![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিডিও লিংক- https://www.youtube.com/watch?v=pRSlX_DZfgQ
মেয়েটি ইস্কুলে পড়ে, টিপিনের সময় সে অন্য ছেলেমেয়েদের ফেলে দেওয়া বা ঝুটা খাবার নিজের ব্যাগে গুছিয়ে রাখে। একদিন শিক্ষক সবার ব্যগ তল্লাশী শুরু করেন কিন্তু মেয়েটি লজ্জায় তার ব্যাগ দেখাতে বা দিতে চায়না।
একপর্যায় টিচার মেয়েটিকে পুলিশের ভয় দেখালে মেয়েটি ভয়ে বলে আমাকে পুলিশে দিওনা এই নাও আমার ব্যাগ। উচ্চবাচ্য শুনে ইতিমধ্যে প্রধান টিচারও এসেছেন এবং মেয়েটিকে ব্যাগসহ নিজের অফিসে ডাকলেন। ব্যাগ খোলা হলো এবং দেখা গেল ঝুটা খাবার কিছু বিসকুট ও রুটি।
তাকে জিজ্ঞাসা করা হলো তুমি এগুলো কেন নিয়েছ ? মেয়েটি কাদতে কাদতে বলতে লাগল বোমা হামলায় আমার বাবা মা মারা গেছে ঘরে আমার ছোট ভাই বোন না খেয়ে আছে তাই।
ভিডিওটি দেখে আপনাদের সাথে শেয়ার না করে পাড়লাম না।
২| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: "আহা" ছাড়া আর কোন কিছু বলতে পারলাম না!
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭
কামরুল_নুমান বলেছেন: কি লিখবো ভেবেই পাচ্ছি না। দোয়া রইলো বাস্তবের তাদের জন্য।