![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।
আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই ? অনেকের কম্পিউটার বা ল্যাপটপে কোন কিছু ডাউনলোড বা ইন্সটল না করলেও দিনে দিনে সি ড্রাইভ স্পেস কমে যায়। এই সমস্যার সমাধানে আজ নিয়ে এলাম আপনাদের জন্য ছোট্ট একটি সফটওয়্যার। সাইজ ? মাত্র 2 MB । এই সফটওয়্যারটি দ্বারা আপনার কম্পিউটারে জমে থাকা সকল আবর্জনা ও জঞ্জাট নিমিষেই সাফ করতে পারবেন। সি ড্রাইভের হারানো স্পেসও ফিরে পাবেন। ফিরে পাবেন পূর্ণ গতি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক- তবে আরেকটি কথা বলে নেই, সফটওয়্যারটির নির্মাতা স্বয়ং মাইক্রোসফট কোম্পানি। আশা করছি এর কার্যকরী যোগ্যতা সম্পর্কে আর আপনাদের ধারনা দিতে হবেনা। তাহলে চলুন শুরু করা যাক-
প্রথমে আমার দেওয়া লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি ওপেন করুন। নিচের ছবিটির মতো দেখাবে। এবার আপনি উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ Internet Explore Cache, Internet Explore Cookies ইত্যাদি ইত্যাদি যা দেখতেছেন সবগুলোতে টিক মার্ক দিয়ে দিন। তারপর Start Smart Cleaning Process এ ক্লিক করুন। এখন একটি অপশন আসবে। এবার Yes এ ক্লিক করুন। দেখুন সবগুলো ফাইলকে ক্লিন করা শুরু হয়ে গেছে। ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার দেখুন আপনার পিসি বা ল্যাপটপ আগের চেয়ে অনেক গুন বেশী স্পিডি হয়ে গেছে। আপনার সি ড্রাইভের স্পেসও বেড়ে গেছে।
শুধুমাত্র নিরবে কাজ করে চলে যাবেননা। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকুন সবাই।
মিজান...
Click This Link
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
মিজান আব্দুর রশিদ বলেছেন: আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: কাজ চলছে শেষ হোক তার পর ধন্যবাদ দিমু
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮
মিজান আব্দুর রশিদ বলেছেন: অপেক্ষায় রইলাম।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: আগেই অনেক ধন্যবাদ দিয়ে রাখলাম। ডাউনলোড করলাম। পারলে আজ করব নয় কালকে। অবশ্যই কাজ হলে আরো একবার ধন্যবাদ দিবো।
ভালো থাকবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮
মিজান আব্দুর রশিদ বলেছেন: আশা করছি আরও একটা ধন্যবাদ পাব আপনার কাছ থেকে। আপনিও ভালো থাকুন।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
সুমন কর বলেছেন: ভাই করলাম তো !! কয়েকটা ইরর মেসেজ দিয়েছে কিন্তু ওকে দেবার পর ১০০% হলো এবং শুধুমাত্র সি-ড্রাইভের জায়গা বাড়ছে, বাকিগুলো একই আছে। পিসি ফাষ্ট হয় নাই। ইরর দেওয়াতে কি প্রবলেম হবে?
সি-ড্রাইভ ফাঁকা করার জন্য ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪
মিজান আব্দুর রশিদ বলেছেন: ইরর মেসেজ তো আসার কথা না। সামথিং ইজ রং । আমার লেখাটাকে হুবুহু ফলো করুন। আশা করছি সাকসেস হবেন।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
নাসিরন আক্তার বলেছেন: আমার আপনাকেই দরকার।মাঝে মাঝে আমার ল্যাপটপে ভীষন ঝামেলা করে।যদিও আপনার দেয়া তথ্যটা আমি কারো হেল্প ছাড়া একা একা অনুসরণ করতে পারব না তাই বৃথা চেষ্টা করা থেকে নিজেকে বিরত রাখলাম।সম্ভব হলে আপনার ফোন নম্বরটা জানাবেন।ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭
মিজান আব্দুর রশিদ বলেছেন: এতো সহজেই নিজেকে গুটিয়ে নেওয়া ঠিক নয়। প্রথমে আমার দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করুন। তারপর ইন্সটল করুন। এখন সফটওয়্যারটি ওপেন করুন। সবগুলো খালি বক্সে টিক মার্ক দিন। (ছবিটা দেখুন)। তারপর স্টার্ট স্মার্ট ক্লিনিং প্রসেসে ক্লিক করুন। এবার যে অপশনটি আসবে সেটির ইয়েস এ ক্লিক করুন। ব্যস আপনার কাজ শেষ। চেষ্টা করে দেখুন। কোথাও সমস্যা হলে আমাকে বলবেন। আমার ফোন নাম্বার চাইলেন। কিন্তু আমিতো দেশের বাইরে থাকি। তারপরও যদি প্রয়োজন হয়, তাহলে আমার স্কাইপ আই ডি দিতে পারি। সে যাই হোক, আগে চেষ্টা করে দেখুন।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩২
সাহাদাত উদরাজী বলেছেন: 55% হয়ে নট রেস্পন্ডিং!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৬
মিজান আব্দুর রশিদ বলেছেন: আমি এটা নিয়মিত ইউজ করি। আমার কোন সমস্যা হচ্ছেনা। আপনি আবার ট্রাই করে দেখুন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৮
মিজান আব্দুর রশিদ বলেছেন: আমি এটা নিয়মিত ইউজ করি। আমার কোন সমস্যা হচ্ছেনা। আপনি আবার ট্রাই করে দেখুন।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি এর জন্য Ccleaner ব্যাবহার করি।
আপনার দেওয়াটা ব্যাবহার করে দেখি কিরকম কাজ করে।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
মিজান আব্দুর রশিদ বলেছেন: ওয়েলকাম ব্রাদার। ব্যবহার করার পর মন্তব্য করে জানাবেন আশা করি। ভালো থাকুন।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১
চলতি নিয়ম বলেছেন: Ccleaner থেকে ভালো না খারাপ?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০
মিজান আব্দুর রশিদ বলেছেন: এটার নির্মাতা স্বয়ং মাইক্রোসফট কোম্পানি। তাই এটার উপর নির্ভর করাটা আশা করছি ফলপ্রসু হবে। দেখুন ট্রাই করে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
ইমরাজ কবির মুন বলেছেন:
বুকমার্ক করে রাখলাম, এ মূহুর্তে দরকার খুব।
ধন্যবাদ ||