![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।
আমাদের দেশে বাৎসরিক ওরসের প্রচলনটা খুব বেশী। আর সেই ওরসে খাসি গরু জবাইয়ের ধুম পড়ে যায়। শত হলেও বাবার দরবারে যাচ্ছি। খালি হাতে যাই কি করে ? অথচ যেই বাবা-মা তাকে জন্ম দিয়েছে, সেই বৃদ্দ পিতা-মাতার খাবার দাবারের প্রতি তাদের কোন যত্ন নেই। শুনুন, ভন্ড পীরের পিছনে টাকা অপচয় না করে, ঘরে আপনার বৃদ্ধ বাবা মা'র খাবার দাবারের প্রতি যত্নবান হউন। নিশ্চয়ই এর উত্তম প্রতিদান আল্লাহ আপনাকে দান করবেন। আর, বাবার দরবারে গরু নিয়ে জবাই দিলে কোন সওয়াব হবেনা। বরং ওই টাকাটা আপনার এলাকার গরীব অসহায় ও নিরীহ কোন মেয়েকে দান করে দিন। যার বিয়ের সময় আপনার দেয়া এই টাকাটা কাজে লাগাতে পারে। এর বিনিময়ে আপনি অসীম সওয়াবের ভাগী হবেন। আল্লাহ আপনাকে সঠিক বুজ দান করুক-আমিন-
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৩
মিজান আব্দুর রশিদ বলেছেন: আমাদের দেশে ভন্ড পীরদের তৎপরতা দিনকে দিন বেড়েই যাচ্ছে।গ্রামের সহজ সরল সাধারন মানুষ থেকে শুরু করে শহুরে কোট টাই পরা শিক্ষিতরাও এদিকটাই ঝুঁকে পড়ছে। ধন্যবাদ আপনাকে...
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:১২
নিয়েল হিমু বলেছেন: দারুন বলেছেন । কিন্তু এই দান গুলোতে কেউ নাই । বাবার দরবারে গিয়া পশ্চাত্ দেশ পাততেই সবাই রাজি