নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার চাহিদা যত কম,সে তত বেশী সুখী

একজন নিরীহ প্রজাতির মানুষ

মিজান আব্দুর রশিদ

আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।

মিজান আব্দুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

একজন প্রবাসীর ঈদ ভাবনা

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আজ ঈদের ছুটির শেষ দিন। শুয়ে বসে খেতে খেতে শরীরে চর্বি জমে গেছে। আর ল্যাপটপে বসে বসে পিঠের মাঝখানে ব্যথা হয়ে গেছে। তাছাড়াও তো আমাদের মতো দেয়ালহিন কারাগারে বন্দিদের বিশেষ কিছু করার ছিলনা। ঈদের নামাজের পর লম্বা একটা ঘুমের মধ্য দিয়ে দেশ থেকে ঘুরে এলাম। আহা !! কি মধুর স্বপ্ন !! স্বপ্ন দেখে জীবন যৌবন সবই বিসর্জন দিয়ে যাচ্ছি। মনে হয় বাস্তবতা আমার মতো পরবাসীদের বড়ই গেন্না করে। গেন্না যদি নাই হয় তবে কাছে টেনে নিতে এতো কার্পণ্য কেন বন্ধু। কেনইবা প্রিয়জনদের কাছ থেকে একটা ঈদ শুভেচ্ছা বার্তাও পেতে পারিনা। অথচ আমাদের একটা ফোন না পেলে তোমাদের মনে কতইনা মান অভিমানের জন্ম হয়। হায়রে প্রবাস !! তুই আমারে যা দিলে, তার চেয়ে বেশী কেড়ে নিলে। জানিনা কোন অভিশাপে অভিশপ্ত আমি। কথায় বলেনা- মানুষ চোখের আড়াল হলে, মনের আড়াল হয়ে যায়। কথাটা আসলেই সত্য। প্রমাণ চান ? কয়টা দেব ? ঠিক আছে, দেশে ১ মাস ফোন না করে দেখুন কয়জন আপনার খবর নেই। আই ক্যান চ্যালেঞ্জ টুঁ সে - আপনার মা বাবা ও স্ত্রী সন্তান ছাড়া আর কেউ নেবেনা, কেউ না। আপনাকে নিয়ে ভাবার মতো সময় কারো নেই। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। এটাই নিষ্ঠুর সত্য। কথায় কথা টেনে আনে। লিখতে বসেছিলাম সংক্ষিপ্ত ঈদ ভাবনা। হয়ে গেল ঈদ রচনা। সে যাই হোক। কাল থেকে কর্ম ব্যস্ত জীবন আবার শুরু। দোয়া করবেন সবাই। সকলকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই...

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

খেয়া ঘাট বলেছেন: এক দুখী পরবাসীর পক্ষ থেকে আপনাকেও ঈদমোবারক ভাই।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৩

মিজান আব্দুর রশিদ বলেছেন: আপনিও আমার ঈদের শুভেচ্ছা গ্রহন করুন।

২| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

খেয়া ঘাট বলেছেন: যার চাহিদা যত কম,সে তত বেশী সুখী -ঠিক বলেছেন।
আর আমার মনে হয়ে এর সাথে যদি আপনার রোগমুক্ত শরীর থাকে তবে আপনি সবচেয়ে বেশী সুখি।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৪

মিজান আব্দুর রশিদ বলেছেন: আসলেই স্বাস্থ্যই সকল সুখের মুল...

৩| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: কষ্ট পেলাম আপনার লেখা পড়ে। তবু বেচেঁ থাকতে হয় আমাদের। বেচেঁ থাকি যুদ্ধে ও সংগ্রামে।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৭

মিজান আব্দুর রশিদ বলেছেন: জীবনটা আসলে এমনি। দারিদ্রমুক্ত জীবন গড়ার সংগ্রামে লড়ে চলেছি অবিরত...

৪| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মেহেদী হাসান '' বলেছেন: স্কুলে থাকতে শুনেছি জীবন নাকি রঙ্গমঞ্চ, কিন্তু বাস্তবে দেখি জীবন এক যুদ্ধক্ষেত্র

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৪

মিজান আব্দুর রশিদ বলেছেন: আসলেই কেউ লড়ছে দারিদ্রতার সংগ্রামে, কেউ লড়ছে সমাজকে পরিবর্তনের সংগ্রামে...

৫| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

বংশী নদীর পাড়ে বলেছেন: আমার কাছে মনে হয়েছে এভাবে--আমার খবর কে নিলো কী নিলোনা এই চিন্তা ছেড়ে যদি এই চিন্তায় ডুব দেয়া যায় যে, আমার খবর আমি নিজে কতটুকু নিয়েছি? তখন মনে হয় দুঃখ-কষ্টরা আর দানা বাধার সময় পাবেনা। এই প্রবাসির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৭

মিজান আব্দুর রশিদ বলেছেন: আসলেই এসব ভেবে সময় নষ্ট করার কোন মানে হয়না। মনের ক্ষোভ ঝেড়েছি মাত্র। আপনাকেও ঈদ মোবারক।

৬| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

ইকরাম বাপ্পী বলেছেন: পৃথিবীতে আমরা আসি একা ফিরে যাবোও একা ... ... মনে হয় সকলে এই কথাটা মেনে নিয়েছে। তাহলে আর মাঝের সময়টা কেন একে অন্যের সাথে থেকে মন নিয়ে টানাটানি... ... ......

কিন্তু তার পরেও আমরা তা উপেক্ষা করে থাকতে পারি না, এটাও ঠিক মা বাবা স্ত্রী সন্তান ছাড়া আর কয়জন খোঁজ নেয়?

হয়তো নেয় হয়তো নেয় না। কেউ প্রয়োজনে নেয় , কেউ সেটাও না। দেশে থেকেও যে অনেকে এর থেকে ভালো আছে তাও কিন্তু নয়।

:-< :-<

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৮

মিজান আব্দুর রশিদ বলেছেন: হয়তোবা...

৭| ১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৮

বাঙ্গালীর কুঠার বলেছেন:

৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

মিজান আব্দুর রশিদ বলেছেন: আপনাকেও ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.