![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।
.অনেকে জানেন আবার মনে করিয়ে দিলাম ।
.
ধরুন আপনার হেড ফোনটা হারিয়ে গেছে এখন
রেডিও শুনতে পারছেন
না??? চিন্তার
কোন কারন নাই,
আমি আছি না। একটা কাজ করেন,
সিগারেটের
প্যাকেটের ভিতর সিলভারের
যে কাগজটা থাকে তা সংগ্রহ করে হেড
ফোনের মাথার মত চিকন
করে মোবাইলের ইয়ার ফোনের
সকেটে ঢুকিয়ে দিন, এবার
দেখুন আপনার
মোবাইলে ইয়ার ফোনের চিহ্নআসবে,
ব্যাস কাজ শেষ এবার আরামছে রেডিও শুনুন। যদি আমার এই ছোট্ট পোষ্টটি আপনার কোন উপকারে এসে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ।
২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৬
মিজান আব্দুর রশিদ বলেছেন: যেমনে লেখা আছে তেমনেই টেস্ট করবেন। ধন্যবাদ।
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৭
মেংগো পিপোল বলেছেন: স্টডিয়ামে খেলা দেখতে গেলে কাজে লাগবে, ওখানে তো হেড ফোন নট এলাউ।
ধন্যবাদ আপনাকে জেনে রাখলাম।
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫
মিজান আব্দুর রশিদ বলেছেন: ধন্যবাদ আমজনতা ভাই। আশা করছি আপনি উপকৃত হবেন।
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: যাক ভাল বুদ্ধি কাজে লাগলে ভাল।
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭
মিজান আব্দুর রশিদ বলেছেন: কারো কাজে লাগলেই আমার এই পোস্টের সার্থকতা। ভালো থাকবেন।
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১
এনিগমা বলেছেন: nice
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪২
মিজান আব্দুর রশিদ বলেছেন: ধন্যবাদ।
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭
হেডস্যার বলেছেন:
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫
মিজান আব্দুর রশিদ বলেছেন: ব্লগের সব অপশন এখনো নখের ডগায় আসেনি আমার। ধন্যবাদ।
৭| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১
আরজু পনি বলেছেন:
দিলেন তো সিগারেটের প্রচার বাড়িয়ে !
এখন রেডিও শুনতে হলেও সিগারেট কিনতে হবে !
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
মিজান আব্দুর রশিদ বলেছেন: আসলেই তো এভাবে চিন্তা করে দেখেনি। কি আর করা সিগারেট না হয় একটা খেলেনই।
৮| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩
ইকরাম বাপ্পী বলেছেন: আগেই ট্রাই করে দেখেছি কাজ করে নাই। তবে এটা দেখেছি হেডফোনের যে জ্যাক থাকে শুধু সেই জ্যাক লাগিয়ে রেডিও শুনা যায়।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
মিজান আব্দুর রশিদ বলেছেন: যাক নতুন আরেকটা তথ্য যোগ হল।
৯| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক আগেই পড়ছিলাম একবার। ধইন্না
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
মিজান আব্দুর রশিদ বলেছেন: আপনারেও ধইন্যা ব্রাদার।
১০| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মুদ্দাকির বলেছেন: ইনোভেটিভ পরে ট্রাই করব
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫
মিজান আব্দুর রশিদ বলেছেন: আশা করছি আপনার কাজে আসবে। ধন্যবাদ।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮
মায়াবী ছায়া বলেছেন: সিগারেটের প্যাকেট পাব কই
ধন্যবাদ।ভাল থাকুন ।
১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২
কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: আমার মোবাইল এ রেডিও নাই। তবে কাজে লাগবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৭
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন:
আপাতত হাতের কাছে জিনিস নাই, পরে টেস্ট করুম নে। ক্যামনে কি বুঝলাম না।