নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার চাহিদা যত কম,সে তত বেশী সুখী

একজন নিরীহ প্রজাতির মানুষ

মিজান আব্দুর রশিদ

আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।

মিজান আব্দুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

কোন প্রকার সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন। না দেখলে চরম মিস।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

কেমন আছেন সবাই ? আশা করি ভালো। আমি আজকাল কাঁচা হাতে তথ্যপ্রযুক্তি নিয়ে লেখালেখির কিছু চেষ্টা করছি। তাই ভুলভ্রান্তি হতেও পারে। তাই অনুরোধ, দশ জনের সামনে লজ্জা/শরম না দিয়ে হাসি মুখে মিষ্টি কথায় ভুলগুলো ধরিয়ে দেবেন। আমার এই লেখাগুলো তথ্যপ্রযুক্তি বিষয়ে অনেক পান্ডিত্য দখল করে রেখেছেন, এমন সব বস দের চোখেও পড়তে পারে। তাই কথাগুলো বললাম। এবার চলুন মুল প্রসঙ্গে চলে যাই।

আমাদের অনেকেরই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার, আই ডি এম বা এক্সেলেরেটর প্লাস সহ নানা সফটওয়্যারের সাহায্য নিতে হয়। কিন্তু আমি আজ আপনাদের জন্য যেই টিপস টি নিয়ে এলাম তা হল কোন প্রকার সফটওয়্যার ছাড়াই কিভাবে ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন শুরু করি-

ধাপ-১

ইউটিউব ওপেন করুন।



ধাপ-২

এবার আপনি যেই ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি চার্জ দিন এবং সেই ঠিকানায় যান।



ধাপ-৩

এখন ইউ আর এল বক্সে www. এর পর ss সংযুক্ত করে দিন। এবার সার্চ দিন। নিচের চিত্রে দেখুন-



ধাপ-৪

অনেকেই হয়তো জানেননা যে, ইউটিউব এর ভিডিও Rapidshare এ হোস্টেড। এখন আপনি সেই পেজে চলে যাবেন। লক্ষ্য করুন এই পেজ থেকে সরাসরি ভিডিও ডাউনলোড এর লিঙ্ক দেখা যাচ্ছে এবং আপনি কোন ফরম্যাটে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটিও শো করছে।



ধাপ-৫

এখন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পছন্দ অনুযায়ী ফরম্যাটে ডাউনলোড করে ফেলুন।



কেমন লাগলো আজকের টিপসটি কমেন্ট করে জানালে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন —আল্লাহ হাফেজ—



যোগাযোগ

[email protected]

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

পাকাচুল বলেছেন: ২য় ধাপে ভিডিওকে চার্জ দিতে বললেন, সেটা কোন ধরণের চার্জার দিয়ে দিবো? কিভাবে দিবো?

সাধারণ নকিয়ার ছোট পিনের চার্জার দিয়ে চার্জ দিলে কি হবে?

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

মিজান আব্দুর রশিদ বলেছেন: আসলে ভুলটা অনিচ্ছাকৃত ভাবেই হয়েছে। চার্জ নয়, শব্দটা হবে সার্চ। ধন্যবাদ আপনাকে।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

দি সুফি বলেছেন: অনেকেই হয়তো জানেননা যে, ইউটিউব এর ভিডিও Rapidshare এ হোস্টেড।

হাহাহাহাহা এইটা কি শুনাইলেন! =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৭

মিজান আব্দুর রশিদ বলেছেন: ডাউনলোড কাহিনী.।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

দি সুফি বলেছেন: এবার মূল বিষয়ে বলিঃ আপনি বলেছেন "কোন প্রকার সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন।"।

কিন্তু নিজেই তো কোন সফটওয়্যারের সাহায্য ছাড়া ডাউনলোড করতে পারলেন না! ইউটিউবের লিঙ্ক নিয়ে গেলেন savefrom.net এ! এইটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন (অন্য কথায় ওয়েব সফটওয়্যার)!

কিছুই হইল না!

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০

মিজান আব্দুর রশিদ বলেছেন: কিন্তু নিজেই তো কোন সফটওয়্যারের সাহায্য ছাড়া ডাউনলোড করতে পারলেন না! ইউটিউবের লিঙ্ক নিয়ে গেলেন savefrom.net এ! এইটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ?????

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: কাজের জিনিস শেখাইলেন। থ্যাংকু..

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯

মিজান আব্দুর রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও। কারো উপকারে আসলেই আমার প্রচেষ্টা সার্থক।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয়তে রাখলাম ও আপনাকে অনুসরন করলাম ।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:০১

মিজান আব্দুর রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয়তে রাখলাম ও আপনাকে অনুসরন করলাম --- চির কৃতজ্ঞ আপনার প্রতি।

৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ, ভালো জিনিস শিখাইলেন!!

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:০২

মিজান আব্দুর রশিদ বলেছেন: ওয়েলকাম ব্রাদার। কাজে লাগলেই ভালো।

৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:১৬

আজাইরা পেচাল বলেছেন: দরকারী পোষ্ট...

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:০৩

মিজান আব্দুর রশিদ বলেছেন: আপনার জন্য যে পোস্টটা দরকারি, এখানেই আমার সার্থকতা। ভালো থাকুন। সুস্থ্য থাকুন।

৮| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৬

shahinur70 বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এই ধরণের একটি টিপ্‌স দেওয়ার জন্য, ভাল থাকুন।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

মিজান আব্দুর রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

ইণ কোযেসট অব ট্রুথ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

মিজান আব্দুর রশিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:২১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +

১১| ০৮ ই মে, ২০১৪ সকাল ১০:২১

নীল আশিক বলেছেন: ডাউনলোড তো হয় কিন্তু প্লে করা যায় না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.