নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

দুর্বৃত্ত্বের উল্লাস

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৯

বাতাসে আজ রক্তের গন্ধ
রোহিঙ্গা পাড়ায় চলছে সুচি বাহিনীর তান্ডব
জ্বলছে বাড়ি, পুড়ছে মন, মারছে মানুষ
মানুষের আর্ত চিৎকারে প্রতিধ্বনিত হচ্ছে জনপদ
’আমাদের হত্যা করো না, আমাদের প্রতি সদয় হও
আমরা ভিটে মাটি ছেড়ে চলে যাব চিরতরে
চলে যাব দূরের কোন দেশে, যে দেশে মানুষ মানুষকে ভালবাসে
আমরা বলবো না তোমাদের অত্যাচারের কথা, প্রাণে মের না আমায়”
বাতাস কাঁদে, গাছ কাঁদে, বাড়ির পশুপাখি কাঁদে, শুধু কাঁদে না কিছু হায়েনা মানুষ
গ্রামের পর গ্রাম জ্বলছে, আগুনের লেলিহান শিখায় তপ্ত হচ্ছে আকাশ
বাতাসে আজ লাশের গন্ধ, রোহিঙ্গা পাড়ায় চলছে মানুষ মারার উৎসব।

রহিমার শাড়ির আঁচল খামছে ধরে দুর্বৃত্ব
রহিমার দেহ করেছে ছিন্নভিন্ন, দূরে চলছে দুর্বৃত্ত্বের উল্লাস
বাতাসে আজ মানুষ পোড়ার গন্ধ, নিজ ভূমে মানুষ আজ পরবাস।

নয় বছরের শিশু দেখে মায়ের ধর্ষণ, বাবাকে হত্যা করার বীভৎস্য দৃশ্য
আতংকিত শিশু দৌড়ে পালায়, পিছন ফিরে দেখে ফেলে আসা বাড়ি, মা বাবার দেহ
চিৎকার ধ্বনিত হয় আকাশে বাতাসে, চোখের পানি গড়িয়ে পড়ে চোয়ালে, আজ সে এতিম এই দুনিয়ায়
কুকুরের ঘেউ ঘেউ শব্দে থমকে দাঁড়ায়, হায়েনার হাতে দেখে রাম দা
কচি পায়ে জোরসে দৌড়, মিশে যায় মানুষের ভিড়ে, যারা চলেছে নামহীন কোন গন্তব্যে।

লায়লা, ২২ সেপ্টেম্বর,২০১৭

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
মনবতার জয় হোক !!!

কবিতা ভাল হয়েছে, আপা।


৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি -- আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভাল লাগলো -- ভাল থাকবেন সব সময়

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: কবিতার কথা বল্লে মনে হয় কথাগুলো যেন কোথা থেকে এসেছে। কথাগুলোর শিকড় যেন রুদ্র মুহাম্মদ শহীদুল্লার "বাতাসে লাশের গন্ধ' কবিতায়।

যাই হোক,
নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে লিখেছেন- ভাল লাগলো।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ -------
কবিতা লিখার সময় আমার মনে অন্য কোন কবিতার কথা মনেই হয়নি ভাই -- যে হারে রোহিঙ্গা নিধন হচ্ছে -- মনে হচ্ছে এক পাশে মানবতা আর অন্য পাশে বর্বরতা ---
অনেক অনেক শুভকামনা রইল

৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩

রাসেল উদ্দীন বলেছেন: রোহিঙ্গা ইস্যুতে এমন প্রতিবাদী লেখার বড়ই অভাব! আপনার লেখনী স্বার্থক হোক!

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মানুষ মানুষের পাশে দাড়াক ----- মানবতার জয় হোক ভাই, আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭

আশরাফুল এষ বলেছেন: মানবতার জয় হোক

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তাই যেন হয় ভাই, মানবতার জয় হোক ------ শুভকামনা সব সময়ের জন্য

৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

তারেক ফাহিম বলেছেন: কবিতার ভাষা ভালো লেগেছে, প্রতিবাদী প্রতিটি কবিতার চরন।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার সুন্দর মতামত আমাকে সত্যিই উৎসাহিত করেছে। শুভকামনা রইল ভাই ---

৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

এফ.কে আশিক বলেছেন: ভালো লিখেছেন... +++
মানবতার জয় হোক...

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই, মানবতার জয় হোক -----
ভাল থাকবেন সব সময়

৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

অনেক দিন পর, কেমন আছেন?

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জী দাদা, অনেকদিন পর এলাম, ভাল আছি ভাই, আশা করি আপনিও ভাল আছেন, অনেক অনেক ভাল থাকবেন প্রিয় কবি------

৮| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কেমন আছেন?

কবিতা ভালো লাগছে।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল আছি ভাই, আশা করি আপনিও ভাল আছেন ------- শুভকামনা নিরন্তর

৯| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৮

মনিরুল ইসলাম বাবু বলেছেন: প্রতিবাদী কবিতা ভালো লেগেছে।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই, শুভকামনা রইল সব সময়

১০| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২০

বিজন রয় বলেছেন: আপা কেমন আছেন?

আপনার খবর কি একটু বলবেন? ব্লগে যে মোটেু আসেন না।

২০১৭ তে মাত্র একটি পোস্ট দিয়েছেন, ২০১৮ চলে গেল প্রায়।

নিয়মিত হবেন আশারাখি।
অনেক অনেক শুভকামনা।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দাদারে!!!!! সময়ই পাইনা মোটেও। তাই ব্লগে ঢু দেয়া হয় না। আপনার মন্তব্য দেখে খুবই খুশি লাগছে। অনেক অনেক শুভকামনা রইল

১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:

দারুন লিখেছেন । আজ মানবতা হারিয়ে যেতে বসেছে । বইয়ের পাতা জায়গা হবে । আশা রাখি মানবতার জয় হবে ।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মন হতে অনেকগুলো ধন্যবাদ। হুমম মানবতা আজ ডুকরে কাঁদছে। আমাদেরকেই প্রতিবাদ করতে হবে অশুভ শক্তির বিরুদ্ধে।
ভাল থাকেন সব সময়

১২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। কবিতায় প্লাস + +

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে জেনে আমারও ভীষণ ভাল লাগলো--- শুভকামনা নিরন্তর ভাই

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

নজসু বলেছেন:




নির্যাতিতের চোখের বাঁধ ভাঙ্গা জলে
দুর্বৃত্ত্বের উল্লাস একটুকু ম্লান হয়নি।

দুর্বৃত্ত্বের পশুত্ব জেগে উঠলে পাষাণ দানবে পরিণত হয়।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ মন্তব্য করেছেন----- এই দানবের অবসান হোক--
শুভকামনা রইল সব সময়

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

বলেছেন: সুন্দর কবি

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল--------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.