নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love my country
মিষ্টি কুমড়ো ফুলে ভরে গিয়েছে মাচাটা
মা কুমড়ো ফুল ছুঁয়ে আদর করে আর আনমনে হাসে
কুমড়ো ফুলের বড়া হলি আর কোন কথা নেই পাগলের
এক থাল ভাত সাবাড় করে দেয়, মায়ের হাসিতে স্নেহ ঝরে
টুনটুনি পাখি উদাস হাওয়ায় কুমড়ো ফুলে দোল খায়
দামাল বাতাসেরা মায়ের আঁচলে করে নাচানাচি
দূরে যেন ভেসে ওঠে বেটার মুখ, আহা কত দিন দেহি নাই।
:
আকাশরে ! বেটা আমার ! আজ আমার মন ভাল নেই
আয় বেটা বুকে আয়। কত্ত পড়ালেহা তোর। মার কথা একটু মনে নাই !
মা হাসফাস করে। কখন আইবো জানের বাপ-কাল কইছিল কতা কিসব যন্তে--
বেটা কয়, ওমা মারে ! এইতো আর দিন সাতেক পরে, তোর সাতে দেহা করুম- কত্ত শান্তি দিলে
আহা কি শান্তি, কি শান্তি !! বেটা আমার কত্ত পড়ালেহা করে, মস্ত অফিসার দেহে দুই চোহে, যাই চাল কুটি, পিঠা বানানোর তরে
:
ঢেকির শব্দে চাল গুড়িয়ে বেলা যায়, ক্লান্ত পাখিরা ফিরে যায় নীড়ে
আগুনের আঁচে পিঠা ফুলে ওঠে, মায়ের চোখে শান্তি নামে দিগন্তে
পিঠে ব্যাগ নিয়ে এই তো বেটা আসলো বলে, ওরে তোরা দেখ ঐ পথে
মায়ের ছুটোছুটিতে যেন বিয়ে বাড়ির সাজ, মেঠো পথে কোলাহল ভেসে আসে !
:
তোমরা ফিসফাস কি কও। বেটা কি আইছে , ক্যান আমারে কও নাই --
সাদা কাপড়ে ঢাহা ওইড্যা কেডা, কও কও পিঠাডা আমার হাড়িতে ভরা
বেটার বন্ধু তোমরা ! আমার বাজান কই, কতা কও বাজান তোমরা !!
বন্ধুরা মাকে জড়িয়ে ধরে, মারে আমাদের ক্ষমা কর, আমরা বড় অসহায়
মার মাথায় আজ আকাশ ভাঙ্গার দিন, নারে পাগল, ওরে কলিজার ধন
একি করলিরে বাচা, ওরে আমার কাঁচা, ওরে আমার ধন
আমারে দিলি ফাঁকি, ওরে হৃদয়ের মনি, ভাইঙ্গা গেল আমার মন
কেন দিলাম যাইতে বড় ইস্কুলেতে ওরে সব্বনেসে
মানিকরে আমার কাইড়া নিলি, করলি আমার কোল খালি ।
:
লায়লা
৭ অক্টোবর, ২০১৯
১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মায়ের অন্তরের সবটুকু জায়গা দখল করে থাকে তার সন্তানেরা। সন্তানের কিছু হলে তাইতো তার হৃদয় ভেঙ্গে যায়।
শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যেয়ে কোন সন্তান যেন আর লাশ হয়ে না ফিরে। তারা যেন সুস্থ্য শরীরে পড়ালেখা শেষ করে বাড়িতে মা-বাবার কোলে আসে এই হোক আমাদের প্রত্যাশা
শুভকামনা নিরন্তর।
২| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন:
৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল
৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
ফয়সাল রকি বলেছেন: ছুঁয়ে যায়।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা সব সময়ের জন্য
৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৩
নার্গিস জামান বলেছেন: খুব ভালো
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: রাশি রাশি ধন্যবাদ ও শুভকামনা
৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৭
ইসিয়াক বলেছেন: খুবই সুন্দর লাগলো।।
মুগ্ধতায় ছুয়ে গেল মন।।
সুপ্রভাত
১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। শুভকামনা রইল নিরন্তর
৭| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
নেক্সাস বলেছেন: অসাধারণ কবিতা বুবু। অনেকদিন পরে বেশ মন লাগিয়ে কবিতা পড়লাম
১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার কবিতা আমার কাছে অতি উচ্চমানের। আমি মন ভরে আপনার কবিতা পাঠ করি। তারপরও আমার কবিতাটি ভাল লেগেছে জেনে ভীষন ভাল লাগলো। আল্লাহ আপনার মঙ্গল করুন সব সময়ই
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চিরন্তন আবেগ। মা ছাড়া এতটা কেউ ধারণ করে না।
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক বলেছেন, মা ছাড়া কেউ এতটা আবেগ ধারণ করতে পারে না। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই
৯| ১০ ই জুন, ২০২০ রাত ১২:৫৮
রাকু হাসান বলেছেন:
অন্য পোস্টের লিংক ধরেই আপনার ব্লগে আমার প্রথম আগমন । আপনার ব্লগে আসতেই প্রথম পোস্টটি নজর কেড়ে নিল। একক স্তবক পড়ছি আর মন্তব্য লিখছি। ্আপনার কবিতায় খুব ভালো আধুনিকতা দেখতে পেলাম। সেই সাথে কাব্যিক,ম্যাটাফোর এবং চিত্রায়ন আমাকে মুগ্ধ করেছে। প্রথম স্তবকটা এখন পর্যন্ত প্রথমেই রাখবো। প্রশান্তি েএনে দেওয়া স্তবক।
দ্বিতীয় স্তবকে একজন মায়ের অতুলীয় ভালোবাসার আকুতি আমাকে আবেগী করে তুলছে বিশেষ কারণে। দেখি কি হয়।
