![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।
মা, তুমি কেমন আছ জানিনা। কতদিন তোমায় দেখিনা মা। জানি আর কোন দিন দেখা হবেওনা। সমস্ত ভালবাসাকে গলা টিপে তোমাকে বিদায় জানাতে হল মা। না ফেরার দেশে তুমি চলে গেলে। জানি আর কোনদিন ফিরে আসবেনা। কতটা বছর হল তোমায় ছেড়ে এই পরবাসে এলাম। তোমার বিদায় বেলাও এই নিষ্ঠুর প্রবাস তোমার পাশে থাকতে দেইনি আমায়। প্রতিবার ঈদে প্রথম ফোনটা তোমায় করতাম। তোমার দোয়া নিয়ে ঈদগাহে যেতাম। বছর ঘুরে আবার ঈদ এলো। যখন আজ ঈদগাহের উদ্দেশ্যে ঘর থেকে বের হচ্ছিলাম, মোবাইলটা হাতে নিয়ে অনেক কেঁদেছি মা। আমার বুকভাঙ্গা কান্নার আওয়াজ কেউ শুনেনি। তোমার কথা মনে হলে বুকটা হাহাকার করে উঠে। মিস ইউ মা... মিস ইউ......
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫১
মিজান আব্দুর রশিদ বলেছেন: জি ভাই, আসলেই খুব কষ্টের।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার জন্য খারাপ লাগছে। মা ছাড়া একদিনও অনেক কষ্টের ব্যাপার।