নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার চাহিদা যত কম,সে তত বেশী সুখী

একজন নিরীহ প্রজাতির মানুষ

মিজান আব্দুর রশিদ

আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।

মিজান আব্দুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

আপনার মোবাইল কতটুকু নিরাপদ ?

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

ইন্টারনেট ব্যবহার করেন অথচ Avast Antivirus এর নাম শুনেননি এমন লোক মনে হয় কমই আছে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম Avast Antivirus আপনাকে আমি সাজেস্ট করব, আপনার প্রিয় মোবাইলটির নিরাপত্তার কথা চিন্তা করে একটি এন্টিভাইরাস মোবাইলে ইন্সটল করে রাখুন। Avast আপনার মোবাইলকে সকল প্রকার ভাইরাস থেকে মুক্ত রাখবে। যেকোনো সফটওয়ার ডাউনলোড শেষে অটো স্ক্যান করবে। যদি আপনার ডাউনলোডকৃত সফটওয়ারটিতে কোনপ্রকার ভাইরাস থাকে তাহলে Avast Antivirus সাথে সাথে আপনাকে সতর্ক করবে। তাছাড়াও এই সফটওয়ারটিতে কিছু বাড়তি সুবিধা রয়েছে। যেমন-কোন ফাইল, অডিও, ভিডিও, ছবি, কন্টাক্ট, এস এম এস এবং অন্যান্য সফটওয়্যার ব্যাকআপ করে রাখতে পারবেন। তাছাড়াও ইচ্ছে করলে আপনার কোন পারসনাল ফাইল, ডকুমেন্ট, গ্যালারি, অডিও, ভিডিওসহ যেকোনো সফটওয়্যার লক করে রাখতে পারবেন। এক কথায় বলা যায়- একের ভিতর অনেক। ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

সফটওয়্যারটির নাম- Avast Mobile Security & Antivirus

ডেভেলপার- AVAST Software

সাইজ- 8.0M

ডাউনলোড লিংক-

Click This Link



(প্লে স্টোর থেকে ডাউনলোড করতে সার্চ করুন-Avast Antivirus লিখে। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন। সাজেস্ট করতে চেষ্টা করব।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.