নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার চাহিদা যত কম,সে তত বেশী সুখী

একজন নিরীহ প্রজাতির মানুষ

মিজান আব্দুর রশিদ

আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।

মিজান আব্দুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

কিভাবে বন্ধ করবেন অটো উইন্ডোজ আপডেট

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই ? অনেকদিন পর ব্লগে লিখতে বসলাম। আসলে কষ্ট করে কোন বিষয়ে একটা লেখা শেষ করলে যদি সে লেখায় আপনাদের সাড়া না পাই, তাহলে পরবর্তী পোস্টে আগ্রহ হারিয়ে ফেলি। তাই অনুরোধ, আজকের পোষ্টটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে চলুন মুল পোস্টে চলে যায়।



আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি তাঁরা প্রায়ই নানা সমস্যার মুখোমুখি হয়। এর মধ্যে একটি হচ্ছে-কিছু দিন পর পর আপনার সাধের কম্পিউটার বা ল্যাপটপ উইন্ডোজ আপডেট চাই। আর আপনিও আপডেট দিতে দিতে ক্লান্ত। মাঝে মাঝে এমন অবস্থার সৃষ্টি হয় যে, ক্যান্সেল করারও কোন রাস্তা থাকেনা। একেবারে শাটডাউন বরাবর এসে আসন গেরে বসে। লেখা থাকে Please Update & Shatdown অর্থাৎ আপনি শাটডাউন করার সাথে সাথে আপনার কম্পিউটার অটো আপডেট হতে থাকবে। তো চলুন দেখা যাক কিভাবে এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে...



প্রথমে Computer এ ক্লিক করুন।

তারপর খালি স্ক্রিনে আপনার মাউসে রাইট ক্লিক করুন।

সিলেক্ট & ক্লিক Properties

তারপর ক্লিক Windows Update

এবার ক্লিক Check For Update

ক্লিক Change Setting

সিলেক্ট Important Updates

এবার ক্লিক করে দেখুন কয়েকটা অপশন এসেছে।

আপনি সিলেক্ট করুন Never Check for Updates

এখন OK করে বের হয়ে আসুন। ব্যস আপনার কাজ শেষ।



এইটা আমি Windows 8 ট্রাই করেছি। ১০০% কার্যকর। আপনারা একই নিয়মে এক্সপি বা সেভেনেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি প্রবলেম সল্ ভ হবে। তারপরও কোন সমস্যার মুখোমুখি হলে কমেন্ট বক্স তো আছেই। আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার লেখাগুলো।



ভালো থাকবেন সবাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.