![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্নঃ "প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম কার কারণে" গানটির গীতিকার কে??
উত্তরঃ ডলি সায়ন্তনীর কন্ঠে গানটা আছে ইউটিউবে। দেখা যায় কড়া লাল লিপস্টিক লাগায়া চেংরা এক মাইয়া লাল শাড়ি পইরা গান গাইতাছে। সে নাকি বুড়ি হইয়া গেছে!!ঢং দেইখা বাচি না। কালকে থেকে লাগাতার শুনতাছি।
প্রশ্নঃ কোনো বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেলো। এ অবস্থায় কি করবেন??
উত্তরঃ বিয়ে বাড়ির কাওরে জিগামু "ভাই, আমার কোট প্যান্ট পরছিলাম, প্যান্ট এর মাঝখান দিয়া ফট কইরা ছিঁড়ে গেছে। একটা লুঙি দিবেন?? কালো হইলে ভাল হয়, কালো কোট এর সাথে কাল লুঙ্গি ভাল মানাবে তাইনা????"
প্রশ্নঃ "তাম্বুল রাতুল হইল অধর পরশে" অর্থ কি??
উত্তরঃ তাম্বু, তাম্বা, খাম্বা, লাম্বা এইগুলাই মাথায় ঘুরতাছিল। গলা দিয়াও হাম্বা হাম্বা জাতীয় আওয়াজ বাইর হইতাছিল প্রশ্ন দেইখা।
প্রশ্নঃ নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করছেন??
উত্তরঃ এইডা হুমায়ুন আজাদ হইলেও হইতে পারত, কিংবা সাম্প্রতিক অভিজিৎ!!! অপশনে দেয়া নামের কেও বাংলাদেশের সাহিত্যিক, আগে নাম-ও শুনি নাই, মরছে সেইটা কিভাবে জানব?? আগামী বি.সি.এস এ হয়ত আসবে "সাহিত্যিক শুক্কুর আলী কবে পেটের চাপ নিয়া দিনে তিনবার বাথরুমে গিয়েছিলেন??
প্রশ্নঃ "অলিভ টারটল" বাংলাদেশের কোন দ্বীপ এ পাওয়া যায়??
উত্তরঃ উনাদের ধারনা আমার বাপ দাদা চৌদ্দ গোস্টি আগে সাপ, কাকড়া, কচ্ছপ ধইরা বাজারে বিক্রি করে দিন চালাইত। যত্তসব আজাইড়া....
প্রশ্নঃ "প্রান্তিক হ্রদ" কোন জেলায় অবস্থিত???
উত্তর" আদিবাসীদের জন্য কোটাভিত্তিক প্রশ্ন, কিচ্ছু বলার নাই।
প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্ছলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা??
উত্তরঃ প্রশ্নকর্তা নাস্তিক, বিশেষ রাজনৈতিক দলের কর্মী এবং এটা সম্পুর্ন একটা ভারত প্রেমীদের চক্রান্ত। দেশ বিরোধী কোন প্রশ্নের উত্তর আমি দেই না!!! হুহ...
২| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯
নিস্পাপ একজন বলেছেন: কড়া হইছে
৩| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০১
পুরান লোক নতুন ভাবে বলেছেন: আবাঙ্গাল উত্তরগুলা নিশ্চয় দাদারা করেছে!!
৪| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৯
নিজাম বলেছেন: যেমন প্রশ্ন তেমন জবাব।
৫| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৯
সালমান মাহফুজ বলেছেন: উত্তরগুলোতে মজা পাইলাম ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৩
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল! আপনার লেখার স্টাইলটা সুন্দর। ধন্যবাদ।