নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একজন মানুষ, ঠিক আপনার মতই, , , , ,

লাজুকছেলে

লাজুকছেলে › বিস্তারিত পোস্টঃ

আপনার ভালবাসাও কি এমন????

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪

"একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।" -ফারসি প্রবাদ



কথাটার ব্যখ্যা আমি এভাবে করি, .....



অনেকেই বলে প্রেমিক/প্রেমিকা চলে গেছে কষ্টে আছি, এই সেই কষ্ট। আসল কথা হল, আপনার জগত অনেক ছোট ছিল, আপনি সেই পিপড়ার গর্তে বাস করতেন। নিজের সম্পুর্ন অস্তিত্ত দিয়ে মাত্র একজনকে নিয়েই সেই ঘরে বসবাস করতে চেয়েছিলেন। তাই আপনার কষ্টের পরিমান এত্ত বেশি!!!!



একারনেই মাত্র একজনের চলে যাওয়াই, বা মাত্র এক ফোঁটা শিশিরেই বন্যা হয়ে গেল।কিন্তু আপনি নিজের আশেপাশে যদি একটা সমুদ্রের মত বানিয়ে রাখতেন,হাজারো মানুষে গড়ে উঠা সেই সমুদ্র, তাহলে মাত্র এক ফোঁটা শিশিরে তেমন কিচ্ছু হত না।



তাই বলি পিঁপড়ের গর্ত থেকে বের হয়ে আসুন, দেখুন আপনার আশেপাশে হাজারও বিচিত্রতা, আপনি মানুষ, শুধু একজনের ভালবাসায় বন্দী থাকার জন্য না।বাবা মা পরিবার বন্ধু সবাইকে নিয়ে নিজেকে পরিপুর্ন করে তুলেন।আপনার জগত বড় হলেই আপনার ভালোবাসা কমে যাবে তাও কিন্তু না।



যে ভালবাসবে, আপনি সাত সমুদ্র তের নদীর ওপারে থাকলেও আপনাকেই ভালবাসবে। আর তা না হলে সে চলে গেলে আপনার জীবন কুটুরিতে বন্যা দেখা দিবে... ভয়াল সেই বন্যার আর্তনাদ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১২

ইলুসন বলেছেন: চমৎকার লাগলো কথাগুলো।

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪

ইমরাজ কবির মুন বলেছেন:
একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের - চমৎকার !

৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০

মোমেরমানুষ৭১ বলেছেন: আসলেই একজনকে ভালবেসে নিজের জগতটাকে ছোট্র বানিয়ে ফেলেছি...হয়ে গেছি পিপিলিকার গর্তের ন্যায়

৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১

বাবলু বাবলু বলেছেন: একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের - চমৎকার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.