এটা কি হলো !! আমার মায়ের অনুভূতিটাও তো এমনই হওয়ার কথা। কত দিন দেখি না মাকে। লক ডাউন।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:১২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখন দেশের যে অবস্থারে ভাই তাতে কেউ বলতে পারে না যে সে নিরাপদে আছে, এক ধরণের ভয় আমাদের তাড়া করে বেড়ায়। তবুও আত্মবিশ্বাস বড়াতে হবেরে ভাই। সব মায়েদের মনটাই এমন। সন্তানদের তারা মনের ভেতর ভরে রাখে। সারাক্ষণ সন্তানদের জন্য দোয়া করতে থাকে। কোন সন্তান যেন মায়ের মনে আঘাত না দেয়, সকল মায়ের সন্তান থাকুক দুধে ভাতে
১০| ১০ ই জুন, ২০২০ রাত ১০:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
মিষ্টি কুমড়া ফুলের বড়া গরম গরম ভেজে খাওয়ার যে আনন্দ তা আপনার কবিতায় নতুন করে মনে পরেছে। ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য - হুমম মিষ্টি কুমড়া ফুলের বড়া গরম গরম খেতে অনেক মজা লাগে
শুভকামনা নিরন্তর
১১| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫১
নীল আকাশ বলেছেন: দুঃখিত আপ্নাকে এখানে এসে অপ্রাসঙ্গিক একটা মন্তব্য করার জন্য।
পবিত্র কুরআন শরীফের সাত আহরুহ নিয়ে আপনি জানতে চাইছিলেন একটা পোস্টে,
এই সাইটে ঘুরে আসুন
এখানে এই শিরোনামে একটা লেখা দেয়া আছেঃ
কুরআনের ৭ হারফ এবং ১০ কিরাআত - ইবন তাইমিয়া(র.)
শেখ সা'দী · Oct 11,2018
শাইখুল ইসলাম ইবন তাইমিয়া(র.) এর 'মাজমু’উল ফাতাওয়া' খণ্ড ১৩, পৃষ্ঠা ৩৮৯-৪০৩ থেকে;
অনুবাদঃ শেখ সা'দী
সম্পাদনা ও সংক্ষেপণঃ মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার
এটা মনোযোগ দিয়ে পড়বেন। আপনার প্রায় সব প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন।
এই সর্ম্পকীত আরো কয়েকটা লেখা সেখানে আছে।
ধন্যবাদ।
১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ব্লগে আমি নিয়মিত নই--আজ এসে আপনার মন্তব্য দেখলাম। আন্তরিক ধন্যবাদ আপনার তথ্যের জন্য --আল্লাহ আপনার মঙ্গল করুন
১২| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
খুব সুন্দর হয়েছে কবিতা , পাঠে মুগ্ধ ।
মায়ের মনে কত ভাবনাই না জমছে মাচায় ফুটা কুমড়ো ফুল দেখে,
যেন সবুজ লতায় সোনার দুল চলছে হাওয়া দুলছে কুমড়ো ফুল
মায়ের মনে আর দু চোখে অনেক আশার আনন্দ কোলাহল ।
কুমড়ো ফুলের বড়ার কথা ভেবে ছেলের জন্য মায়ের মন আকুল
ছেলে আসার আনন্দে মা ব্যকুল । ছেলে যখন আসল তখন
মায়ের বুকে হা হা কার, চোখ দুটি তাঁর অশ্রু সজল ।
এমন পরিনতি যেন অকালে কোন মা আর ছেলের না হয় ,
সে কামনাই করি এই অনিশ্চয়তার যুগ সন্ধিক্ষনে বসে।
কুমড়ো ফুলের আবেশ ছড়ানো কবিতা পাঠে মনে পড়ে যায় বাল্যকালের কথা-
ভাই বোন মিলে মায়ের সনে বায়না ধরতাম ছেলে আর মেয়ে
কুমড়ো ফুলের বড়া বানাতে, বড়া বানিয়ে মা চিহ্ন রেখে দিত সেমত তাতে ।
ঝগড়া ঝাটি না করে বড়াগুলি ঠিকঠাক মত খেতাম ভাই বোনে মিলে।
মাও নেই সেই বোনও আর নেই আজকে এই কবিতা পাঠের ক্ষনে ।
সত্যিই কবিতাটি পাঠে আকাশ ভাঙ্গা মৃত্যুর কথাই বার বার মনে বাজে ।
কবিতাটি তুলে রাখলাম প্রিয় তালিকাতে ।
সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর মন্তব্য পেয়ে আমি ভীষণ ভীষণ খুশী হয়েছি -- আপনার লেখার হাত দারুন কবি। কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল-----
১৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৪
মিরোরডডল বলেছেন:
আহা কি মর্মস্পর্শী কবিতা !!! খুবই সুন্দর, পড়তে ভালো লেগেছে ।
১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উৎসাহমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইল
১৪| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪২
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত মর্মস্পর্শী একটি কবিতা!
এ কবিতাটি কার মৃত্যুকে স্মরণ করে লিখেছেন? ফাহাদ আবরার?
০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একেবারে ঠিক বলেছেন। কোন কোন মৃত্যু মনকে খুবই নাড়িয়ে দেয়।
অনেক অনেক শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আকাশরে ! বেটা আমার ! আজ আমার মন ভাল নেই আয় বেটা বুকে আয়।
..........................................................................................................
মায়ের এই টান সমসময় সন্তানের জন্য বহমান
কিন্ত লাশ হয়ে ফিরলে , বুকফাটা কান্না আসবে !!!
...........................................................................................
কবিতায় শুভ কামনা ।