নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love my country
আজ আমি অবাক হয়ে ঝর্ণা দেখি পাহাড়ের গায়
ঝর্ণা ঝরে আদুরে ঢংয়ে ঝিরঝির শব্দের ঝংকারে
ঝিরঝির শব্দগুলো কুলকুল ধ্বনিতে ঢেউয়ে মিশে
আমি অবাক হয়ে দেখি ঝর্ণাগুলে নদী হয়ে যায়।
আমি অবাক হয়ে দেখি নদী বয়ে যায় এঁকে-বেঁকে
কাশ বনের ধারে ঢেউয়ে বাতাসে গল্পের ছড়াছড়ি
ঢেউয়ের মাথায় নৌকা ভিজে বৃষ্টিরা লুটোপুটি খায়
আমি অবাক হয়ে দেখি নদীর ঢেউ সাগরে মিশে যায়।
আমি অবাক হয়ে দেখি নীল দরিয়ার জোয়ার - ভাটা
ঢেউএর মাথায় সাদা ফেনাগুলোর নিত্য আসা-যাওয়া
ভদ্রলোকেরা ঢেউয়ে মাতে আর সী বার্ড খোঁজে খাদ্য
বিস্ময়ে দেখি হুংকারে ঢেউ তীরে আঘাত হানে নিত্য।
০২ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবি ! কবিতাটি ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসাধারণ চিন্তা ভাবনার সাথে সুচিন্তিত শব্দ চয়ন আর
নিপুন ঠাস বাধা বুনুনিতে চমৎকার কাব্য। মুগ্ধ হলাম
পাঠে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:০৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবি ! আপনি আমার কবিতাটি পড়েছেন এবং ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৭
পোড়া বেগুন বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে আপু।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:০৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৫
জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছেন!
প্রায় ছয় মাস পর ব্লগে পোস্ট দিয়েছেন! ইদানীং ফেসবুকেও খুব কম দেখি।
শুভ কামনা।
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই ! চাকুরীর ব্যস্ততার কারণে ফেসবুকে কম আসছি। ব্লক আমার ভালোবাসার উঠান -- আগে যেমন প্রচন্ড আগ্রহ থাকতো কখন ব্লগে ঢু দিব -- কিন্তু এখন কেন যেন সেই প্রচন্ড আগ্রহটা হারিয়ে ফেলেছি। তারপরও সময় / সুযোগ করে ভালোবাসার জায়গায আসি, যেমনটি মেয়েরা বাবা-মার বাড়িতে নায়র আসে !!!
কবিতাটি ভালো লেগেছে জেনে ভীষণ আনন্দিত হলাম। অনেক অনেক দোয়া রইলো ---
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫১
কালো যাদুকর বলেছেন: শেষ প্যারাটি বুঝিনি।
কবিতার মাধ্যমে আবার নিয়মিত হবেন ব্লগে আসা করি। কবিতায় প্লাস।
২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য। অনুরোধ করবো আবারো কবিতার শেষ লাইনটি পড়ার জন্য--। চাকুরীগত ব্যস্ততার কারণে ব্লগে নিয়মিত নই--তবে মনটা ব্লগে পরে থাকে।
শুভকামনা রইলো
৬| ২৮ শে অক্টোবর, ২০২২ ভোর ৪:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে।
১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভীষণ খুশি হলাম।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুপ্রেরণা পেলাম কবি আপু
ভাল থাকবেন
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর ---
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩১
খায়রুল আহসান বলেছেন: বাহ ঝর্না আর পাহাড় দেখে দেখে খুব সুন্দর একটা কবিতা লিখে ফেললেন তো!
কবিতায় ভাললাগা! + +