![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।
মোবাইলের জগতে যে এখন সামসাং এর রাজত্ব চলছে এতে কোন সন্দেহ নেই। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। অরিজিনাল সামসাং এর মতো হুবুহু দেখতে নকল সামসাং এ এখন মোবাইল বাজার সয়লাব। আরো ভয়ংকর ব্যাপার হচ্ছে, আসল সামসাং এর দামেই আপনার হাতে নকল সামসাং ধরিয়ে দিচ্ছে। আসলের দামে নকল, কি মারাত্মক ভাবে আমাদের ঠকানো হচ্ছে। তাই যারা সামসাং মোবাইল ব্যবহার করছেন অথবা সামসাং কেনার কথা ভাবছেন তারা এই ছবিটার সাথে মিলিয়ে নিশ্চিত হয়ে নিন আপনার মোবাইলটি অরিজিনাল কিনা।
তা আপনার মোবাইলটি কি আসল ? নাকি নকল ? কমেন্ট করে জানাতে ভুলবেননা আশা করি।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০
গোবর গণেশ বলেছেন: কিনবার কথা ভাবতাছি, এমন সময় উপকার করলেন মনে হয়। ধইন্যা।