নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার চাহিদা যত কম,সে তত বেশী সুখী

একজন নিরীহ প্রজাতির মানুষ

মিজান আব্দুর রশিদ

আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।

মিজান আব্দুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট একটি আবেদন

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

আমি আপনাকে বলবনা নৌকায় কিংবা ধানের শীষে ভোট দিন অথবা লাঙ্গল কিংবা দাড়িপাল্লায়। আমি শুধু বলব, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই লাল সবুজের পতাকা যেন, কোন রাজাকারের গাড়িতে আর শোভা না পাই। তা না হলে যাদের রক্তে ভিজে এই সোনার বাংলা আজ উর্বর হয়েছে, তারা কোনদিন আমাদের ক্ষমা করবেনা, কোন দিননা....

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

রিয়াদ হাকিম বলেছেন: লীগ আর বিএনপি তে ভোট দিলে কি তাঁরা মাফ করবেন?!?

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

মিজান আব্দুর রশিদ বলেছেন: আমি সরাসরি বলছিনা যে অমুক দলকে ভোট দিন। তবে যারা ক্ষমতায় গেলে রাজাকারদের মন্ত্রিত্ব দিয়ে সম্মান জানায়, তাদের নির্বাচিত করার আগে ১০০ বার ভাবুন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

সেমিবস বলেছেন: বাংলাদেশের রাজনীতি পঁচা ডিমের মত লাগে..............

ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের পদত্যাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং পরের কথা.............................................

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

মিজান আব্দুর রশিদ বলেছেন: পচা ডিম তো ভাই ফেলে দেয়া যায়, কিন্তু রাজনীতিকে ফেলে দেয়া যায়না। ফেলে দেওয়া উচিতও নয়। কারন রাজনিতি দ্বারাই আমাদের দেশের ভালো মন্দ নির্ধারণ হয়।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

মো কবির বলেছেন:
আসলে ভাই এই দেশের বেশীর ভাগ মানুষই হল লোভী তাই তাদের কে নীতি কথা শুনিয়ে কোন লাভ নেই ভাই। প্রত্যেকে তাই প্রতিবারই একই কাজ করে।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

মিজান আব্দুর রশিদ বলেছেন: তারপরও বলব ভাই, আমাদের আরো সচেতন হতে হবে। আমাদের একটা ভোট অতি মুল্যবান। তাই বলব, টাকার কাছে যেন নিজের বিবেককে পদদলিত না করি। আমাদের ভোটটা যেন সঠিক ও যোগ্য জায়গায় প্রয়োগ হয়।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: রাজাকার মুক্ত দেশ হোক।






কিন্তু কিছু নামধারী দেশ প্রেমি ও নিপাত যাক ।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১

মিজান আব্দুর রশিদ বলেছেন: ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য। তবে আগামী নির্বাচনেই আন্দাজ লাগাতে পারবেন, রাজাকার মুক্ত দেশ নাকি রাজাকার যুক্ত দেশ আমাদের অপেক্ষায় আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.