![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।
মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে ফোন করে সত্যিই উদারতার পরিচয় দিয়েছেন। এতে করে আলোচনার দুয়ার বেশ কিছুটা উন্মুক্ত হল। মাননীয় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আশা করছি এর মধ্যে আর নতুন কোন গন্ধ খুজবেননা। দু'জনেই কিছুটা ছাড় দিয়ে একটি কার্যকর আলোচনায় বসা উচিত। সমগ্র জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে। এই উদ্যোগকে আর পিছিয়ে নেবেননা প্লিজ। এগিয়ে যান... আমরা আর জ্বালাও পোড়াও দেখতে চাইনা, আমরা আর একটিও প্রাণহানি চাইনা, আমরা চাইনা পাকিস্তান কিংবা আফগানিস্তান হতে।
ফেসবুকে আমি
https://www.facebook.com/lamiyanuha
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
মিজান আব্দুর রশিদ বলেছেন: উদার উদার উদার- যেই চোখেই দেখেননা কেন, সমাধানটাই এখন বেশী জরুরী।
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: এতদিন তো তিনি বিরোধী দলে যারা আছেন তাদের মানুষ হিসেবেই গণ্য করেন নাই । এখন শেষ মুহূর্তে কিছুটা হলেও তাকে বিচলিত দেখা যাচ্ছে । এই উদারতা আর একটু আগে দেখালে ভাল হতো । তবু দেখা যাক যদি কোন সমাধান হয় ।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০
মিজান আব্দুর রশিদ বলেছেন: এই মুহূর্তে হরতালটা প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২
দখিনা বাতাস বলেছেন: উদার হইয়া লাভ কি? ছোটলোকটা গতকাল সমাবেশে হাজার লোকের সামনে বলল, ২দিনের মাঝে আলোচনা শুরু না করলে হরতাল। আলোচনা তো শুরু হইয়া গেছে অলরেডি ফোনের মাঝে। হরতাল তো প্রত্যাহার হইলো না। এইটার জন্মদিনের যেমন ঠিক নাই, কথা বার্তারও কোন আগামাথা নাই।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯
মিজান আব্দুর রশিদ বলেছেন: ঘোলাটে অতীতের দিকে না তাকিয়ে, একটি স্বচ্ছ ও উজ্জ্বল ভবিষ্যতের দিকেই এখন আমরা তাকিয়ে থাকবো।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩
পরোবাশি২০১৩ বলেছেন: গতকাল সমাবেশে হাজার লোকের সামনে বলল, ২দিনের মাঝে আলোচনা শুরু না করলে হরতাল। This is what she said. If true, she must withdraw hartals. Look, how many millions would suffer! Give us a break.
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩
মিজান আব্দুর রশিদ বলেছেন: তারপরও বলব- পেছনে নয়, সামনেই তাকানো উচিত।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৪
চারশবিশ বলেছেন: অনেক দেরিতে হলেও প্রধানমন্ত্রর উদ্যোগকে সালাম জানাই
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯
মিজান আব্দুর রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে পজিটিভলিই দেখা ভালো।
৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫
চারশবিশ বলেছেন: "প্রধানমন্ত্রীর"
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
বিশ্বাস করি 1971-এ বলেছেন: উদার উদার....