![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।
নারী স্বাধীনতা মানে বয় ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ানো, নারী স্বাধীনতা মানে খোলামেলা পোশাক, নারী স্বাধীনতা মানে এক বেঞ্চে ছেলে মেয়ে বসে ক্লাশ করা, নারী স্বাধীনতা মানে ঊর্ধ্ব উলঙ্গ হয়ে ফ্যাশন শো নামক মঞ্চে দেহ প্রদর্শন করা, নারী স্বাধীনতা মানে নাটক সিনেমায় নিজেকে তেতুলের মত প্রকাশ করা। এই ধরনের নারী স্বাধীনতা আমরা চাইনা। এই ধরনের বেহায়াপনা আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে দিতে পারিনা। আমরা চাই ইসলামের আলোকে পরিবেষ্টিত একটি সুন্দর নারী সমাজ...
২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জানিনা ভাই ইসলাম শুনলে মানুষগুলোর গায়ে আগুন ধরে কেন!
৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৭
কি বোর্ড বলেছেন: জানিনা ভাই ইসলাম শুনলে মানুষগুলোর গায়ে আগুন ধরে কেন!
৪| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৪
তাসলিমা সুলতানা (ত্রিপলী) বলেছেন: সংগ্রহীত।
.
বাহ্ মজার সাহিত্যতো!
এদের লেখা কোনদিন পড়িনাতো তাই আজীবন গণ্ড মূর্খটিই রয়ে গেলাম!
একটা লোক রাস্তায় উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতেই পারে তার বিভিন্ন সমস্যার কারণে। মাথায় সমস্যা তার থাকতেই পারে। তাই বলে রাস্তার সকল লোক তার দিকে তাকিয়ে থাকবে ! লোকগুলার কি এতটুকুও লাজ-শরম নাই !
উলঙ্গ এরকম দু'একজনের লজ্জা না-ও থাকতে পারে, এতে অবাক হওয়ার কী আছে !
দু'একজন নির্লজ্জ এরকম কু-সাহিত্য প্রসব করতেই পারে তাই বলে সারা দেশবাসী তা গোগ্রাসে গিলবে ! অবাক না হয়ে পারলাম না।
Click This Link
Click This Link
৫| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫১
তারেক বলেছেন: লেখকের সাথে সহমত
৬| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫৬
অচিন্ত্য বলেছেন: নারী স্বাধীনতা মানে নারী অবদমনের আদিম প্রবণতা থেকে বেরিয়ে আসা। নারী স্বাধীনতাকে যারা নিজের সাংস্কৃতিক আবহের সাথে মিলিয়ে দেখতে পারে না, তাদের জীবনাচরণ এই অধ্যায়টিকে বিতর্কিত করার সুযোগ করে দিচ্ছে।
৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৩
মিজান আব্দুর রশিদ বলেছেন: ধন্যবাদ সবাইকে মুল্যবান মতাতের জন্য...
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৬
ইফতেখার ভূইয়া বলেছেন: সত্য কথা হলো, শালীন এবং মার্জিত হওয়ার জন্য ইসলামের কোন প্রয়োজনই নেই, নিজের বিবেকটা (!) ঠিক থাকলেই হলো। আর হ্যাঁ, কেউ যদি ইসলামের আলোকে সত্য এবং সুন্দরের পথে আসতে চায়, সেটা হবে সর্বোত্তম।