| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মিজান আব্দুর রশিদ
	আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।
আমি প্রতি মাসে ১০ জিবি ইন্টারনেট ডাটা ইউজ করি। ১০ জিবির ব্যালেন্স শেষ হবার পর সিমটি ছুড়ে ফেলে দেই। পরবর্তী মাসের জন্যে ১০ জিবির আরেকটা সিম কার্ড ক্রয় করি। এতটুকু আমার নিয়মিত ঘটনা। কিন্তু গত রাত থেকে শুরু হয়েছে ভিন্ন ঘটনা। বরাবরের মতো ১০ জিবি শেষ হওয়ার পর যখন জিরো ব্যালেন্স দেখাল, ভাবলাম মডেম থেকে সিম কার্ডটা রিমুভ করব। কিন্তু আমাকে অবাক করে সিমটা এখনো সার্ভিস দিয়ে যাচ্ছে। একাধারে ইউজ করে যাচ্ছি। চলছে তো চলছেই...দেখা যাক ক'দিন চলে। দোয়া করবেন সবাই যেন লাইফ টাইম সার্ভিস পাই। বেচারা সিম ! আমার সাথে থাকতে থাকতে মায়া লেগে গেছে। আমারো তাকে ছাড়তে ইচ্ছে করছেনা। আই লাভ ইউ মাই ডেয়ার সিম, আই লাভ ইউ.....
ফেসবুকে আমি >  http://www.facebook.com/lamiyanuha
 
২৫ শে অক্টোবর, ২০১৩  রাত ৯:৫৭
মিজান আব্দুর রশিদ বলেছেন: ভাই দেশের না, আমি দেশের বাইরে।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩  রাত ৯:৪৬
ভ্রমন কারী বলেছেন: কি সিম ? ক্যামনে কি ??