![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।
যেই নেতা নেত্রীরা দেশকে ভালবেসে রাজনীতি করেন, তাদের সন্তানদের এই দেশে লেখাপড়া করাননা কেন ? তাদের সন্তানদের বিদেশী ছেলে বা মেয়ে বিয়ে করাতে হয় কেন ? এই দেশে কি তাদের যোগ্য পাত্র পাত্রীর অভাব ? কেন তাদেরকে দেশের টাকা পাচার করে বিদেশের ব্যাংকে জমা রাখতে হবে ? কেন তাদেরকে একটু সর্দি কাশি হলেই মেডিক্যাল চেকআপের জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চলে যেতে হবে ? এইসব থেকেই বুজতে অসুবিধা হইনা তাদের দেশ প্রেমের গভীরতা কতটুকু। সবই স্বার্থপর। মুখে দেশ প্রেমের বুলি ছড়াবে আর বিদেশে টাকার পাহার জমাবে, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি করবে। আর নিজেদের সন্তানদের বিদেশের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। আর আমরা আম জনতা আমই থেকে যাব। আমাদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটবেনা। আমাদের সন্তাদের গেরামের ভাঙ্গা চুরা টুলে বসেই মাস্টারের বেতের বারি খেতে হবে। এটাই সত্য, অপ্রিয় হলেও সত্য।
©somewhere in net ltd.