালো আছি তবে একটু খারাপও ছিলাম। তোমার কবিতা পড়ে আর মুগ্ধ হয়ে আরও ভালো লাগছে আপুনিমনি!:)

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুমনিরে !!!! তোমার দেখা পেয়ে ভীষণ শান্তি লাগছে --- তোমার মন ও শরীর সব সময় ভাল থাক এই দোয়া করি --- অনেক অনেক শুভকামনা রইল

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: পিরামিড কবিতা। অসাধারণ!!

অনেক দিন পর আপনার লেখা। নিয়মিত হবেন আশাকরি।
শুভকামনা।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম একটু লেখার চেষ্টা করলাম এই আর কি !!! হুমম নিয়মিত হতে চেষ্টা করবো দাদা --- অনেক অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা

২৯| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



কবিতার ভাস্কর্যটা দারুণ।

কেমন আছেন ?

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই। হুমম ভাল থাকার চেষ্টা করছি নিরন্তর -- আশা করি আপনি ভাল আছেন --- ভাল থাকুন, সুস্থ থাকুন এবং সেইসাথে নিরাপদে থাকুন -------------

৩০| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫

গেম চেঞ্জার বলেছেন: স্মৃতির কাব্য মনে দারুণ প্রভাব বিস্তার করেছে। সাথে শব্দের কারিকুরি করেছেন খুব সুন্দর।

১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, শুভকামনা রইল সব সময়ের জন্য

৩১| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

নাজমুস সাকিব রহমান বলেছেন: 'বড্ড বেশি ভুলে যাই আজকাল, দূরে নামবে সন্ধ্যা এখনি'

শুভেচ্ছা নেবেন।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ, শুভকামনা রইল নিরন্তর

৩২| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লাগলো। ধন্যবাদ আপু

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুশি হলাম কবি -- আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা -- শুভকামনা নিবেন -

৩৩| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:১৪

আরাফআহনাফ বলেছেন: খুবই সুন্দর বিশেষ করে
"আকাশ আর সবুজের চলছিল মিতালি
তুমি ছিলে যেন মেঘের কাছাকাছি দাঁড়িয়ে
আমি ছিলাম বকুলের তলে, গাথছিলাম মালা একমনে
“ও মেয়ে ! কোনসে বাড়ির কন্যাগো তুমি, কোনসে গ্রামে বাস
কার লাগিয়া গাঁথ মালা - ভর বিকেলে হৃদয় টেনে করছো সর্বনাস”"

দারুন!

ভালো থাকুন সবসময়।

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনি এতটাই সুন্দর করে মন্তব্য করেছেন যে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম -- অন্তর হতে রাশি রাশি ধন্যবাদ, ভাল থাকুন সব সময় -------

৩৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২২

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার কবিতাতো আমার ভীষণ ভাল লাগে --- আমার কবিতাটি ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো------
শুভকামনা নিরন্তর

৩৫| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫১

বিজন রয় বলেছেন: কেমন আছেন আপা।
নতুন লেখা দিন।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম ভাল আছিরে ভাই, একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি, সময় করে ঠিকই লেখাসহ হাজির হব -- অনেক অনেক শুভকামনা রইল

৩৬| ১১ ই মে, ২০১৬ রাত ১০:৩৪

আনু মোল্লাহ বলেছেন: দূর্দান্ত কবিতাগুলো হৃদয় ছুঁয়ে গেল।
মুগ্ধতা জানবেন প্রিয় কবি। :)

১৪ ই মে, ২০১৬ রাত ৯:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা --- শুভকামনা রইল নিরন্তর

৩৭| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার স্টাইল দেখতে পড়তে দুদিক দিয়েই ভাল লাগল ।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই, ভাল থাকুন সব সময়

৩৮| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপা , ভাল লিখেছেন।
ভাল থাকুন

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মন্তব্যে খুশি হলাম, ভাল থাকবেন সব সময় ----

৩৯| ১৩ ই জুন, ২০১৬ সকাল ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: আকাশের সব তারা গিয়েছে নিভে, জোনাকীরাও গেল ঘুমিয়ে
ঘুম আসে না ছাই দুচোখে আমার, মনের আকাশে ভাসে হাজারো স্মৃতি
- কবিদের চেনা দৃশ্য।

চিঠি পড়ি জোনাকীদের আলোয়, যখন আকাশে নামে ঘন অন্ধকার
স্মৃতির ভাজে কত কথা আছে, গল্পের আসরে বলি বাতাসের কানে কানে
- সুন্দর অভিব্যক্তি, ভালো লেগেছে।
শিরোনামটাও সুন্দর।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম, আন্তরিক শুভকামনা রইল

৪০| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল থাকুন সব সময়

৪১| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১২

মানবী বলেছেন: এমন শ্রমসাধ্য কবিতা এই প্রথম পড়া হলো! বাক্যের বিন্যাস খুব সুন্দর!
সনেট সম্পর্কে জানা ছিলো, এমন বিন্যাসকে কি বলা হয় জানা নেই!
এর যদি নাম না থাকে তাহলে এর নাম নাম হবে লায়লা বিন্যাস :-)


"চিঠি পড়ি জোনাকীদের আলোয়, যখন আকাশে নামে ঘন অন্ধকার
স্মৃতির ভাজে কত কথা আছে, গল্পের আসরে বলি বাতাসের কানে কানে"
- মন ছুঁয়ে গেছে!
সুন্দর কবিতার জন্য আন্তরিক ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা!
অনেক ভালো থাকুন।

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হা হা হা লায়লা বিন্যাস !!!!!!! আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুবই ভাল লাগলো -- কবিতাটি পছন্দ হয়েছে জেনে আরো ভালো লাগছে --
অনেক অনেক শুভকামনা রইল আপু --

৪২| ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

দীপান্বিতা বলেছেন: ভাল লাগল :)

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ দিদি -- শুভকামনা রইল

৪৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

এম এ কাশেম বলেছেন: বাহ , বেশ সুন্দর।

শুভেচ্ছা জানবেন কবি।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো -- নিরন্তর শুভকামনা রইল

৪৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক সময় দিয়ে লিখেছেন।

দিন থেমে থাকে না, অবুঝ মন বুঝতে চায়।

আপনার জন্য মঙ্গল কামনা।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম ভাই, অনেক সময় দিয়েই লিখেছিলাম, আপনার সুন্দর ও গঠণমূলক মন্তব্য পেয়ে আমার ভীষণ ভাল লাগলো--- শুভকামনা নিরন্তর

৪৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

বলেছেন: পিরামিড কবিতা---------------------




পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্যে কিন্তু টাকা লাগে না। বিনামুল্যে পাওয়া যায়। যেমন জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালবাসা

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম-- আপনার সাথে আমি একমত যে জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালবাসা এগুলো দেখতে এবং এগুলোর অবদান অনুভব করতে কখনো টাকা লাগে না ---অসাধারণ মন্তব্য করেছেন আপনি---অনেক অনেক শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.